Tuesday, May 25, 2021

EBG 2 1ST YEAR QUESTION BANK ANSWER & SHORT NOTES

 

EXCELLENCE ACADEMY                        

                   YOUTUBE CHANNEL – EXCELLENCE ACADEMY

QUESTION BANK ANSWER

 EBG - 2

                                 PH.NO - 7478448780

BENGALI  (EBG - 2 ) 1ST  YEAR HONOURS PAPER ONLINE EXAM SUGGESTION + ASSINGMENT SUGGESTION 

 

EBG 2

QUESTION BANK ANSWER

 

1)রূপিম গঠনের শর্ত হল প্রতিটি খণ্ডাংশের

Ans: একটি অর্থ থাকতে হবে।

2)অসমাপিকা ক্রিয়াপদের সঙ্গে 'আচ্ছ' ধাতু-যাোগে যৌগিক ক্রিয়াপদ গঠন কোন পর্বের বাংলা ভাষার বৈশিষ্ট্য ?

Ans: অন্ত মধ্য বাংলা ভাষার বৈশিষ্ট্য।

3)কণ্টক গাড়ি কমলসম পদতল' পদটি কোন্ ছন্দে লিখিত ?

Ans: অক্ষরবৃত্ত রীতিতে রচিত ত্রিপদী পয়ার।

4)সিংহলের সবচেয়ে পুরাোনাো ভাষা হল কী ?

Ans: সিংহলী।

5)রূপতত্বের আলাোচ্য বিষয় কী?

Ans: শব্দরূপ, কারণ, বচন, লিঙ্গ‌, ভাব ইত্যাদি।

6)ওঝা' শব্দের প্রকৃত রূপ কোনটি ?

Ans: রোজা

7)পর একটি কী ছন্দ?

Ans: অক্ষরবৃত্ত ছন্দের রীতি।

৪)যতদিন' থেকে 'যদ্দিন' --- কোম্প্রকার ধ্বনি পরিবর্তনের উদাহরণ ?

Ans: ধ্বনি সংকোচন।

9)‘মেঘনাদবধ কাব্য' কি ধরনের কাব্য।

Ans: সাহিত্যিক মহাকাব্য।

10)ধ্বনি-র লিখিত রূপ কী?

Ans: বর্ণ।

11) অ' স্বরধ্বনি হল.

Ans: পাশ্চাত্য স্বরধ্বনি। অর্ধবিবৃত্ত স্বরধ্বনি, কণ্ঠধ্বনি

12) রাই' কোন্ মূল শব্দ থেকে আগত ?

Ans: রাধিকা।

13) শব্দের মাোট কয়টি শক্তি ?

Ans: তিনটি শক্তি।

14)মহাপ্রাণ ধ্বনি হল বর্গের কত বর্ণ।

Ans: দ্বিতীয় ও চতুর্থ বর্ণ।

15)সংশয়বাচক শব্দের উল্লেখ থাকে কোন্ অলংকারে ?

Ans: সন্দেহ অলংকারে।

16)ভারতের সবচেয়ে প্রাচীন দুটি লিপির একটি ব্রাহ্মী, অন্যটি কী।

Ans: খরোষ্ঠী

17) সনেটে অষ্টক ও ষটক এই দুই স্তবক বিভাজন প্রথম করেছিলেন

Ans: সিসিলিয় কবি সুইডেন।

18. জমিদার' শব্দটি কোম্প্রকার শব্দের উদাহরণ?

Ans: ফার্সি শব্দ।

19. বাজে পূরবীর ছন্দে রবির শেষ রাগিণীর বীণ' ---কোন্ অলংকারের উদাহরণ?

Ans: অভঙ্গ শ্লেষ।

20. জ্ঞানদেব-কৃত 'গীতা'র টীকাভাষ্য 'জ্ঞানেশ্বরী' কোন্ ভাষায় লিখিত ?

Ans: মারাঠি

21. কোনটি শব্দালংকার নয়, চিহ্নিত করুন

Ans: প্রশ্নটিই ভুল আছে।

22. কলাবৃত্ত ছন্দে কোন দল ক মাত্রা।

Ans: মুক্ত দল একমাত্রা ও রুদ্র দল দুই মাত্রা।

23. কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব ?

Ans: মাগধী অপভ্রংশ।

24. সৃষ্টধ্বনির সংখ্যা হল......

