EXCELLENCE ACADEMY
YOUTUBE CHANNEL – EXCELLENCE ACADEMY
QUESTION BANK ANSWER
EHI - 2
PH.NO - 7478448780
1)মিনহাজ-উদ-দীন সিরাজ রচিত গ্রন্থটির নাম কী?
Ans: তবকাত-ই-নাসিরী।
2)সুলতানি শাসনে ভারতে ইক্তা ব্যবস্থা কে চালু করেন?
Ans: ইলতুৎমিস।
3)উলুঘ খান ইতিহাসে কী নামে প্রসিদ্ধ?
Ans: গিয়াসউদ্দিন বলবন।
4)জালালুদ্দিন খলজি কত সালে সিংহাসনে আরাোহণ করেন?
Ans: 1290 খ্রিস্টাব্দে।
5)পদ্মাবৎ' কাব্যের রচয়িতা কে?
Ans: মালিক মোহাম্মদ জামসী।
6)দোয়াব' বলতে কী বাোঝায়?
Ans: দক্ষিণ এশিয়ার দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব বলে।
7)খানকাহ' বলতে কী বাোঝায়?
Ans: সুফি সাধুদের মাজার।
8)দৌলতাবাদের পূর্বনাম কী ছিল?
Ans: দেবগিরি।
9)মহম্মদ বিন তুঘলক খলিফার নিকট থেকে কত সালে অভিজ্ঞান লাভ করেন?
Ans: 1340 খ্রিস্টাব্দে
10)তৈমুর ভারত আক্রমণকালে সুলতান কে ছিলেন?
Ans: নাসির উদ্দিন মাহমুদ।
11)বিজয়নগর রাজ্য কে প্রতিষ্ঠা করেন?
Ans: সঙ্গম নামে এক ব্যক্তির দুই পুত্র হরিহর ও বুক্কা।
12)বাহমনিদের রাজধানী কোথায় ছিল?
Ans: গুলবর্গা।
13)লাোদী সাম্রাজ্যের স্থপতি কে ছিলেন?
Ans: বহুলুল লোদী(1451)
14)পানিপথের প্রথম যুদ্ধ কবে অনুষ্ঠিত হয়?
Ans: 1526 সালে
15)হুমায়ুন কবে সিংহাসনে আরাোহণ করেন?
Ans: 1530 খ্রিস্টাব্দ।
16)চৌসার যুদ্ধ কাদের মধ্যে অনুষ্ঠিত হয়?
Ans: 1539 খ্রিস্টাব্দে হুমায়ুন ও শেরশাহ এর মধ্যে হয়।
17)আকবর কবে চিতাোর জয় করেন?
Ans:1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধে রানা প্রতাপ কে হারিয়ে মেমার জয় করেন।
18)মজহর' কবে জারি হয়?
Ans: আকবর 1579 খ্রিস্টাব্দে মজহর নামা ঘোষণা করেন।
19)আকবরের 'সুস্থ-ই-কুল' কী ছিল?
Ans: আকবর মনে করতেন সমস্ত ধর্মের সার এক। এই বিশ্বাস থেকে তার সুর- ই -কুল বা সমস্ত ধর্মের প্রতি উদার মনোভাব আসে। কথাটির অর্থ পরধর্ম সহিষ্ণুতা।
20)জাহাঙ্গীর কবে সিংহাসনে আরাোহণ করেন?
Ans: 1605 খ্রিস্টাব্দে।
21)সামুগড়ের যুদ্ধ কাদের মধ্যে অনুষ্ঠিত হয়?
Ans: 1658 সালে। ঔরঙ্গজেব ও দারাশিকো
22)আওরঙ্গজেব কত সালে জিজিয়া ধার্য করেন?
Ans: 1679 সালে।
23)টোডরমল কৃত ভূমি বন্দোবস্ত কী নামে পরিচিত ছিল?
Ans: জাবতি প্রথা
24)বার্ণিয়ের কবে ভারতে আসেন?
Ans: 1656 সালে।
25)মনসব বলতে কী বাোঝায়?
Ans: মনসব বলতে পদমর্যাদা। আকবর এই প্রথা চালু করেন।
26)আকবরনামা' কে রচনা করেন?
Ans: আবুল ফজল।
27)সিলসিলা' বলতে কী বাোঝায়?
Ans: সূরাবদী শিলশিলাহ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা শেখ শিহাবুদ্দিন ওমর সুরাবদী।
28)শিবাজীর অভিষেক কত সালে অনুষ্ঠিত হয়?
Ans: 1674 সালে।
29)আওরঙ্গজেবের মৃত্যুর পর নতুন সম্রাট কে হন?
Ans: বাহাদুর শাহ ।(1707-1712)
30)শেখ সেলিম চিস্তির দরগা কোথায় অবস্থিত?
Ans: ফতেপুরসিক্সি।
31) হজরত মহম্মদ কত সালে মারা গিয়েছিলেন?
Ans:-632 খ্রিস্টাব্দে 8 জুন
Question 32
৭০৮ খ্রিস্টাব্দে কাশিমের আক্রমণের সময় সিল্কের শাসক কে ছিলেন?
Ans:-) সিন্ধুরাজ দাহি
Question 33
তহকিক-ই-হিন্দের লেখক কে?
Ans: আল-বিরুনী
Question 34
একাদশ ও দ্বাদশ শতকে উত্তর ভারতের হিন্দু সমাজের মূল ভিত্তি কী ছিল?
Ans:- জাতিভেদ প্রথা
Question 35
মহম্মদ ঘুরি কত সালে গজনির শাসক হয়েছিলেন?
Ans:-1173
Question 36
কত সালে বখতিয়ার খলজি বাংলার কিছু অংশ দখল করেছিলেন?
