EXCELLENCE ACADEMY
YOUTUBE CHANNEL – EXCELLENCE ACADEMY
QUESTION BANK ANSWER
SPS 1
PH.NO - 7478448780
(SPS -1 ) 2ND YEAR PASS PAPER ONLINE EXAM SUGGESTION + ASSINGMENT SUGGESTION
1. সুইজারল্যান্ডের আইনসভা কি এক কক্ষ বিশিষ্ট ?
Ans: সুইজারল্যান্ডের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট।
2. গণপ্রজাতন্ত্রী চিনে সংবিধান ব্যাখ্যার ক্ষমতা সরকারের কোন অঙ্গের ওপর অর্পণ করা হয়েছে?
Ans: সংবিধান ব্যাখ্যার ক্ষমতা সরকারের আইনবিভাগের ওপর দেওয়া হয়েছে। চিনের আইনসভা জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটি এ কাজ করে থাকে।
3.কোন্ সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান কার্যকর হয়?
Ans: ১৭৮৯ সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান কার্যকর হয়।
4. ফরাসি রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত?
Ans: ফরাসি রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ ৫ বছর।
5. এক কেন্দ্রিক শাসন ব্যবস্থায় কে সর্বক্ষেত্রেই প্রধান?
Ans: কেন্দ্রীয় সরকার সর্বক্ষেত্রেই প্রধান।
6. ভারতে বর্তমানে ক-টি বিষয়ে কেন্দ্রীয় তালিকাভুক্ত?
Ans: 99টি।
7. টু ট্রিটিজেস অফ গভর্মেন্ট গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়।
Ans:1690.
8.লেভিয়াথান গ্রন্থটির রচয়িতা কে?
Ans: লেভিয়াথান গ্রন্থটির রচয়িতা হলেন ইংরেজ দার্শনিক টমাস হব।
9. আধুনিক রাষ্ট্রে জনসমাজ কে কি কি ভাগে ভাগ করা হয়।
Ans: আধুনিক রাষ্ট্রে জনসমাজকে মূলত নাগরিক বিদেশি ও প্রজা এই তিন ভাগে ভাগ করা হত।
10. গণপ্রজাতন্ত্রী চিনের কোন সংস্থার হাতে সংবিধান সংশাোধনের ক্ষমতা ন্যস্ত।
Ans: গণপ্রজাতন্ত্রী চিনে জাতীয় গণকংগ্রেসের হাতে সংবিধান সংশাোধনের ক্ষমতা ন্যস্ত করা হয়েছে।
11. মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ আদালতের বিচারকদের কে নিয়াোগ করেন?
Ans: মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের বিচারকদের নিয়াোগ করেন মার্কিন রাষ্ট্রপতি।
12. কোন্ সালে ব্রিটেনে অধিকারের সনদ কার্যকর হয়েছিল?
Ans: ১৬৮৯ সালে ব্রিটেনে ‘অধিকারের সনদ’ কার্যকর হয়েছিল।
13. যুক্তরাষ্ট্রে কয় প্রকার সরকার লক্ষ্য করা যায়?
Ans: তিন প্রকার
14. যুক্তরাষ্ট্রে সরকার এর সংখ্যা কটি।
Ans: 2 টি।
15.প্রাকৃতিক অবস্থায় মানুষ সুখে শান্তিতে বসবাস করত একথা কারা বলেছেন।
Ans: লক ও রুশো প্রাকৃতিক অবস্থায় মানুষের সুখে শান্তিতে বসবাস করার কথা বলেছেন।
16. অ্যারিস্টোটলের মতে একজনের শাসনের স্বাভাবিক রূপ কি?
Ans: রাজতন্ত্র।
17.রাষ্ট্র গঠনের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি।
Ans: সার্বভৌমিকতা।
18. গণপ্রজাতন্ত্রী চিনে জাতীয় গণকংগ্রেসের কার্যকালের মেয়াদ কত দিন?
Ans: গণপ্রজাতন্ত্রী চিনে জাতীয় গণকংগ্রেসের কার্যকালের মেয়াদ ৫ বছর।
19. মার্কিন সুপ্রিমকোর্টের বিচারকদের কার্যকালের সময়সীমা কতদিন?
Ans: মার্কিন সুপ্রিমকোর্টের বিচারকরা আজীবন বা যতদিন পর্যন্ত যথাযথভাবে বিচারকার্য সম্পাদনে সক্ষম হবেন ততদিন পর্যন্ত স্বপদে বহাল থাকতে পারবেন।
20. গ্রেট ব্রিটেনের দুটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নাম উল্লেখ কর।
Ans: গ্রেট ব্রিটেনের দুটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হল (a)শ্রমিক দল, (b)রক্ষণশীল দল।
QUESTION BANK ANSWER
1.কোন রাজনীতি বিজ্ঞানী বলেছেন যে, “রাষ্ট্রবিজ্ঞানের শুরু এবং শেষ রাষ্ট্রকে নিযে” ?