Ans: 25 টি।

25. পটললতা' থেকে 'পলতা' ---কোন প্রকার ধ্বনি পরিবর্তনের উদাহরণ ?

Ans: মধ্য ব্যঞ্জন লোপ।

26. শব্দালংকার প্রকৃতপক্ষে..........===- এটি

Ans: কাব্যের বহিরাঙ্গ সাদুসজ্জা।

27. ভূত নাচাইয়া পতি ফিরে ঘরে ঘরে / না মরে পাষাণ বাপ দিলা হেন বরে'।

ব্যাঙ্গস্তুতি অলংকারের উদাহরণ, কারণ এখানে.......

Ans: নিন্দার ছলে শ্রুতি করা হয়েছে।

28. দুটি বস্তুর মধ্যে আপাত বিরাোধ প্রদর্শিত হলে, সেই অলংকারকে বলে......

Ans: বিরোধাভাস।

29.মুকুতামণ্ডিত বুকে নয়ন বর্ষিল / উজ্জ্বলতর মুতা!' --- এখানে উপমেয়,

Ans: 'বুকে'

30. অর্থালংকারের ক্ষেত্রে মতাো' শব্দটি কী

Ans: সাদৃশ্য বাচক শব্দ।

31)শব্দের যে ন্যূনতম অংশ বাগযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত হয়, তাকে কী বলে?

Ans: অক্ষর

 32)কোনটি কেন্দ্রীয় স্বরধ্বনি, তা চিহ্নিত করুন:

Ans: 'আ'-কেন্দ্রীয় স্বরধ্বনি।

33)যে কোনাো ছন্দোবন্ধ কীসের ওপর নির্ভরশীল?

Ans: পর্বের মাপ ও পর্বাধন্যাসের উপর।

34)সমধ্বনিরূপ কাকে বলে?

Ans: দুটি রুপিম এর মধ্যে অর্থগত সাদৃশ্য না থাকলেও যদি ধ্বনিগত সাদৃশ্য থাকে তবে সেই রূপিম গুলিকে সম ধনী রূপ বলা হয়

35)কুইপু কী?

Ans: কুইপু হলো স্প্যানিস শব্দ, জানা যায় ইনকা সভ্যতা কোন বর্ণ বা চিত্রা ভিত্তিক সংখ্যা-লিখন পদ্ধতি ছিল না, এরা দড়িতে গিট দিয়ে সংখ্যা নির্ধারণ বা গননকার্য সমাধান করতো। এই গ্রন্থলিপি কে বলা হয়ে থাকে কুইপু।//

সংখ্যা বা গ্রন্থ লিখন পদ্ধতি

36)শব্দের মুখ্যার্থ বা বাচ্যার্থ কোন বৃত্তিতে প্রকাশিত হয়?

Ans: অভিধা দ্বারা শব্দের মুখ্যার্থ এবং ব্যঞ্জনা দ্বারা বাচ্যার্থ//

37)কোশলী' ভাষাগুচ্ছের মধ্যে শ্রেষ্ঠ কোনটি ?

Ans: অবধি ভাষা

38)বসে' শব্দটি কোন মূল শব্দ থেকে আগত?

Ans: বইস্যা>বসে

39)কোনটি ত্রিস্বরধ্বনির উদাহরণ, চিহ্নিত করুন:

Ans: আ ইও (যাইও),ই এই (নিয়েই), উ আও(শুনাও)()

40)অপরভাষা' বলতে কী বাোঝানাো হত ?

Ans: রামমোহন প্রথম 'সাধুভাষা' শব্দটির প্রবর্তন করেন, তাই একটির নাম 'সাধু ভাষা' ও অপরটির নাম 'অপর ভাষা' অর্থাৎ এটি কথা বলার ভাষা// মুখের ভাষাকে বলা হয় অপর ভাষা

 41)"ঝর্ণা! ঝর্ণা! সুন্দরী ঝর্ণা!/তরলিত চন্দ্রিকা চন্দনবর্ণা" -- এটি কোন্ অলংকারের নিদর্শন?

Ans: অনুপ্রাস অলংকার এর নিদর্শন//উপমা

42)বস্তুস্বভাবের যথাযথ অথচ সূক্ষম, চমৎকার বর্ণনা কোন্ অলংকারের বৈশিষ্ট্য?

Ans: সভাবোক্তি অলংকার।

43)শব্দের পরিবর্তন সহ্য করার শক্তি কোন অলংকারে আছে?

