EXCELLENCE ACADEMY
YOUTUBE CHANNEL – EXCELLENCE ACADEMY
QUESTION BANK ANSWER
EHI - 4
PH.NO - 7478448780
1)চীনের প্রথম রাজবংশের নাম কি ছিল?
Ans: জিয়া বংশ।(xia dynasty)
2)কনফুসিয়াসের মতে চীনা সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একক কি ছিল?
Ans: পরিবার।
3)কে জাপানের কামাকুরা শাোগুনেটের প্রথম প্রতিষ্ঠাতা শাোগুন ছিলেন?
Ans: মিনামেটো জেরিটোমো।
4)কোন বছর মেইজি সংবিধান কার্যকর হয়েছিল?
Ans: 1889 সালে 11 February.
5)কোন দুটি ধর্ম সিল্ক রাোড ধরে চীনে প্রবেশ করেছিল?
Ans: বৌদ্ধ ধর্ম ও ইসলাম ধর্ম।
6)প্রাচীন চীনা সমাজ কয়টি ভাগে বিভক্ত ছিল?
Ans: 4 টি।
7)জাপানের সবচেয়ে বেশী সংখ্যক লাোকের ধর্ম কি?
Ans: সিন্টু
8)কোন বছর জাপান মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল?
Ans: 1931 সালে।
9)বস্ত্রের জন্য বিখ্যাত কোন শহরটি জাপানের ম্যাঞ্চেস্টার নামে পরিচিত?
Ans: ওসাকা।
10)কোন বাণিজ্যিক রাস্তা চীনের সঙ্গে পশ্চিমী দেশগুলাো সংযুক্ত করেছে?
Ans: সিল্করুট।
11)প্রথম আফিমের যুদ্ধ (1839-42) কে জয়ী হয়েছিল?
Ans: ব্রিটেন।
12)চীন এবং জাপানের মধ্যে কবে 'শিমাোনাোশাকির সন্ধি' স্বাক্ষরিত হয়?
Ans: 1895 সালে।
13)চীনে বক্সার বিদ্রোহ কবে শুরু হয়?
Ans: 1899 সালে।
14)The Rise of Modern China (1985) বইটি কার লেখা?
Ans: ইমানুয়েল সি ওয়াই হু।
15)কোন চীনের বিদেশী-বিরাোধী আন্দোলন 'চীনা কিয়ং রাজবংশকে' দুর্বল করেছিল?
Ans: বক্সার বিদ্রোহ।
16)কোনটি টকুগাওয়া শাোগুনেট সরকারের রাজধানী শহর ছিল?
Ans: টোকিও।
17)দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের রাজা কে ছিলেন?
Ans: হিরোহিতো।
18)জাপানের কৃষকরা নিজেদের সুরক্ষার জন্য স্যামুরাই ও দাইমিওদের কী দান করতেন?
Ans: ধান বা ফসল (খাদ্যশস্য)
19)চীনে কী জন্য সান-ইয়াোৎ-সেন বহুল পরিচিত ছিলেন?
Ans: জাতির জনক।
20)চীনের ইতিহাসে 'কুয়াোমিংতাং' কী ছিল?
Ans: জাতীয়তাবাদী পার্টি।
21)কোন চীনা কমিউনিস্ট নেতা জাতীয়তাবাদীদের পরাজিত করেছিলেন?
Ans: মাও সে তুং
22)জাপানের লিখন পদ্ধতি ও ভাষার উপর কোন সংস্কৃতির গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে ছিল?
Ans: চিনা।
23)‘Japan: A Short Cultural History (1987) বইটি কার লেখা?
Ans: জর্জ বেইলি সানসোম।
24)কোন রাজ পরিবার 1603 থেকে 1868 সাল পর্যন্ত জাপান শাসন করেছিল?
Ans: টোকুগাওয়া শোগুনতে।
25)জাপান কখন পার্ল হারবার আক্রমণ করেছিল?
