Saturday, July 17, 2021

EHI 3 2ND YEAR QUESTION BANK ANSWER(1-60)

 

EXCELLENCE ACADEMY                        

                   YOUTUBE CHANNEL – EXCELLENCE ACADEMY

QUESTION BANK ANSWER

 EHI - 3

                                 PH.NO - 7478448780

1)শিখ ধর্মের শেষ গুরু কে?

Ans: গোবিন্দ সিং।

2)নাদির শাহ কোন দেশ থেকে ভারতবর্ষ আক্রমণ করেছিলেন?

Ans: পারস্য দেশ থেকে।

3)তৃতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল?

Ans: 1761.

4)মুঘল সিংহাসনে আওরঙ্গজেবের উত্তরাধিকারী কে হয়েছিলেন?

Ans: আজম শাহ।

5)Later Mughals' গ্রন্থের লেখক কে?

Ans: উইলিয়াম আরভিন।

6)অযাোধ্যায় নবাবী শাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Ans: সাদাৎ খান।

7)কোন মুঘল সম্রাট 1717 সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান প্রদান করেছিলেন?

Ans: ফারুকশিয়ার।

8)কোন ইউরাোপীয় শক্তি কাৰ্তাজ’ প্রথা প্রবর্তন করে?

Ans: পর্তুগিজ )সমুদ্রে যাতায়াতের জন্য অনুমতি পত্র)

9)কত সালে ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল?

Ans: 1602.

10)সিয়ার-উল-মুতাক্ষরিন' এর লেখক কে?

Ans: সৈয়দ গোলাম হোসেন তবাতবাঙ্গ (তিনি এটি ফরাসি ভাষায় অনুবাদ করেন।)

11)সিরাজ-উদ-দৌল্লা কবে বাংলার নবাব হয়েছিলেন?

Ans: 1756 খ্রিস্টাব্দে।

12)Bengal: The British Bridgehead' গ্রন্থটির লেখক কে?

Ans: পিটার মার্শল।

13)কোন শক্তিকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1764 সালে বক্সারের যুদ্ধে পরাজিত করে?

Ans: বাংলার নবাব মীর কাসিম অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও মোগল সম্রাট শাহ আলমের যৌগ বাহিনীকে।

14)কত সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি প্রদান করা হয়েছিল?

Ans: 1765

15)কোন আইনের দ্বারা গভর্ণর জেনারেল এর পদ সৃষ্টি করা হয়েছিল?

Ans: 1773 এর রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী।

16)কত সালে পিটের ভারত আইন প্রণীত হয়েছিল?

Ans: 1784 সালে।

17)কোম্পানির শাসনে কলকাতা শহরে কবে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল?

Ans: 1774.

18)ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার নাযেব দেওযান কে ছিলেন?

Ans: রেজা খান।

19)1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন?

Ans: লর্ড কর্নওয়ালিস।

20)প্রথম রাোহিলা যুদ্ধ কবে হয়েছিল?

Ans: 1773-1774.

21)‘স্বত্ববিলাোপ নীতি’ কে প্রবর্তন করেছিলেন?

Ans: লর্ড ডালহৌসি।

22)কত সালে শ্রীরঙ্গপত্তমের সন্ধি সাক্ষরিত হয়েছিল?

Ans: 1792.

23)সুরাটের চুক্তি (1775) কাদের মধ্যে সাক্ষরিত হয়েছিল?

Ans: 1775.

24)কত সালে বেসিনের চুক্তি সাক্ষরিত হয়?

Ans: 1802.

25)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন দেশে আফিম রপ্তানি করত?

Ans: চীন।

26)অবশিল্পায়ন কী?

Ans: যখন কোন দেশের নতুন শিল্প গড়ে ওঠার পরিবর্তে কোন দেশের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী শিল্প গুলি ধ্বংস সাধিত হয় তাকে অবশিল্পায়ন বলে। ব্রিটিশ উপনিবেশ শাসনের বাংলা তথা ভারতে অবশিল্পায়ন সূচিত হয়।

27)1776 সালে আমিনি কমিশন কে নিয়াোগ করেছিলেন?

Ans: ওয়ারেন হেস্টিংস।

28)কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন?

Ans: লর্ড ওয়েলেসলি।

29)ব্রাহ্ম সভার প্রতিষ্ঠাতা কে?

Ans: রাজা রামমোহন রায়(1828-1829)

30)ল্যান্ডহাোল্ডার্স সাোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়?