Ans: বক্রোক্তি অলংকার।

 44)পর্ব-এর স্বাভাবিক উচ্চারণ-বিভাগকে কী বলা হয়?

Ans: পূর্বাঙ্গ

45)কাক' থেকে 'কাগ -- কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?

Ans: ঘোষী ভবন

46)পান বাোঝাতে 'ব' শব্দের প্রয়াোগ কোন্ ভাষায় লক্ষ করা যায়?

Ans: ইন্দো-ইউরোপীয় বংশের নৃজাতিদের ভাষায় লক্ষ্য করা যায়। এটি শব্দার্থের ঐতিহাসিক কারণে লক্ষ্য করা যায়।

47)কোন লিপিচিত্রটি মেসাোপটেমীয় লিপিপদ্ধতি হিসেবে পরিচিত, চিহ্নিত করুন:

Ans: বাণমুখ লিপি চিত্রটি মেসোপটেমীয় লিপিপদ্ধতি হিসেবে পরিচিত।

চারটি লিপি-প্রাচীন মিশরের লিপি-চিত্র'ভারতীয় লিপি চিত্র, চিনা লিপি চিত্র এবং বাণমুখ লিপি চিত্র।

/// কিউনি ফর্ম

48)"কণ্টক গাড়ি কমলসম পদতল / মঞ্জীর চীরহি ঝাঁপি" -- কোন্ অলংকারের উদাহরণ?

Ans: লুপ্তপমা(উপমেয় 'পদতল' , উপমান 'কমল', সাদৃশ্য বাচক শব্দ 'সম', সাধারণ ধর্ম লুপ্ত।

49)হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে' -- কোন ছন্দোবন্ধের উদাহরণ?

Ans: মিশ্রবৃত্ত বা তান প্রধান ছন্দ// অক্ষরবৃত্ত

50)শ্বাসাঘাতপ্রধানরীতির ছন্দ কোনটি?

Ans: দলবৃত্ত ছন্দ

51)"তড়িত-বরণী হরিণ-নয়নী/ দেখিনু আঙিনামাঝে" -- এটি কেন লুপ্তেপমা অলংকারের উদাহরণ?

Ans: এখানে সাধারণ ধর্ম ও তুলনা বাচক শব্দ লুপ্ত// কারণ এইখানে উপমার চারটি অঙ্গের মধ্যে একাধিক অঙ্গ  লুপ্ত রয়েছে

52)এলাো' শব্দটি কোন্ মূল শব্দ থেকে আগত?

Ans: আইল্যা>এলো

53)পাষণ্ড' শব্দের আদি অর্থ কী?

Ans: বৌদ্ধ সন্ন্যাসী পরবর্তী অর্থ- নিষ্ঠুর।

 54)"বজ্রসেন কানে কানে কহিল শ্যামারে, / ক্ষণিক শৃঙ্খলমুক্ত করিয়া আমারে/ বাঁধিয়াছ অনন্ত শৃঙ্খলে।" -- কোন্ অলংকারের উদাহরণ?

Ans: বিরোধাভাস অলংকার

55)চুককী' কোন্ অঞ্চলের ভাষা ?

Ans: এশিয়ার উত্তর পূর্ব সীমান্তের ভূতবর্মী ভাষা

56)জগৎ ভ্রমিয়া শেষে/সন্ধ্যার পাশে তপন দাঁড়াল এসে' -- কোন্ অলংকারের উদাহরণ?

Ans: বৃত্তানুপ্রাস (সমব্যঞ্জনের  বহুবার ব্যবহার)

57)ডু' কোন্ জাতীয় ধ্বনির উদাহরণ?

Ans: তাড়িত ধ্বনির উদাহরণ// তাড়নজাত

58)অভ্যন্তর' থেকে 'ভিতর -- কী প্রকার ধ্বনি পরিবর্তনের উদাহরণ?

Ans: আদিস্বর লোপ

 59)শব্দের ন্যূনতম অর্থবাোধক একককে কী বলে?

Ans: রূপিম//রূপিমূল

60)"লুটায় মেখলাখানি ত্যাজি কটিদেশ / মৌন অপমানে" -- কোন্ অলংকারের উদাহরণ?

