Saturday, July 17, 2021

EHI - 5 2ND YEAR QUESTION BANK ANSWER (1-60)

 

EXCELLENCE ACADEMY                        

                   YOUTUBE CHANNEL – EXCELLENCE ACADEMY

QUESTION BANK ANSWER

 EHI - 5

                                 PH.NO - 7478448780

1)দক্ষিণ-পূর্ব এশিয়া কী নামে অভিহিত হতাো?

Ans: ভারত নামে।

2)কত সালে প্রথম ডাচ বাণিজ্যতরী দঃপূঃ এশিয়ায় উপস্থিত হয়?

Ans: 1641সালে।

3)বর্মার প্রাচীন রাজধানীর নাম কী?

Ans: পাগান।

4)ইন্দাবু সন্ধি কত সালে সম্পাদিত হয়?

Ans: 1824সালে।

5)থাই বা তাই শব্দের অর্থ কী?

Ans: মুক্ত।

6)চক্রী রাজতন্ত্র কত সালে প্রতিষ্ঠিত হয়?

Ans: 1782 সালে।

7)ফিলপিনের স্থানীয় রাজনৈতিক দলের নাম কী?

Ans: বরাঙ্গ।

8)লাওসের রাজধানী কী ছিল?

Ans: লান জ্যাং ওরে তিনটি অঞ্চলে বিভক্ত হয়- ভিয়েনতিয়ান, লুয়াং প্রবাং এবং চম্পাসাক।

9)ইন্দোনেশিয়ার গুরুত্বপূর্ণ মশলাটি কী ছিল?

Ans: গোলমরিচ।

10)ডাচ লিবারেল দল কবে ক্ষমতায় আসে?

Ans: 1860 সালে।

11)মালযের উল্লেখযাোগ্য খনিজটির নাম লিখুন।

Ans: টিন।

12)সুয়েজ খাল কবে উন্মুক্ত হয়?

Ans: 1869 সালে।

13)ফিলিপাইনের গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্রটির নাম কী?

Ans: ম্যানিলা।

14)কবে ফ্রান্স ও শ্যামদেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়?

Ans: 1681 খ্রিস্টাব্দে।

15)এগ্রিকালচারাল ক্রেডিট অর্গানাইজেশন কবে গঠিত হয়?

Ans: 1914 খ্রিস্টাব্দে।

16)মাোই উপজাতির প্রধান কৃষিজ পণ্যটির নাম কী?

Ans: রাই।

17)বর্মার প্রধান রপ্তানী পণ্যটির নাম কী?

Ans: চাল।

18)বর্মা কবে স্বাধীনতা লাভ করে?

Ans: 1948 এর 4 ঠা January.

19)সারেকাৎ ইসলাম কবে আবির্ভূত হয়?

Ans: 1922 সালে।

20)ইন্দোনেশিয়া কবে স্বাধীনতা লাভ করে?

Ans: 1945 এর 17ই আগস্ট।

21)1887 তে প্রকাশিত রিজালের বিখ্যাত নভেলটির নাম কী?

Ans: Tangere.

22)P.K.P. কবে গঠিত য?

Ans: 1930 এর November.

23)থাইল্যান্ডে কবে নিয়মতান্ত্রিক (সাংবিধানিক) রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়?

Ans: 1932 খ্রিষ্টাব্দ।

24)থাইল্যান্ডের বর্তমান সংবিধানটি কবে গৃহীত হয়?

Ans: 1978 এর 22 শে December.

25)ভিয়েতনামে ঞঙ্গ ভগিনীদ্বযের বিদ্রোহ কবে হয়েছিল?

Ans: (40-43 খ্রিস্টাব্দ)

26)উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম কবে ঐক্যবদ্ধ হয়?

Ans: 1976/1975.

27)দক্ষিণ ভিয়েতনামে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট কবে গঠিত হয়?

Ans: 1960 সালে।

28)নিকসন তত্ব কোথায় পরিবেশন করা হয়?

