Saturday, July 17, 2021

EHI 6 3RD YEAR QUESTION BANK ANSWER (1-60)

 

EXCELLENCE ACADEMY                        

                   YOUTUBE CHANNEL – EXCELLENCE ACADEMY

QUESTION BANK ANSWER

 EHI - 6

                                 PH.NO - 7478448780

Question 1

‘Poverty and Un-British Rule in India' বইটি কে লিখেছেন?

Ans: দাদাভাই নৌরোজি।

Question 2

1861 সালের 'ভারতীয় কাউন্সিল আইন' আনুসারে 'গভর্নর জেনারেলের সাধারণ পরিষদে কতজন সদস্য নিয়াোজিত ছিল?

Ans: 5 জন।

Question 3

নিচের কে 'ইন্ডিয়ান মিরর' সংবাদপত্র সম্পাদনা ও প্রকাশনা করেন?

Ans: সম্পাদনা করেন নরেন্দ্রনাথ সেন, ও প্রকাশ করেন দেবেন্দ্রনাথ ঠাকুর ও কেশবচন্দ্র সেন।

Question 4

কোন ভাইসরয়ের সময় 'স্যাডলার কমিশন' নিয়াোজিত হয়?

Ans: লর্ড চেমসফোর্ড।

Question 5

ভারতে কে রায়তয়ারী ব্যাবস্থা চালু করছিলেন?

Ans: আলেকজান্ডার রিড।

Question 6

সামাজিক সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক অবদান ছিল?

Ans: বিধবা বিবাহ প্রচলন।

Question 7

কোন ভাইসরয়ের সময় দিল্লীতে 'রাজ্যাভিষেক দরবার-1911' (

রাজা পঞ্চম জর্জ এর ) অনুষ্ঠিত হয়?

Ans: লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জ।

Question 8

কে ব্রিটিশ ভারতের স্বায়ত্ত শাসনের জনক হিসাবে পরিচিত ছিলেন?

Ans: লর্ড রিপন।

Question 9

মাোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল?

Ans: দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলে।

Question 10

কে 'হরিজন' পত্রিকা সম্পাদনা করেন?

Ans: গান্ধীজী।

Question 11

স্বাধীনতার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?

Ans: আচার্য কৃপালিনী।

Question 12

'The Extremist Challenge' (1967) বইটি কে লিখেছেন?

Ans: অমলেশ ত্রিপাঠী।

Question 13

1920 সালে কোথায় জওহরলাল নেহেরু প্রথম 'কিষাণ মার্চ করেন?

Ans: প্রতাপগড় (উত্তর প্রদেশ)

Question 14

ব্রিটিশ পার্লামেন্টে কখন 'The Government of India Act 1858' আইনটি পাশ হয়েছিল?

Ans: 1858 সালে 2 আগস্ট।

Question 15

কখন মন্টেগু-চেমসফোর্ড সংস্কার' প্রবর্তিত হয়?

Ans: 1919.

Question 16

কে স্বরাজ্য দল গঠন করেন?

Ans: চিত্তরঞ্জন দাশ ও মতিলাল নেহেরু।

Question 17

কোন বছর সুভাষচন্দ্র বসু কর্তৃক আজান্দ হিন্দ সরকার গঠিত হয়?

Ans: 1943 সালে।

Question 18

কে মুসলিম লিগের প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন?

Ans: আগা খাঁ।

Question 19

কখন অসহযাোগ আন্দোলন সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছিল?

Ans: 1922 খ্রিস্টাব্দে।

Question 20

দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর মহাত্মা গান্ধীর প্রথম সফল সত্যাগ্রহ কোনটি ছিল?

Ans: চম্পারন সত্যাগ্রহ( 1917)

Question 21

কে নাসিকের ম্যাজিস্ট্রেট জ্যাকসনকে হত্যা করেন?

Ans: বীণা দাস।

Question 22

Servants of Indian Society' প্রতিষ্ঠানটি কে গঠন করেন?

Ans: গোপালকৃষ্ণ গোখলে।

Question 23

কোন ভারতীয় বলেছিলেন, তাোমরা আমাকে রক্ত দাও, আমি তাোমাদের স্বাধীনতা দেব?

Ans: সুভাষচন্দ্র বসু।

Question 24

কে জাতীয় কংগ্রেসের 1929 সালের ঐতিহাসিক লাহাোর অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন?