Ans:-1202 খ্রিস্টাব্দে।
Question 37
খাওয়ারজমিয়া সাম্রাজ্যের কোন শাসক ইলতুতমিসের সময় ভারতে আশ্রয় প্রার্থনা করেছিলেন?
Ans:- জালালুদ্দিন মঙ্গবরনি
Question 38
নাসিরুদ্দিন মামুদ শাহ কত সালে দিল্লির সিংহাসনে আসীন হয়েছিলেন?
Ans:-1246 10ই জুন।
Question 39
ফতোয়া-ই-জাহানদারি এর লেখক কে?
Ans:-জিয়াউদ্দিন বারুনী (জাইয়া অল দান বারনী)
Question 40
জালালউদ্দিন খলজি কাকে কারার শাসক রূপে নিয়াোগ কৱেছিলেন?
Ans:-আলি গুরশস্প।
Question 41
দিল্লির কোন সুলতান লাহাোর এবং দিপালপুর থেকে কারা পর্যন্ত অঞ্চল খালিসা রূপে সরাসরি নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলেন?
Ans:-আলাউদ্দিন খলজী।
Question 42
আলাউদ্দিনের সামাজ্যে মালিক নায়েব কে ছিলেন?
Ans:-মালিক কাফুর
Question 43
দিল্লির সুলতান রূপে গিয়াসুদ্দিন তুঘলকের রাজত্বের সময়কাল কী?
Ans:-37 বছর
Question 44
ফিরাোজ শাহ তুঘলক করের সংখ্যা কাটতে স্থির করে দিয়েছিলেন?
Ans:-চারটি কর
Question 45
“দিওয়ান-ই-বন্দেগানি কী?
Ans:-ফিরোজ শাহ তুঘলকের তৈরি একটি বিভাগ ছিল, এটি দাসদের জন্য তৈরি একটি বিভাগ ছিল।
Question 46
তবাকাৎ-ই-আকবরী কার লেখা?
Ans:-নিজাম উদ্দিন আহমেদ
Question 47
তারিখ-ই-ফিরিস্তা' কার রচিত?
Ans:-মোঃ কাসিম শাহ
Question 48
বাংলার শাসক সিকান্দার শাহের রাজত্বকাল কী ছিল?
Ans:-তিন দশক
Question 49
কার রাজত্বকালে গৌড়ে বড় সাোনা মসজিদ নির্মিত হয়েছিল?
Ans:-নুসরত শাহ।
Question 50
বিজয়নগর সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক বলে কাকে মনে করা হয়?
Ans:-কৃষ্ণদেব রায়।
Question 51
বাহমনি সাম্রাজ্য কত সালে সম্পূর্ণ ভেঙে পড়ে?
Ans:-1518 খ্রিস্টাব্দে
Questlon 52
ভারতে সুরাবর্দি সিলসিলাহর প্রতিষ্ঠাতা কে ছিলেন?
Ans:-সুফি দিয়া আলাদ্বীন আবু এন নাজিব আস সোহরাওয়াদী
Question 53
আলাউদ্দিন খলজির সৃষ্ট অভিজাত গাোষ্ঠীর নাম কী?
Ans:- আলাই
Question 54
বাবর কত সালে লাহাোর দখল করেছিলেন?
Ans:-নভেম্বর1525
Question 55
কোন সময়পর্বে সাম্রাজ্য শাসনে বৈরাম খাঁ আকবরের পরামর্শদাতা হিসেবে কাজ করেছিলেন?
Ans:-18ই জানুয়ারি 1501 থেকে 31 জানুয়ারি 1501 থেকে 31 জানুয়ারি 1561
Question 56
তাোডরমল কোন বছর গুলিতে তাঁর রাজস্ব ব্যবস্থা চালু করেছিলেন?
Ans:-1580 সালে
Question 57
‘চেহারা কী?
Ans:- প্রতিটি সৈনিকের বিবরণ লিপিবদ্ধ রাখার প্রশাসনিক ব্যবস্থা
Question 58
কোন মুঘল সম্রাটের রাজত্বকালে কাংড়া দূর্গ দখল করা হয়েছিল?
Ans:-মাহমুদ গজনভী।
Question 59
“আহাদি সেনা' কারা?
Ans:- যেসব সেনা মনসবদারের তালিকাভুক্ত হতো না
Question 60
মুঘল আক্রমণের বিরুদ্ধে গাোলকুন্ডার কোন সেনাপতি প্রতিরাোধ তৈরি করেছিলেন?
Ans:-এই সৈন্যরা এক রকম ভাবে রাজার সৈন্য ছিল। তাদের নিয়োগ, বেতন, পোশাক, এবং ঘোড়া সমস্ত রাজ্য দিত।
ehi 2, nsou assingment, nsou pg admission 2021, nsou bdp admission 2021, nsou pg form fill up 2021, ehi 2 short notes, netaji subhas open university,
nsou bdp result 2021,
nsou pg result 2021,
nsou pg assingment 2021,
nsou bdp assingment 2021,
nsou exam 2021,
nsou reduced syllabus,
assingment,
netaji subhas open university study center,
netaji subhas open university . m.a courses,
netaji subhas open university study center,
netaji subhas open university courses list,
netaji subhas open university admission 2021,
netaji subhas open university in kolkata,
netaji subhas open university courses & fees,
excellence academy,
bdp 1st year,
syllabus, notes,
bdp 1 st year,
bdp 2 nd year,
bdp 3rd year,
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Thanks you for contacting EXCELLENCE ACADEMY
Please let us know how we can help you
Subscribe my You Tube channel :-
https://youtube.com/channel/UCeqI19916_20Ic39jK0wi1A
join my facebook group :-
https://www.facebook.com/groups/485319229356130/?ref=share
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
No comments:
Post a Comment
how can we help you