Ans: অনুপ্রাস অলংকার। (ন-এর মিল



SHORT NOTES

 

1)   রবীন্দ্রনাথ প্রবর্তিত কয়েকটি ছন্দরীতির নাম করুন।

Ans: রবীন্দ্রনাথ প্রবর্তিত ছন্দ-রীতির মধ্যে উল্লেখযাোগ্য মুক্তবদ্ধ ছন্দ ও গদ্য ছন্দ।

2)   স্বরান্ত অক্ষর কাকে বলে?

Ans:যে অক্ষরের শেষে স্বরধ্বনি থাকে, তাকে স্বরান্ত অক্ষর বলে। ভাষা এই

শব্দটিকে বিশ্লেষণ করলে ভ+ আষআ পাওয়া যায়। শেষে 'আ' স্বরধনি আছে

এটি স্বরান্ত অক্ষর।

3)   স্বরান্ত অক্ষর কয়প্রকার ও কি কি? প্রত্যেকটি সংজ্ঞা দিন।

Ans: স্বরান্ত অক্ষর দুজাতীয়-মৌলিক স্বরান্ত ও যাোগিক স্বরান্ত, ছন্দের ক্ষেত্রে

যৌগিক স্বরান্ত ব্যঞ্জনান্ত অক্ষর হিসাব গণ্য।

4) পূণ্যছেদ কাকে বলে?

Ans: বাক্যের শেষে ছেদ দীর্ঘস্থায়ী হলে তাকে পূর্ণ ছেদ বলে।

5. মহাপয়ার বলতে কী বাোঝ?

Ans: মহাপয়ার নামটি পিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। (৮ + ১০) মাত্রার দুটি পর্ব

নিয়ে গঠিত যে পয়ার তাই মহাপয়ার।

6) দল বলতে কি বাোঝ?

Ans: দল দুরকমের-রূদ্ধ দল ও মুক্তদল। যে দলটি স্বরান্ত অর্থাৎ যার শেষে স্বরবর্ণ

থাকে তাকে মুক্ত দল বলে। যে দলটি ব্যঞ্জনান্ত অর্থাৎ যার শেষে হস্ চিহ্ন যুক্ত

ব্যঞ্জনধ্বনি থাকে এবং যার শেষে কোনাো যৌগিক স্বরধ্বনি থাকে তাকে রূদ্ধদল

বলা হয়। যেমন—দই, বউ, মৌ, রং ইত্যাদি।

7) যতি ও ছেদ কাকে বলে?

Ans: যতি শব্দের অর্থ উচ্চারণ বিরতি। ছেদ এবং যতি উভয়ের মধ্যে অর্থগত কোনাো পার্থক্য নেই। ছেদ বলতে অর্থ-যতি বলতে এবং যতি ছন্দ-যদি বুঝতে হবে।

8) ভাষা কাকে বলে?

Ans: কোনাো জনসমাজে মানুষের দ্বারা যে ভাব ব্যঞ্জক কথা বা বাক্য সমষ্টি উচ্চারিত বা রচিত হয়, তাই তার ভাষা (Language)।

9) বর্ণ-এর সংজ্ঞা দিন।

Ans: শ্রুতিগ্রাহ্য ভাষন ধ্বনির দৃষ্টি গ্রাহ্য প্রতীক বা চিহ্নকে বর্ণ বলা হয়।

10) পর্বাঙ্গ বলতে কি বাোঝায়?

Ans: পর্বের অন্তর্গত বিভিন্ন ক্ষিরের উচ্চারণের স্বর গাম্ভীর্যের যে হ্রাস বৃদ্ধি ঘটে।

তাক ভিত্তি করে যে বিভিন্ন ভাগ কর হয় তাকে পৰ্বাঙ্গ বলে। যেমন কেলা

ছিলেন কুয়ার : ধারে নিমের ছায়া তলে।

11) ছন্দের সংজ্ঞা দিন।

Ans: কাব্যের রসঘন ও শ্রুতিমধুর বাক্যে সুশৃঙ্খল ধ্বনি বিন্যাসের ফলে যে সৌন্দর্য্য।

সৃষ্টি হয়, তাকে ছন্দ বলে (Metre)।

12) মিত্রাক্ষর কাকে বলে?

Ans: পংক্তি বা চরনের শেষ ধ্বনিটি পরবর্তী পংক্তি বা চরনের শেষ ধ্বনির সঙ্গে

সাদৃশ্যযুক্ত হলে তাকে মিল বা মিত্রাক্ষর বলে।

13) মধুসূদন কোন্ ছন্দের অনুকরণে বাংলায় অমিত্রাক্ষর ছন্দপ্রবর্তন করেন?

