Excellence academy
EHI - 4
PH.NO - 7478448780
HISTORY (EHI - 4 ) 2ND YEAR HONOURS PAPER ONLINE EXAM SUGGESTION + ASSINGMENT SUGGESTION
QUESTION BANK ANSWER
1)চীনের প্রথম রাজবংশের নাম কি ছিল?
Ans: জিয়া বংশ।(xia dynasty)
2)কনফুসিয়াসের মতে চীনা সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একক কি ছিল?
Ans: পরিবার।
3)কে জাপানের কামাকুরা শাোগুনেটের প্রথম প্রতিষ্ঠাতা শাোগুন ছিলেন?
Ans: মিনামেটো জেরিটোমো।
4)কোন বছর মেইজি সংবিধান কার্যকর হয়েছিল?
Ans: 1889 সালে 11 February.
5)কোন দুটি ধর্ম সিল্ক রাোড ধরে চীনে প্রবেশ করেছিল?
Ans: বৌদ্ধ ধর্ম ও ইসলাম ধর্ম।
6)প্রাচীন চীনা সমাজ কয়টি ভাগে বিভক্ত ছিল?
Ans: 4 টি।
7)জাপানের সবচেয়ে বেশী সংখ্যক লাোকের ধর্ম কি?
Ans: সিন্টু
8)কোন বছর জাপান মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল?
Ans: 1931 সালে।
9)বস্ত্রের জন্য বিখ্যাত কোন শহরটি জাপানের ম্যাঞ্চেস্টার নামে পরিচিত?
Ans: ওসাকা।
10)কোন বাণিজ্যিক রাস্তা চীনের সঙ্গে পশ্চিমী দেশগুলাো সংযুক্ত করেছে?
Ans: সিল্করুট।
11)প্রথম আফিমের যুদ্ধ (1839-42) কে জয়ী হয়েছিল?
Ans: ব্রিটেন।
12)চীন এবং জাপানের মধ্যে কবে 'শিমাোনাোশাকির সন্ধি' স্বাক্ষরিত হয়?
Ans: 1895 সালে।
13)চীনে বক্সার বিদ্রোহ কবে শুরু হয়?
Ans: 1899 সালে।
14)The Rise of Modern China (1985) বইটি কার লেখা?
Ans: ইমানুয়েল সি ওয়াই হু।
15)কোন চীনের বিদেশী-বিরাোধী আন্দোলন 'চীনা কিয়ং রাজবংশকে' দুর্বল করেছিল?
Ans: বক্সার বিদ্রোহ।
16)কোনটি টকুগাওয়া শাোগুনেট সরকারের রাজধানী শহর ছিল?
Ans: টোকিও।
17)দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের রাজা কে ছিলেন?
Ans: হিরোহিতো।
18)জাপানের কৃষকরা নিজেদের সুরক্ষার জন্য স্যামুরাই ও দাইমিওদের কী দান করতেন?
Ans: ধান বা ফসল (খাদ্যশস্য)
19)চীনে কী জন্য সান-ইয়াোৎ-সেন বহুল পরিচিত ছিলেন?
Ans: জাতির জনক।
20)চীনের ইতিহাসে 'কুয়াোমিংতাং' কী ছিল?
Ans: জাতীয়তাবাদী পার্টি।
21)কোন চীনা কমিউনিস্ট নেতা জাতীয়তাবাদীদের পরাজিত করেছিলেন?
Ans: মাও সে তুং
22)জাপানের লিখন পদ্ধতি ও ভাষার উপর কোন সংস্কৃতির গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে ছিল?
Ans: চিনা।
23)‘Japan: A Short Cultural History (1987) বইটি কার লেখা?
Ans: জর্জ বেইলি সানসোম।
24)কোন রাজ পরিবার 1603 থেকে 1868 সাল পর্যন্ত জাপান শাসন করেছিল?
Ans: টোকুগাওয়া শোগুনতে।
25)জাপান কখন পার্ল হারবার আক্রমণ করেছিল?
Ans: 1941 খ্রিস্টাব্দে17 ই ডিসেম্বর।
26)সরকারীভাবে, মাও-জেদং কর্তৃক চীনকে ‘People's Republic of China' বলে ঘাোষণা করা হয়?
Ans: 1949 সালে।
27)‘চীনা কমিউনিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
Ans: 1921 খ্রিস্টাব্দে 23 শে July.
28)জাপানের নতুন শিক্ষা পরিকল্কনা করার সময় মেইজী সংস্কারকদের কোন দেশের শিক্ষা ব্যবস্থা প্রভাবিত করেছিল?