Ans: গার্নার।
2.কোন রাজনীতি বিজ্ঞানী রাজনীতিকে কর্তৃত্বমূলক বন্টন হিসেবে অবিহিত করেছেন ?
Ans: ডেভিড ইস্টন।
3.কোন রাজনীতি বিজ্ঞানী রাজনীতিকে প্রধান বিজ্ঞান বলে অবিহিত করেছেন ?
Ans: অ্যারিস্টোটল।
4.'The Human Conditions” গ্রন্থটির লেখক কে ?
Ans: হান্না আরেন্ট।
5.“The Political System' গ্রন্থটির লেখক কে ?
Ans: ডেভিড ইস্টন।
6.কোন তান্ত্রিক ইতিহাসের সাহায্যে রাজনীতিকে ব্যাখ্যা করেছেন ?
Ans: কাল মার্কস।
7.কোন রাজনীতি বিজ্ঞানীর বিশ্লেষণে তুলনামূলক দৃষ্টিভঙ্গির প্রভাব দেখা যায়?
Ans: অ্যারিস্টোটল, লর্ড ব্রাইস
8.“Marxism and Politics” গ্রন্থটির লেখক কে ?
Ans: রালফ মিলিব্যান্ড।
9.“Eighteenth Brumaire of Louis Bonaparte” গ্রন্থটির লেখক কে ?
Ans: কালমার্কস।
10.কোন তাত্বিক যাোগাযাোগ তত্বের সাথে যুক্ত ?
Ans: কাল ডয়েশ্চ
11.“A Vindication of Rights of Woman'গ্রন্থটির লেখক কে ?
Ans: মেরি ওলস্টোনক্র্যাফট।
12.কোন তত্বে প্রকৃতির রাজ্যের উল্লেখ পাওয়া যায় ?
Ans: সামাজিক চুক্তি মতবাদ।
13.“Social Contract” গ্রন্থের রচয়িতা কে ?
Ans: রুশো।
14.“A Theory of Justice” গ্রন্থের রচয়িতা কে ?
Ans: জন রলস।
15.সমাজতন্ত্র শব্দটি লাতিন শব্দ Socius' থেকে নেওয়া, এই শব্দটির অর্থ কি ?
Ans:
16.“Democratic Theory and Socialism” গ্রন্থটির লেখক কে ?
Ans: ফ্রাটক ক্যানিংহাম।
17.নৈরাজ্যবাদের অন্যতম প্রধান প্রবক্তা কে ছিলেন ?
Ans: প্রধোঁ।
18.বহু পরিচালিত শাসন বিভাগ কোন দেশে দেখা যায় ?
Ans: সুইজারল্যান্ড।
19.কোন চিন্তাবিদ গৌরবময় বিপ্লবকে সমর্থন করেছেন ?
Ans: জন লক।
20.কোন চিন্তাবিদের নাম ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সঙ্গে জড়িত আছে ?
Ans: মন্তেস্কু।
21.“Spirit of laws” গ্রন্থটির লেখক কে ?
Ans: মন্ডেস্কু।
22.কোন রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন যে, প্রতিটি রাষ্ট্রের একটি সংবিধান থাকা অবশ্য প্রযাোজনীয়?
Ans:
23.কত সালে স্থালিন সংবিধান সাোভিয়েত ইউনিয়ন প্রবর্তিত হয় ?
Ans: 1936.
24.কে রাষ্ট্রের সংবিধানকে আইন ও প্রথার সমষ্টি বলে অবিহিত করেছেন?
Ans: লর্ড ব্রাইস।
25.কোন দেশের সংবিধান অলিখিত ?
Ans: ব্রিটেন।
26.কোন ধরনের সংবিধান সুনির্দিষ্ট ও সুস্পষ্ট?
Ans: লিখিত সংবিধান।
27. অ্যারিস্টটল শাসনব্যবস্থাকে কয় ভাগে ভাগ করেছেন ?
Ans: সংখ্যাগত দিক থেকে তিনটি ভাগে এবং উদ্দেশ্য গত দিক থেকে দুটি ভাগে।
28.কোন দেশকে এককেন্দ্রিক শাসনব্যবস্থার প্রকৃষ্ট উদাহরণ হিসেবে চিহ্নিত করা হয়?
Ans: ব্রিটেন।
29.দুভার্জার রাজনৈতিক দলকে কয়ভাগে ভাগ করেছেন?
Ans: তিনটি।
30.'The Process of Government' গ্রন্থটির লেখক কে ?
Ans: আর্থার বেন্টলে।
No comments:
Post a Comment
how can we help you