Ans: মধুসূদন হিরাজী এর অনুকরণে বাংলায় অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করেন।

14) রূদ্ধদল -এর উদাহরণসহ সংজ্ঞা দিন।

Ans: যে দল ব্যঞ্জনান্ত বা হলন্ত অর্থাৎ যার শেষে কোনাো ব্যঞ্জন ধ্বনি থাকে, তাকে

রূদ্ধদল বলে। উদাহরণ। -অন, দুর, বজ ইত্যাদি।

15) মাত্রা বা কলা কী?

Ans: ছন্দের বিচারে মাত্রার স্থান অতিশয় গুরুত্বপূর্ণ। ছন্দে কাল- পরিমান বাোধক

একক ()-কে মাত্রা বলা হয়। বাংলা ছন্দ বিজ্ঞানে কণ্ঠ উচ্চারিত ধ্বনির স্বল্পতম।

পরিমানকে বলা হয় মাত্রা।

16) কলার সংজ্ঞা দিন।

Ans: উচ্চারণ কালের একককে কলা বলে। অপ্রসারিত, ক্তি ও রূদ্ধ দলে এক কলা।

এবং প্রসারিত মুক্ত ও রূদ্ধ দলে দুই কলা। কলা শব্দের আসল অর্থ সূক্ষ্ম অংশ

আর মাত্রা শব্দের অর্থ পরিমাপক।

17) মাত্রার সংজ্ঞা দিন।

Ans: যে কোনাো বস্তু পরিমাপের আদর্শমানকে বলা হয় মাত্রা ()। অর্থাৎ যে উপকরণের সংখ্যা অনুসারে কোনাো কিছুর আয়তন পরিমিত হয় তাকেই বলা হয় মাত্রা।

18) পর্ব-এর উদাহরণসহ সংজ্ঞা দিন।

Ans: চরনে আরম্ভ থেকে অথবা কোনাো একটা মধ্য যতি পর থেকে পরবর্তী মধ্য

যতি বা পূর্ণ যতি পর্যন্ত বিস্তৃত যে ধ্বনি প্রবাহ, তাকেই বলা হয় পর্ব।

উদাহরণ একলা ছিলেম/ কুয়াোর ধারে।

নিমের ছায়া/ তলে।

কলস নিয়ে। সবাই তখন। পাড়ায় গেছে। চলে।

রবন্দ্রিনাথ ঠাকুর।

19) মুক্তদল -এর উদাহরণসহ সংজ্ঞা দিন।

Ans: যে দল স্বরান্ত অর্থাৎ যার শেষে স্বরবর্ণ থাকে, তাকে মুক্তদল বলে। উদাহরণ

- মা = ম্

আ, নিই।

20) অক্ষর কাকে বলে, অক্ষর কয় প্রকার?

Ans: বাগযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উৎপন্ন ধ্বনিকে অক্ষর বলে। ছন্দ বিজ্ঞানে অক্ষর বলতে হরফকে বাোঝানাো হয় না। মাত্রা বিচারের জন্য অক্ষরকে দুটি শ্রেণীতে ভাগ করা হয় স্বরান্ত এবং হলন্ত।

 

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ebg 2, nsou assingment, nsou pg admission 2021, nsou bdp admission 2021, nsou pg form fill up 2021, ebg 2 short notes, netaji subhas open university,

nsou bdp result 2021,

nsou pg result 2021,

nsou pg assingment 2021,

nsou bdp assingment 2021,

nsou exam 2021,

nsou reduced syllabus,

assingment,

netaji subhas open university study center,

netaji subhas open university . m.a courses,

netaji subhas open university study center,

netaji subhas open university courses list,

netaji subhas open university admission 2021,

netaji subhas open university in kolkata,

netaji subhas open university courses & fees,

excellence academy,

bdp 1st year,

syllabus, notes,

bdp 1 st year,

bdp 2 nd year,

bdp 3rd year,

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Thanks you for contacting EXCELLENCE ACADEMY

Please let us know how we can help you

 

Subscribe my You Tube channel :-

https://youtube.com/channel/UCeqI19916_20Ic39jK0wi1A

join my facebook group :-

https://www.facebook.com/groups/485319229356130/?ref=share

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 

No comments:

Post a Comment

how can we help you