Ans: এশিয়া ভ্রমণের সময় মার্কিন রাষ্ট্রপতি নিক্সন গুরাম নামক একটি জায়গায় একটি নিজস্ব তত্ত্ব পরিবেশন করেন।

29)1908 সালে প্রতিষ্ঠিত কোন সংগঠনকে ইন্দোনেশীয় জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাসে প্রথম পদক্ষেপ

হিসাবে গণ্য করা হয়?

Ans: বুদি উতোমোর।

30)ইন্দোনেশিয়ায় 1965 সালের অভ্যুত্থান কী নামে পরিচিত?

Ans: Gestapu বা 30 শে September অভ্যুত্থান

 

Question 31

ভূখণ্ডের বিচারে দক্ষিণ-পূর্ব এশিয়া এশিয়ার কত শতাংশ ভূখন্ড অধিকার করে আছে?

উত্তর:-এশিয়া 11.71%

Question 32

কখন থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া শব্দটি ব্যাপক ভাবে জনপ্রিয় হয়?

উত্তর:- পর্তুগীজদের আগমনে 1511 খ্রিস্টাব্দে

Question 33

১৯১৬ সালে 'নাদাতুল উলেমা' রাজনৈতিক দলটি কোন দেশে গড়ে উঠেছিল?

উত্তর:-ইন্দোনেশিয়া

Question 34

কবে ব্রহ্মদেশের রাজা বাোদাপায়া সিংহাসনচ্যুত হন?

উত্তর:-1837 সালে

Question 35

ব্রহ্মদেশের রাজা থিবাো মিন কৰে জন্ম গ্রহণ করেন?

উত্তর:-১৮৫৯ সালে ১ লা জানুয়ারি

Question 36

থমাস স্ট্যানফোর্ড রাফেলস কবে জাভার গভর্নর হন?

উত্তর:-১৮১১।(১৮১১-১৮১৬)

Question 37

থাইল্যান্ডের রাজা প্রথম রাম এর রাজত্বকাল কোন সাল থেকে কোন সাল পর্যন্ত ছিল?

উত্তর:-1782 6 ই এপ্রিল-7 সেপ্টেম্বর 1809)

Question 38

কোন ঐতিহাসিক থাইল্যান্ড এবং ব্রিটেনের মধ্যে বাণিজ্য চুক্তি'কে (১৮৫৫) "Epoch Making' নামে অভিহিত করেছিলেন?

উত্তর:-D. G. Hall

Question 39

কত সালে শ্যামদেশ ব্রিটিশ এবং ফ্রান্সের বাফার স্ট্রেট' হিসাবে গন্য হয়?

উত্তর:-১৯০৯ সালে

Question 40

ফিলিফাইন্সে ক্যাথাোলিক ধর্মের প্রসারকে কোন ঐতিহাসিক 'Philipphinization of Spanish Catholicism' বলে অভিহিত করছেন?

উত্তর:-John L. Phelon

Question 41

ইন্দোনেশিয়ার ডাচ শাসন সম্পর্কে Max Havelaar' উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়েছিল?

উত্তর:-১৮৬০ সালে

Question 42

1947 সালে মালয়ের মাোট জনসংখ্যার কত শতাংশ ভারতীয় ছিল?

উত্তর:-  7 শতাংশ

Question 43

কত সালে অ্যামেরিকা ফিলিফাইন্স আধিগ্রহণ করেছিল?

উত্তর:-১৮৯৯ সালে (সিওর নয়)

Question 44

১৯৩১ সালে থাইল্যান্ডের মাোট শিল্পের কত শতাংশ চীন এবং ইউরাোপের দখলে ছিল?

উত্তর:-95 শতাংশ (শ্যাম দেশ/থাইল্যান্ড)

Question 45

কত সালে ব্রিটিশ সরকার বার্মাতে 'Burma Village Regulation Act চালু করে?

উত্তর:-১৮৮৭ সালে।(ব্রিটিশরা উচ্চবার্মাতে)

*১৮৮৯ সামগ্রিক ভাবে

Question 46

Sayasn কোন দেশের জনপ্রিয় জাতীয়বাদী নেতা ছিলেন?

