EXCELLENCE ACADEMY
FBG
PH.NO - 7478448780
YOUTUBE CHANNEL – EXCELLENCE ACADEMY
(FBG ) FIRST YEAR COMPULSORY PAPER ONLINE EXAM SUGGESTION + ASSINGMENT SUGGESTION
SHORT NOTES
1)প্রশ্ন শিবায়ণের দুজন কবির নাম বলুন?
ANS: শঙ্কর কবিচন্দ্র ও রামকৃষ্ণ রায়।
2)প্রশ্ন মুণি দত্তের টীকা কি নামে পরিচিত?
ANS: নির্মল গিরা টীকা।
3)প্রশ্ন সূর্য শতক কার লেখা?
ANS: ময়ুর ভট্ট।
4)প্রশ্ন নিজের কাব্যকে সারদাচরিত কে বলেছেন?
ANS: দ্বিজমাধব
5)প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তনের খন্ডগুলির নাম কি কি?
ANS: জন্ম, তাম্বুল, দান, ভার।
6)প্রশ্ন দুজন মুসলমান বৈষ্ণব পদকর্তার নাম লিখুন ?
ANS: সৈয়দ মুর্তজা ও নাসির মামুদ।
7)প্রশ্ন মুকুন্দরাম চক্রবর্তীর কাব্য কি নামে পরিচিত?
ANS: অভয়ামঙ্গল।
8) আমরা যে ছায়াপথে বাস করি তার নাম কী?
ANS: মিল্কি ওয়ে।
9) শূণ্যপুরান কাকে নিয়ে কে রচনা করেন?
ANS: ধর্মঠাকুরকে নিয়ে রামাই পন্ডিত লিখেছেন।
10)প্রশ্ন গাোপাল ভট্টের লেখা গ্রন্থের নাম কি?
ANS: হরিভক্তিবিলাস।
11)প্রশ্ন মৃগলুব্ধ একজন কবির নাম লিখুন?
ANS: রতিদেব।
12)প্রশ্ন ঘনরামের কাব্যের প্রকৃত নাম কি?
ANS: শ্অনাদি মঙ্গল বা মধুর ভারতী।
13) Silent Spring বা নীরব বসন্ত বইটি কার লেখা?
ANS: শ্রীমতি রুহচেঞ্জার্সনের লেখা।
14) প্রশ্ন কে কবে কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন?
ANS: হরপ্রসাদশাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবার এর গ্রন্থাগার থেকে আবিষ্কার করুন।
15)বর্তমান ভারত' কার লেখা ?
Ans:- স্বামী বিবেকানন্দ
16)প্রশ্ন মুণি দত্তের টীকা কি নামে পরিচিত?
ANS: নির্মল গিরা টীকা।
17)প্রশ্ন কোন মনসামঙ্গল কাব্যে সর্ব প্রথম মুদ্রিত হয় ?
ANS: বিজয় গুপ্তের পদ্মপুরাণ (১৩০৩ সালে)
18)প্রশ্ন গাোপাল ভট্টের লেখা গ্রন্থের নাম কি?
ANS: হরিভক্তিবিলাস।
19)প্রশ্ন শিবমঙ্গল কাব্য কার লেখা?
ANS: রামকৃষ্ণ রায়।
20)প্রশ্ন ধর্মমঙ্গলের নায়ক কে?
ANS: লাউসেন।
QUESTION BANK ANSWER
1."তপস্যাবলে একের অনলে বহুরে আহুতি দিয়া / বিভেদ ভুলিল, জাগায়ে তুলিল একটি বিরাট হিযা"--কোন কবিতার পঙক্তি?
Ans: রবীন্দ্রনাথ ঠাকুরের 'ভারততীর্থ কবিতার' অংশ।
2.ভারততীর্থ কবিতাটিতে কবি ভারতবর্ষে সকল ধর্ম ও জাতির একত্রে সহ-অবস্থানের কথা বলেছেন। একথা কি ঠিক?
Ans: হ্যাঁ কথাটি ঠিক( তিনি বিভেদ ভুলতে বলেছেন)
3.শাোণিত' শব্দটির একটি প্রতিশব্দ কী?
Ans: রক্ত।
4.তারপর হব ইতিহাস' --কে ইতিহাস হবার কথা বলেছে?
Ans: 'ছাড়পত্র'কবিতায় কবি সুকান্ত ভট্টাচার্য নিজেই ইতিহাস হবার কথা বলেছেন।
5.প্রাচীন পৃথিবীর শাোষণ, দারিদ্র্য দুঃখভরা সকল ব্যর্থতাকে কবি কী বলেছেন?
Ans: জঞ্জাল বলেছেন সুকান্ত ভট্টাচার্য।
6.ছাড়পত্র কবিতাটি কার লেখা?
Ans: সুকান্ত ভট্টাচার্য।
7.Warm শব্দটিতে এর উচ্চারণ কিসের মত?
Ans: ইংরাজি ও (O)এর মতন বলেছে।
8)তারক পালিত মশাই যখন বালক রবীন্দ্রনাথকে লণ্ডনে নিয়া গেলেন তখন লণ্ডনে কোন ঋতু?