Ans: আমেরিকা।
29)জাপানের কমিউনিস্ট পার্টি' গঠনে কোন প্রতিষ্ঠান সাহায্য করেছিল?
Ans: CIA প্রতিষঠান।
30)কোকুতাই' কী?
Ans: জাপানি দেশাত্মবোধক চিন্তাধারার একটি অঙ্গ।
SHORT NOTES
1. কত সালে নানকিংসন্ধি স্বাক্ষর হয় এবং আফিমের যুদ্ধের পরিসমাপ্তি হয়?
Ans.1842 সালে 29শে আগষ্ট।
2. কে আফিমের নামকরণ করেন?
Ans.Ying - sugt minang tett Po-pil
3. ওয়ারেন হেস্টিংস আসিফকে কি বলে অভিহিত করেন?
Ans."a pernicious article of luxury".
4. চীনে তাইপিং বিদ্রোহ কত সাল পর্যন্ত সংঘটিত হয়?
Ans.1850 - 1864
5. কত সালে কোরিয়ার কৃষক বিদ্রোহ সংঘটিত হয়?
Ans.1894 সালে।
6. কত সালে আসিফের দ্বিতীয় বিদ্রোহ সংঘটিত হয়?
Ans.1856 - 58 সালে।
7. কত সালে মার্কিন নৌ সেনাপতি কমাোডর পেরি জাপানে আসেন?
Ans.1853 সালে।
8. কানাগাওয়া চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
Ans.1854 সালের 31 মার্চ।
9. কে কত সালে জাপানের সঙ্গে একটি চুক্তি করেন যা ইতিহাসে হ্যারিস চুক্তি নামে পরিচিত?
Ans.টাউনসেন্ড হ্যারিস (মার্কিনকনসাল)।
10. হারিস চুক্তিতে জাপানের কয়টি বন্দর মার্কিন বানিজ ৫:্যর কাছে উন্মুক্ত করা হয়?
Ans.আটটি।
11. কত সাল থেকে মেজি যুগের সূচনা হয়?
Ans,1868
12. জাপানের সর্বভৌম অধিপতি কে?
Ans.সম্রাট।
13. সেন্নোজাই কথার অর্থ কী?
Ans.সম্রাটকে শ্রদ্ধা করাো, বিদেশিদের বিতাড়ন করাো।
14. কে কত সালে গাোপন রাষ্ট্রপতি উয়ান-শি-কাই এর হাতে একুশ দফা দাবি করেন?
Ans.1915 সালে 18 জানুয়ারিতে জাপানি রাষ্ট্রদূত হিত্তকি একি।
15. কবে আন্দোলনের সূচনা হয়?
Ans.1919 সালে 4 thমে।
16. কবে পাোর্টসমাউথের চুক্তি স্বাক্ষরিত হয়?
Ans.1905 সালে সেপ্টেম্বর মাসে।
17. জাইবাৎসু শব্দটির অর্থ কী?
Ans.ধনকুবের গাোষ্ঠী।
18. জাপানের ডায়েট কত ভাগে বিভক্ত ও কী কী?
Ans.দুই ভাগে। যথা - নিম্নতরকক্ষ (house of representatives) ও উচ্চতরকক্ষ (house of peers).
19. জাপানের পার্লামেন্ট কী নামে পরিচিত?
Ans.ডায়েট (diet)।
20. 1925 সালে কিসের বিরুদ্ধে আইন প্রনীত হয়?
Ans.শান্তিরক্ষা আইন বা বিপজ্জনক ধারনার বিরুদ্ধে।
ehi 4, nsou assingment, nsou pg admission 2021, nsou bdp admission 2021, nsou pg form fill up 2021, ehi 4 short notes, netaji subhas open university,
nsou bdp result 2021,
nsou pg result 2021,
nsou pg assingment 2021,
nsou bdp assingment 2021,
nsou exam 2021,
nsou reduced syllabus,
assingment,
netaji subhas open university study center,
netaji subhas open university . m.a courses,
netaji subhas open university study center,
netaji subhas open university courses list,
netaji subhas open university admission 2021,
netaji subhas open university in kolkata,
netaji subhas open university courses & fees,
excellence academy,
bdp 1st year,
syllabus, notes,
bdp 1 st year,
bdp 2 nd year,
bdp 3rd year,
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Thanks you for contacting EXCELLENCE ACADEMY
Please let us know how we can help you
Subscribe my You Tube channel :-
https://youtube.com/channel/UCeqI19916_20Ic39jK0wi1A
join my facebook group :-
https://www.facebook.com/groups/485319229356130/?ref=share
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
No comments:
Post a Comment
how can we help you