উত্তর:-বার্মার/মায়ানমার//ব্রহ্মদেশ

Question 47

কে বলেছিলেন যে “Western education had the effect of dynamite upon the colonial status system’?

উত্তর:-ডাচ স্কলার

Question 48

কত সালে 'Federation of Malay States' এ চুক্তিভিত্তিক শ্রমিক প্রথা বাতিল হয়েছিল?

উত্তর:-১৯১০ সালে

Question 49

বার্মাতে কবে রেলপথ চালু হয়েছিল?

উত্তর:-১৮৭৭ সালে

Question 50

জোসে রিজাল (১৮৬১-১৮৯৬) কোন দেশের জাতীয়তাবাদী নেতা ছিলেন?

উত্তর:-ফিলিপাইন

Question 51

কত সাল থেকে ফিলিপাইনে সামাবাদী আন্দোলন প্রসার লাভ করেছিল?

উত্তর:-১৯৩০ সালে

Question 52

ভিয়েতনামে 'নাগাো রাজবংশের স্থায়িত্ব কত বছর ছিল?

উত্তর:-৩০ বছর (৯৩৮-৯৬৭)

Question 53

ভিয়েনামের সম্রাট মিন ম্যাঙ্গ কোন ধর্মাদর্শে বিশ্বাসী ছিলেন?

উত্তর:- খ্রিস্টধর্মে (কনফুসিয়ান মতাদর্শ)//কনকুমিয়ান মতবাদী

Question 54

অ্যামেরিকা থাইল্যান্ড থেকে কখন সেনা প্রত্যাহার করে নেয়?

উত্তর:-১৯৬৭ সালে

Question 55

১৯৩০ সালে কে ভিয়েতনামে কমিউনিস্ট দল গঠন করছিলেন?

উত্তর:-হো- চি- মিন (হংকং)

Question 56

দিয়ে বিয়েন ফু এর যুদ্ধের পর ভিয়েতনাম, কম্বাোডিয়া এবং লাওয়াসের স্বাধীতার জন্য কবে জেনিভা সম্মেলন হয়েছিল?

উত্তর:-১৯৫৪ সালের  ২০ শে জুলাই

Question 57

কে বলেছিলেন যে, জাতি, ধর্ম এবং লিঙ্গের ভেদাভেদ ভুলে দেশের সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের এক জায়গায় জড়াোকরে সংগ্রামে সামিল করতে পারলেই বহু আকাঙিক্ষত

ভিয়েতনামে স্বাধীনতা আসবে?

উত্তর:-হো চি মিন

Question 58

১৯৭৮ সালে কে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন?

উত্তর:- সুহাতো (১৯৮৬) (১৯৭৬)

Question 59

 1945'(১৯৯৫) বইটি কে লিখেছিলেন?

উত্তর:-Robert Cribb / B. R. Gibb

Question 60

আয়তনে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বৃহত্তম দেশ কোনটি?

উত্তর:-ইন্দোনেশিয়া

 

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ehi 5, nsou assingment, nsou pg admission 2021, nsou bdp admission 2021, nsou pg form fill up 2021, ehi 5 short notes, netaji subhas open university,

nsou bdp result 2021,

nsou pg result 2021,

nsou pg assingment 2021,

nsou bdp assingment 2021,

nsou exam 2021,

nsou reduced syllabus,

assingment,

netaji subhas open university study center,

netaji subhas open university . m.a courses,

netaji subhas open university study center,

netaji subhas open university courses list,

netaji subhas open university admission 2021,

netaji subhas open university in kolkata,

netaji subhas open university courses & fees,

excellence academy,

bdp 1st year,

syllabus, notes,

bdp 1 st year,

bdp 2 nd year,

bdp 3rd year,

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Thanks you for contacting EXCELLENCE ACADEMY

Please let us know how we can help you

 

Subscribe my You Tube channel :-

https://youtube.com/channel/UCeqI19916_20Ic39jK0wi1A

join my facebook group :-

https://www.facebook.com/groups/485319229356130/?ref=share

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment

how can we help you