Ans: জহরলাল নেহেরু।

Question 25

ভারত ছাড় আন্দোলনের রেজুলেশন কোন শহরে পাশ হয়েছিল?

Ans: বোম্বাই 1942।

Question 26

ভারতীয় সংবিধানের 'ড্রাপ্টিং কমিটির সভাপতি কে ছিলেন?

Ans: ডঃ বি আর আম্বেদকর।

Question 27

কখন ভারতের 'তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা' শুরু হয়েছিল?

Ans: 1965-1966 খ্রিষ্টাব্দ।

Question 28

নেহেরুর আমলে বৈদেশিক নীতির প্রধান আর্দশ কী ছিল?

Ans: আদর্শগত দৃষ্টিভঙ্গির পঞ্চশীল জোট নিরপেক্ষতা সাম্রাজ্যবাদবিরোধী ও বর্ণবাদবিরোধী।

Question 29

জাতীয় কংগ্রেসের নরমপন্থী গ্রুপের সামাজিক ভিত্তি কী ছিল?

Ans: শিক্ষিত ও  মধ্যবিত্ত শ্রেণীর সংগঠন।

Question 30

কোন ভাইসরয় 1878 সালের "Vernacular Press Act and the Arms Act' আইন পাশ করেন?

Ans: লর্ড লিটন।

Question 31

১৮৫৮ সালের পর ভারতীয় প্রশাসনের ক্ষমতা হস্তান্তরিত হয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানীর থেকে ব্রিটিশ পার্লামেন্টের হাতে আসাকে কে ‘rather a formal than a substantial

change' বলেছেন?

Ans: এইচ. এস কানিংহাম

Question 32

সাঁওতাল পরগণাতে কত সালে 'খারওয়ার বিদ্রোহ শুরু হয়েছিল?

Ans: 1870 সালে।

Question 33

মহারাষ্ট্রের ব্রাহ্মণ মহাজন ও শেঠদের শাোষণ এবং নির্যাতনের বিরুদ্ধে নিম্নশ্রেণীর মানুষের লুঠপাঠ এবং ডাকাতিকে কোন ঐতিহাসিক 'Social Banditary' বলে অভিহিত

করেছেন?

Ans: Eric Hobsbawn

Question 34

কত সালে 'Chota Nagpur Tenancy Act' পাশ হয়েছিল?

Ans: 1908 সালে।

Question 35

কখন মাোপলা কৃষকদের জমির উপর বৈধ অধিকার স্বীকৃত হয়েছিল?

Ans: 1929  সালে।

Question 36

১৯১৪ সালে উড়িষ্যার দাসপালিয়া অঞ্চলে কোন উপজাতি সম্প্রদায় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছিলেন?

Ans: খন্দ উপজাতি।

Question 37

কে বলেছেন The First World War marked a major structural break as fast composition of privet investment in modern manufacturing industry was

concerned'?

Ans: ড: অমিয় বাগচি।

Question 38

শিশির কুমার ঘাোষ সম্পাদিত 'অমৃতবাজার পত্রিকা' কখন থেকে বাংলা ভাষায় প্রকাশিত হতে শুরু করেছিল?

Ans: 1868  সালে

Question 39

১৮১০ সালে বাোম্বে কোন প্রতিষ্ঠান ছাত্র-ছাত্রীদের পুস্তক বিতরণ এবং গরিবদের জন্য স্কুল প্রতিষ্ঠার উদ্দেশ্যে গঠিত হয়েছিল?

Ans: বোম্বাই ম্যাট্রিক এডুকেশন সোসাইটি

Question 40

উনিশ শতকে ব্রিটিশ সরকার আইনের মাধ্যমে কৃষকদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করলে, একজন জনপ্রিয় জমিদার ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বলেছিলেন, 'Agitate ! Agitate!

Agitate ! তিনি কে ছিলেন?

Ans: উত্তরপাড়ার জমিদার জয় কৃষ্ণ মুখোপাধ্যায়

Question 41

১৮৯২-১৯০৯ সাল পর্যন্ত কংগ্রেসের বার্ষিক অধিবেশন গুলাোতে যাোগদানকারী প্রতিনিধিদের ১৩,৮৩৯ জনের মধ্যে কত জন জমিদার ছিলেন?

Ans: 2629  জন।

Question 42

স্বাধীন ভারতে নেহেরুর নেতৃত্বে কত সালে Planning Commission গঠিত হয়েছিল?