Ans: শীত ঋতু।
9.যে ব্যক্তি বালক রবীন্দ্রনাথকে ল্যাটিন শেখাতে আসতেন তাঁর চেহারা কেমন ছিল?
Ans: রোগা জামা কাপড় জিন প্রাপ্ত।
10. হাড়' গল্পটি কোন পরিপ্রেক্ষিতে লেখা?
Ans: দুর্ভিক্ষের পরিপ্রেক্ষিতে।
11. ধ্বণি হল লেখার চিহ্ন আর বর্ণ হল উচ্চারণ--কথাটি কি ঠিক?
Ans: না ভুল এই কথাটি।
ধ্বনি-উচ্চারণ বর্ন- চিহ্ন
12.যার অন্তিম কাল উপস্থিত তাকে কি বলে?
Ans: মুমূর্ষু।
13.পাঠাংশের 'ভারতবর্ষের সংস্কৃতি' অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে?
Ans: বর্তমান ভারত।
14. আধুনিক সংস্কৃতি' প্রবন্ধে বাঙালির সংস্কৃতিকে আধুনিক যুগে কয়টি পর্বে বিভক্ত করা
হযেছে?
Ans: তিন ভাগে বিভক্ত 1)1800-1857.
2)1857-1919.
3)1919-1947.
15. মুরিয়াদের বাস কোথায়?
Ans: কান্ডা গাঁও জগদলপুর ন্যাশনাল হাইওয়ের পশ্চিম ধারে মুরাদের বাস।
16)ভারততীর্থ কবিতাটি কার লেখা?
Ans: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
Question 17
শূন্যস্থান পূরণ করাো : পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের-/... পড়ি ভূমিষ্ঠ শিশুর/
Ans: পরিচয় পত্র।
Question 18
বিলাতে রবীন্দ্রনাথকে রুবি বলিয়া কে ডাকিতেন?
Ans: ভারতবর্ষের একজন উচ্চ ইংরেজ কর্মচারীর বিধবা স্ত্রী।
Question 19
হাড় পাওয়ার পর কী পাওয়া বাকি থাকে?
Ans: মন্ত্র। (পাঠ্যাংশ অনুযায়ী)
Question 20
বাংলা সাহিত্যের ইতিহাসে মধ্যযুগের কালপরিসীমা কত?
Ans: ১৩৫০-১৮০০ খ্রিস্টাব্দ।
Question 21
বর্ণ কি?
Ans: বর্ণ হল লেখার চিহ্ন
22)বাংলা চলিত ভাষার স্বরধ্বনি কয়টি ?
Ans:- ২২ স্বরধ্বনি ৭ টি
Question 23
যিনি ব্যাকরণ জানেন তাকে কি বলে ডাকা যায় ?
Ans:-
Question 24
যিনি শত্রুকে বধ করেন তাকে কি বলা যায়?
Ans:- ২৪ শত্রুঘ্ন।
Question 25
বর্তমান ভারত' কার লেখা ?
Ans:- ২৫ স্বামী বিবেকানন্দ
Question 26
পদ্মজা নাচ কারা নাচে?
Ans:- প্ররজরা এবং বারবারা (অপশন অনুযায়ী অ্যানসার করবে)
Question 27
পৌষকুলাং কাদের ধর্মীয় উৎসব?
Ans:- মুরিয়াদের
Question 28
'ফুল ফুটিলে সাহও তাহার বন্ধু বান্ধবদিগকে ডাকিয়া আনে" -- কথাটি কোথায় আছে?
Ans:- বৈয়াকরণ
Question 29
নালসাো পিঁপড়ে কেমন?
Ans:- নালসো পিপড়া মাংসাশী প্রাণী, উগ্র প্রকৃতির
Question 30
রক্ত কত প্রকারের হয়?
Ans:- রক্ত দুই প্রকার রক্ত কণিকা ও প্লাজমা
fbg, nsou assingment, nsou pg admission 2021, nsou bdp admission 2021, nsou pg form fill up 2021, fbg short notes, netaji subhas open university,
nsou bdp result 2021,
nsou pg result 2021,
nsou pg assingment 2021,
nsou bdp assingment 2021,
nsou exam 2021,
nsou reduced syllabus,
assingment,
netaji subhas open university study center,
netaji subhas open university . m.a courses,
netaji subhas open university study center,
netaji subhas open university courses list,
netaji subhas open university admission 2021,
netaji subhas open university in kolkata,
netaji subhas open university courses & fees,
excellence academy,
bdp 1st year,
syllabus, notes,
bdp 1 st year,
bdp 2 nd year,
bdp 3rd year,
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Thanks you for contacting EXCELLENCE ACADEMY
Please let us know how we can help you
Subscribe my You Tube channel :-
https://youtube.com/channel/UCeqI19916_20Ic39jK0wi1A
join my facebook group :-
https://www.facebook.com/groups/485319229356130/?ref=share
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
No comments:
Post a Comment
how can we help you