Ans: 1941 খ্রিস্টাব্দে17 ই ডিসেম্বর।
26)সরকারীভাবে, মাও-জেদং কর্তৃক চীনকে ‘People's Republic of China' বলে ঘাোষণা করা হয়?
Ans: 1949 সালে।
27)‘চীনা কমিউনিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
Ans: 1921 খ্রিস্টাব্দে 23 শে July.
28)জাপানের নতুন শিক্ষা পরিকল্কনা করার সময় মেইজী সংস্কারকদের কোন দেশের শিক্ষা ব্যবস্থা প্রভাবিত করেছিল?
Ans: আমেরিকা।
29)জাপানের কমিউনিস্ট পার্টি' গঠনে কোন প্রতিষ্ঠান সাহায্য করেছিল?
Ans: CIA প্রতিষঠান।
30)কোকুতাই' কী?
Ans: জাপানি দেশাত্মবোধক চিন্তাধারার একটি অঙ্গ।
Question 31
চীনের জনপ্রিয় ভাষার নাম কি?
উত্তর:- মন্দারিন
Question 32
জোসেফ নিহাম এর মতে, প্রাচীন চীনের সমাজ, সংস্কৃতি, অর্থনীতি ও রাজনীতিতে কি ধরণের সামন্ততন্ত্র প্রচলিত ছিল?
উত্তর:- আমলাতান্ত্রিক সামন্ততন্ত্র বা Bureaueratic Feudalism.
Question 33
চীনের পরিবার সম্পর্কে 'The Good Earth' উপন্যাসটি কার লেখা?
উত্তর:- আমেরিকার বিখ্যাত কথাশিল্পী পার্লএস বাক।
Question 34
কোন দেশের রাজাকে ঈশ্বরের বরপুত্র বলা হত?
উত্তর:- চীন দেশের।
Question 35
কত সালে মঘলরা চীন দখল করেছিল?
উত্তর:- 1279 খ্রিস্টাব্দ
Question 36
জাপানের আয়তন পৃথিবীর মাোট ভূখন্ডের কত শতাংশ জুড়ে রয়েছে?
উত্তর:- 0.3 শতাংশ
Question 37
গৌতম বুদ্ধ ও কনফুসিয়াসের আদর্শ অনুসারে রানী সুইকো কত খ্রীষ্টাব্দে জাপানের প্রথম সংবিধান রচনা করেন?
উত্তর:- 604 খ্রিস্টাব্দ
Question 38
১৯৭১ সালে 'Feudalism in Japan' বইটি কে লিখেছিলেন?
উত্তর:- Peter Duus.
Question 39
জাপানের প্রাচীন আইনসভা 'Council of Elders' এর সদস্য কত ছিল?
উত্তর:- 5 জন
Question 40
ব্রিটেন ও চীনের মধ্যে 'নাকিং সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তর:- 1842 সালে।
Question 41
১৮৯৪ সালের কোন দেশের কৃষক বিদ্রোহ চীন-জাপানের যুদ্ধকে প্রভাবিত করছিল?
উত্তর:- 1894 সালে কোরিয়ার।
Question 42
কত সালে কমাোডাোর পেরি জাপানের উপকূলে পৌছান?
উত্তর:- 1853 সালে।
Question 43
কত সালে ব্রিটেনের নেী-সেনা প্রধান স্যার জেমস স্টারলিং জাপানে আসেন?
উত্তর:- 1854 খ্রিস্টাব্দে বসন্তকালে।
Question 44
জাপানের ইতিহাসে ১৮৫৩-১৮৬৮ সময়কাল কি নামে জনপ্রিয়?
উত্তর:- সগুন তন্ত্রের অবসান// বা কুমাৎসু
Question 45
জাপানে সগুণ শাসনের অবসান কবে হয়েছিল?