Ans: 1950  সালে।

Question 43

প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় কৃষি, সেচ এবং বিদ্যুৎ মিলে কত শতাংশ ব্যয় ধার্য করা হয়েছিল?

Ans: 44.6%

Question 44

১৯৪৮ সালে কেন্দ্রীয় শিল্প ও সরবরাহ মন্ত্রী কে ছিলেন?

Ans: Harekrushna Mahatab

Question 45

দ্বিতীয় পঞ্চ-বার্ষিক পরিকল্পনায় জাতীয় আয় কত শতাংশ বেড়েছিল?

Ans: 4.2 শতাংশ।

Question 46

ভারতের সংবিধানের কোন ধারায় উপজাতিদের উন্নয়নের কথা বলা হয়েছে?

Ans: 342 নং ধারায়।

Question 47

প্রথম পঞ্চ-বার্ষিক পরিকল্পনায় কৃষি উৎপাদন কত শতাংশ বেড়েছিল?

Ans: 1.6 শতাংশ।

Question 48

ভারতে কবে প্রথম পারমাণবিক গবেষণার জন্য ‘Atomic Energy Commission' গঠিত হয়েছিল?

Ans: 1948  সালে।

Question 49

অস্পৃশ্যতার দ্বারা শাোষণ করা দণ্ডনীয় অপরাধ, এই বিচারের জন্য ভারতে প্রথম কত সালে আইন পাশ হয়?

Ans:

Question 50

১৯৫১ সালে ভারতের শিক্ষার হার কত ছিল?

Ans: 18.33 শতাংশ

Question 51

কবে দিল্লীতে প্রথম Asian Relation Conference অনুষ্ঠিত হয়েছিল?

Ans: 1947  সালে

Question 52

কলম্বতে শান্তি সম্মেলন' কবে অনুষ্ঠিত হয়েছিল?

Ans: 1964 সালে

Question 53

১৯৬১ সালে বেলগ্রেড নির্জোট সম্মেলনে প্রতিনিধির সংখ্যা কত ছিল?

Ans: 25 জন

Question 54

ভারত-পাকিস্তানের মধ্যে 'তাসখন্ড চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল?

Ans: 10 January 1966  সালে।

Question 55

কত সালে ভাকরা-নাঙ্গাল বাঁধ নির্মাণ শুরু হয়?

Ans: 1948 সালে

Question 56

১৯৬২ সালে ভারত-চীনের সঙ্গে কোন অঞ্চলে যুদ্ধ বেঁধেছিল?

Ans: তিব্বত‌ অঞ্চলে

Question 57

ভারতের বিদেশ নীতি নির্ধারণে জহরলাল নেহেরুর ওপর কোন দেশের প্রভাব বেশী পড়েছিল?

Ans: চীন দেশের।

Question 58

১৪ বছরের শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষা দানের ব্যবস্থা ভারতে কবে প্রথম চালু হয়েছিল?

Ans:

Question 59

কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় নেহেরু ভারী-শিল্প গবেষণাকে বলেছিলেন আধুনিক ভারতের মন্দির ?

Ans: দ্বিতীয় পঞ্চবার্ষিকী

Question 60

কখন নাগাল্যান্ড ভারতীয় ইউনিয়নের ১৬তম অঙ্গরাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে?

Ans: 1963  সালে

 

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ehi 6, nsou assingment, nsou pg admission 2021, nsou bdp admission 2021, nsou pg form fill up 2021, ehi 6 short notes, netaji subhas open university,

nsou bdp result 2021,

nsou pg result 2021,

nsou pg assingment 2021,

nsou bdp assingment 2021,

nsou exam 2021,

nsou reduced syllabus,

assingment,

netaji subhas open university study center,

netaji subhas open university . m.a courses,

netaji subhas open university study center,

netaji subhas open university courses list,

netaji subhas open university admission 2021,

netaji subhas open university in kolkata,

netaji subhas open university courses & fees,

excellence academy,

bdp 1st year,

syllabus, notes,

bdp 1 st year,

bdp 2 nd year,

bdp 3rd year,

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Thanks you for contacting EXCELLENCE ACADEMY

Please let us know how we can help you

 

Subscribe my You Tube channel :-

https://youtube.com/channel/UCeqI19916_20Ic39jK0wi1A

join my facebook group :-

https://www.facebook.com/groups/485319229356130/?ref=share

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment

how can we help you