ANS:1838(জমিদার সভা)

 

Question 31

ইরফান হাবিবের মতে মুঘল সাম্রাজ্যের পতনের মৌলিক কারণ কী?

উত্তর:- পুরুলিয়া বাংলা ভূমি রাজস্ব ব্যবস্থার সংকট, অত্যাতিক শোষণ এবং তার ফলে জমিদার ও কৃষকদের প্রতিরোধ আন্দোলনই পতনের মৌলিক কারণ।

Question 32

“ওয়াতন জায়গির কী?

উত্তর:- যেসব জায়গীরদার তাদের রাজস্বের অংশ নিজের রাজ্য থেকে ভোগ করতেন এবং সেই আয় উত্তরাধিকারী সূত্রে ভোগ করতেন তাকে ওয়াতন জায়গীর বলে।*বংশানুক্রমিক ভোগ করা চলত।[সেখানে কোনো বদলি ছিল না]

Question 33

মুঘল আমলের মুজারিয়ান কৃষক কারা?

উত্তর:- তৃতীয় ধরনের কৃষক এদের জমির ওপর সামরিক অধিকার অস্থায়ীভাবে কয়েক বছরের জন্য উচ্চতর কৃষক গোষ্ঠীর কাছে থেকে জমি পেত এবং জমির ওপর এদের কোন স্বত্ব জন্মাত না ।

Question 34

কোন মুঘল সম্রাটের সময়ে খালিসা জমি ইজারাদারদের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল?

উত্তর:- ফারুকশিয়ান

Question 35

বাংলার কোন অঞ্চলে শাোভা সিংহের বিদ্রোহ হয়েছিল?

উত্তর:- মেদিনীপুর, চেতুয়া, বরদা (বর্ধমান)

Question 36

মুজাফ্ফর আলমের মতে কোন সামাজিক শ্রেণি মারাঠাদের সাফল্যের পশ্চাতে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল?

উত্তর:- ছোট-বড় বিভিন্ন শ্রেণীর জমিদারদের ভূমিকা ছিল।

Question 37

কোন শিখ গুরু শিখদের একটি সামরিক সম্প্রদায়ে রূপান্তরিত করেছিলেন?

উত্তর:- গুরু হরগোবিন্দ।

Question 38

নাদির শাহর ভারত আক্রমণের সময় মুঘল সম্রাট কে ছিলেন?

উত্তর:- মহাম্মদ শাহ।

Question 39

কোন সময় আকবর মনসবদারি প্রথা প্রবর্তন করেছিলেন?

উত্তর:- ১৫৬৫/১৫৬৬ খ্রি: *১৫৭১ হওয়া উচিত

Question 40

শিবাজি ও জয় সিংহের মধ্যে পুরন্দরের সন্ধি কত সালে সাক্ষরিত হয়েছিল?

উত্তর:- ২২ জুন, ১৬৬৫ খ্রিস্টাব্দে

Question 41

মুঘল দরবারে ইরানি গাোষ্ঠীর নেতা কারা ছিলেন?

উত্তর:- নিজাম উল মুল্ক ও তার পিতা

Question 42

কোন ঐতিহাসিকমুঘল সাম্রাজ্যের জায়গিরের সঙ্কটকে কৃত্রিম বলে মনে করেছিলেন?

উত্তর:- জে.এফ .  রিচার্ডসন NOT SURE

Question 43

কত সালে মুর্শিদকুলি খানকে বাংলার দেওয়ান পদে নিয়াোগ করা হয়েছিল?

উত্তর:- ১৭০০ খ্রিস্টাব্দে

Question 44

অষ্টাদশ শতকে হায়দ্রাবাদে স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর:- নিজাম / নিজাম উল উল্ক

Question 45

The Crisis Empire in Mughal North India: Awadh and Punjab, 1707-1748' গ্রন্থের লেখক কে?

উত্তর:- মুজাফফর আলস

Question 46

১৫১০ সালে কোন পাোর্তুগীজ সেনাপতি গাোয়া দখল করেছিলেন?

উত্তর:-আলফনসো ডি আলবুকার্ক ।

Question 47

১৬৯০ সালের পূর্বে দক্ষিণ ভারতের কোন শহর ওলন্দাজ বাণিজ্যিক কর্মকান্ডের প্রধান কেন্দ্র ছিল?

উত্তর:-  পুলিকট

Question 48

কত সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মসুলিপত্তনমে কুঠি স্থাপন করেছিল?

উত্তর:-সৌকত জং

Question 49

আলিবর্দি খাঁর রাজত্বকালে পূর্ণিয়ার ফৌজদার কে ছিলেন?