উত্তর:- 1868
Question 46
হল্যান্ডের সঙ্গে জাপানের ' বাণিজ্যিক চুক্তি' প্রথম কবে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তর:- 1858
Question 47
পাশ্চাত্য দেশগুলাোর সাথে ৩১শে মার্চ ১৮৫৮ সালে জাপান যে চুক্তি করেছিল, সেটা কি নামে পরিচিত ছিল?
উত্তর:- কানাগাওয়ার চুক্তি (treaty of kanagawa)
Question 48
Tribute System বা নজরানা প্রথা কোন দেশে প্রচলিত ছিল?
উত্তর:- চীন।
Question 49
জাপান এবং পাশ্চাত্যদেশের সমস্যার সমাধানের উদ্দেশ্যে ১৯২১ সালে শুরু হওয়া ওয়াশিংটন সম্মেলন কবে শেষ হয়েছিল।
উত্তর:-1922 ফেব্রুয়ারি।
Question 50
চীনে কখন Society for God Morshipers' প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর:- 1844
Question 51
China' বইটি কে রচনা করেছেন?
উত্তর:-M. N. ROY
Question 52
চীনে কত সালে বক্সার প্রাোটোকল স্বাক্ষরিত হয়েছিল?
উত্তর:-1901 সালে
Question 53
চীনে মাঞ্জু সরকার বিরাোধী Whit Lotus Society' কে গঠন করেছিলেন?
উত্তর:- zhu yuanzhang
Question 54
১৯৩৭ জাপান কর্তৃত চীন আক্রমণকে জাপানী কমিউনিস্ট পার্টি কি বলে সমালাোচনা করেছিল?
উত্তর:-
Question 55
জাপানের যাোদ্ধা শ্রেণীকে কি বলা হত?
উত্তর:-সামুরাই
Question 56
কত সালে জাপানের জমিদারগণ স্বেচ্ছায় জমির মালিকানা সম্রাটকে অর্পণ করেছিল?
উত্তর:- 1869 সালে
Question 57
কত সালে জাপানে কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থা 'Bank of Japan' গঠিত হয়েছিল?
উত্তর:- 1882 সালের 10 oct
Question 58
সান-ইয়াৎ-সেন প্রতিষ্ঠীত ‘তুং-মেং-তুই পার্টির নতুন নাম কি ছিল?
উত্তর:-চাইনিস ইউনাইটেড লিগ হতে পারে। note sure
Question 59
| ১৯১৫ সালে ১৯শে ফ্রেরুয়ারীতে জাপানের একুশ দফা দাবীর প্রতিবাদে কে চীনের ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন?
উত্তর:- চেন- তু -সিউ
Question 60
জাপানে ১৯২৫ সালের নির্বাচনে পুরুষদের জন্য ভাোটাধিকারের ন্যূনতম বয়স কত বছর নির্ধারিত হয়েছিল?
উত্তর:-25 বছরের উর্ধ্বে পুরুষদের
ehi 4, nsou assingment, nsou pg admission 2021, nsou bdp admission 2021, nsou pg form fill up 2021, ehi 4 short notes, netaji subhas open university,
nsou bdp result 2021,
nsou pg result 2021,
nsou pg assingment 2021,
nsou bdp assingment 2021,
nsou exam 2021,
nsou reduced syllabus,
assingment,
netaji subhas open university study center,
netaji subhas open university . m.a courses,
netaji subhas open university study center,
netaji subhas open university courses list,
netaji subhas open university admission 2021,
netaji subhas open university in kolkata,
netaji subhas open university courses & fees,
excellence academy,
bdp 1st year,
syllabus, notes,
bdp 1 st year,
bdp 2 nd year,
bdp 3rd year,
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Thanks you for contacting EXCELLENCE ACADEMY
Please let us know how we can help you
Subscribe my You Tube channel :-
https://youtube.com/channel/UCeqI19916_20Ic39jK0wi1A
join my facebook group :-
https://www.facebook.com/groups/485319229356130/?ref=share
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
No comments:
Post a Comment
how can we help you