উত্তর:-১৬১০ সালে

Question 50

কত সালে রবার্ট ক্লাইভ এবং দ্বিতীয় শাহ আলমের মধ্যে এলাহাবাদ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?

উত্তর:-১৭৬৫ সালের ১২ আগস্ট

Question 51

কোন আইনের মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্ট প্রথম 'ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজে নিয়ন্ত্রণ শুরু করেছিল?

উত্তর:- রেগুলেটিং অ্যাক্ট। (১৭৭৩ সাল)

Question 52

52)আমিলদের জেলা দেওয়ানি আদালতে প্রথম কত সালে নিয়াোগ করা হয়েছিল?

উত্তর:-১৭৭৪ সালে

Question 53

কোনগভর্ণর ঔপনিবেশিক বাংলায় রাজস্ব ব্যবস্থা পরিচালনার জন্য সুপারভাইজার' পদ প্রবর্তন করেছিলেন?

উত্তর:-গভর্নর ভেরেলেস্ট ১৭৬৯।

Question 54

চিরস্থায়ী বন্দোবস্তের ধারণার ক্ষেত্রে ফিলিপ ফ্রান্সিস এবং লর্ড কর্ণওয়ালিস এর মধ্যে মৌলিক পার্থক্য কী?

উত্তর:-ফিলিপ ফ্রান্সিস (১৭৭৬) মাত্রায় রাজস্বের বোঝা না চাপিয়ে সরকারের প্রয়োজন অনুযায়ী যুক্তিগ্রাহ্য একটি রাজস্বের হার ধার্য করা উচিত ।লর্ড কর্নওয়ালিস:-বেশি সম্ভব ভূমি রাজস্বের খাতে সরকারের আয় বৃদ্ধি।

Question 55

উনিশ শতকের প্রথম অর্ধে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসারণ প্রসঙ্গে জাতীয়তাবাদী সাম্রাজ্যবাদ' শব্দটি কোন ঐতিহাসিক ব্যবহার করেছেন?

উত্তর:-) বেইলি NOT SURE

Question 56

১৮৪২ সালে সিন্ধু দখলের পর কোন ব্রিটিশ সেনাপতি মন্তব্য করেছিলেন, 'আমি পাপ করেছি?

উত্তর:- চার্লস জেমস নেপিয়ার

Question 57

গজেন্দ্রগড়ের চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?

উত্তর:- টিপু সুলতান এবং মারাঠা

Question 58

শিল্প বিপ্লবের ফল স্বরূপ ইংল্যান্ডের কোন অঞ্চল ভারতীয় বস্ত্র শিল্পের প্রতিদ্বন্দ্বী রূপে আবির্ভূত হয়েছিল?

উত্তর:-নাগাদই ল্যাংকাশায়ার(not sure)

Question 59

ব্যাঙ্ক অফ বেঙ্গল' কবে প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তর:-২ জুন ১৮০৬ খ্রিস্টাব্দে/১৮০৯ সালে 2 জানুয়ারি। ব্যাঙ্ক অফ কলকাতা-পরিবর্তন হয়-(১৮০৮ study materials 152)

Question 60

'Trade and Finance in the Bengal Presidency, 1793-1833'গ্রন্থটির লেখক কে?

উত্তর:-ড: অমলেশ ত্রিপাঠী।

 

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ehi  3, nsou assingment, nsou pg admission 2021, nsou bdp admission 2021, nsou pg form fill up 2021, ehi 3 short notes, netaji subhas open university,

nsou bdp result 2021,

nsou pg result 2021,

nsou pg assingment 2021,

nsou bdp assingment 2021,

nsou exam 2021,

nsou reduced syllabus,

assingment,

netaji subhas open university study center,

netaji subhas open university . m.a courses,

netaji subhas open university study center,

netaji subhas open university courses list,

netaji subhas open university admission 2021,

netaji subhas open university in kolkata,

netaji subhas open university courses & fees,

excellence academy,

bdp 1st year,

syllabus, notes,

bdp 1 st year,

bdp 2 nd year,

bdp 3rd year,

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Thanks you for contacting EXCELLENCE ACADEMY

Please let us know how we can help you

 

Subscribe my You Tube channel :-

https://youtube.com/channel/UCeqI19916_20Ic39jK0wi1A

join my facebook group :-

https://www.facebook.com/groups/485319229356130/?ref=share

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 

 

 

 

 

 

No comments:

Post a Comment

how can we help you