Monday, June 28, 2021

EBG 4 (2ND YEAR) HONOURS PAPER QUESTION BANK ANSWER

 

EXCELLENCE ACADEMY                        

                   YOUTUBE CHANNEL – EXCELLENCE ACADEMY

QUESTION BANK ANSWER

 EBG - 4

                                 PH.NO - 7478448780

BENGALI  (EBG - 4 ) 2ND YEAR HONOURS PAPER ONLINE EXAM SUGGESTION + ASSINGMENT SUGGESTION 

 

 

                                     EBG 4 QUESTION BANK ANSWERE

 

1)শের আফগানের স্ত্রী কে।

Ans: মেহেরউন্নিযা।

2)___কথাই হচ্ছে অক্ষমের সান্ত্বনা;' --- শূন্যস্থান পূরণ করুন ।

Ans: সহানুভূতি।

3)একজন জটাজুটধারী প্রকাণ্ডকায় পুরুষ' কপালকুণ্ডলার স্বপ্নে দেখা দেন 'কপালকুণ্ডলা' উপন্যাসের কোন পরিচ্ছেদে?

Ans: চতুর্থ খন্ডের তৃতীয় পরিচ্ছেদে।

4)ইন্দ্রিয়দমনে কিছুমাত্র ক্ষমতাও নাই, ইচ্ছাও নাই'। বক্তা কে?

Ans: লুৎফুন্নেসা।

5)'সেই মৃত্যুর মধ্যে সে মহান্ ... সেখানে সে অনন্ত'।

'সে' কে ?

Ans: বিন্দুবাসিনী।

6)কৈলাশ ডাক্তারের সৌন্দর্যতম্বের মূলে মানুষের কী আছে?

Ans: অবহেলা।

7)সেইখানে আমার মুক্তি; সেখানে আমি আমি।' --- বক্তার 'আমিত্ব' প্রকাশের মুক্তিস্থল ছিল

Ans: কবিতা লেখাতে।

৪)দিদি, তাোমাকে একটা হালের খবর বলি ---'। 'হালের খবর'টি কোন্ সমযের ?

Ans: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।

9)এখানে তাঁহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না।' --- 'তাঁহাকে' শব্দে ঔপন্যাসিক কাকে বুঝিয়েছেন?

Ans: পিলা।

10) নন্দদুলাল মিত্রের কী অসুখ হয়েছিল ?

Ans: cerebal tumour with strangulated ganglic.

11)গনেশ জননী' গল্পে গনেশ জননীর নামাোল্লেখহীনতার কারণটি কী ?

Ans: নিঃসন্তান নারী গণেশ কে অবলম্বন করে যেহেতু তার মাতৃত্বের স্বাদ পেয়েছিলেন।

12) সুনন্দ কোন্ সাহিত্যিকের ছদ্মনাম ?

Ans: নারায়ন গঙ্গোপাধ্যায়।

13)কখনও ফুল হইয়া ফুটি নাই । কিন্তু যদি তাোমার মতাো কলি হইতাম তবে ফুটিয়া সুখ হইত।' --- বক্তা কে?

Ans: শ্যামসুন্দরী।

14)পরমেশ্বর চাটুয্যে কার পূর্বপুরুষ ?

Ans: বিষ্ণু সরকারের।

15)তারিণী মাঝি' গল্পের প্রেক্ষাপট কোথায়?

Ans: ময়ূরা নদী

16)তুলসীকে মার্ডারের জন্য কে দায়ী ?

Ans: সুকুমার।

17)জন্মের অভ্যর্থনা' কোথায় 'গম্ভীর, নিরুৎসুক, বিষয় ?

Ans: কেতুগ্রাম(পদ্মা নদীর মাঝি

18)পুঁইমাচা' গল্পের ঘটনাকাল বিস্তার কতকাল?

Ans: 1 বছর।

19)'গনেশ জননী'র গল্পকথক কে?

Ans: ডাক্তারবাবু।

20)টোপ' গল্পে যে হিংস্র অরণ্যের বর্ণনা পাই, সেটির অবস্থান কোথায়?

Ans: রামগঙ্গায়।

21)ওয়ান মাোর আনচুনেট ।' উদ্দিষ্ট ব্যক্তি এখানে কে?

Ans: কেলাস ডাক্তার।

22)বন্ধুবর্গ খুব খাইলেন ।'--- উপলক্ষ্যটি কী ছিল ?

Ans: নন্দ মিত্র এর বিবাহ উপলক্ষ্যে।

23)সুকুমারের ব্রহ্মচর্য কেমন ছিল?

Ans: নিরামিষ।

24)সুখীকে অত্যন্ত ভালাোবাসলেও তাকে শ্বাসরাোধ করে হত্যার আড়ালে কি ছিল?

Ans: বেঁচে থাকার লড়াই।

25. পুরুষানুক্রমে এই প্রথা চলিয়া আসিতেছে ।'--- কোন 'প্রথা'র কথা বলা হয়েছে ?

Ans: কুলীন/বাল্য বিধবা।

26. সহায়হরি শুষ্কম্বরে হা হা করিযা খানিকটা শুষ্ক হাস্য করিলেন ।'--- 'শুষ্ক হাস্য'র কারণটি কী ছিল ?

Ans: তাকে এক ঘরে করার কারনে।

27. টোপ' গল্পের ঘটনাকাল ও লিখনকালের মধ্যে ব্যবধান কত?

Ans: 8 মাস।

28. 'চিকিৎসা সঙ্কট' গল্পের শেষে নন্দবাবুর বাড়ির সান্ধ্য আড়াটি ভেঙে যায়। কারণটি কী ছিল ?

Ans: মোটরকার কেনার জন্য।

29. মাোটা টাকা' 'ফি' পাবেন ভেবে উল্লসিত হলেও ডাক্তার শেষপর্যন্ত তাঁর 'ফি নিলেন না কেন?

Ans: কারণ গণেশ জননী নিজের গহনা দিয়া টাকা জোগাড় করেছিলেন বলে।

30. আমি মাঝে মাঝে মাছ ধরি ওখান থেকে ।' --- গল্পকারের অভিপ্রায়-অনুযায়ী 'মাছ' শব্দটি এখানে কি অর্থে ব্যবহৃত?

Ans: রূপক অর্থে।

31)কাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারাো ঘিরে সিঁধ দিবার উদ্দেস্য চলিয়াছে ?

Ans: ) সহায় হরি ও ক্ষেন্তির

 32)বাোধ করি, সমুদ্রতীরে সেই বনে বনে বেড়াইতে পারিলে আমার সুখ জন্মে।' -- বক্তা কে?

Ans: কপালকুণ্ডলা।// মৃন্ময়ী

33)তার এই অপ্রাকৃত পৃথুলতা লাোক হাসাবার মতই।' -- তার বলতে কার কথা বলা হয়েছে?

Ans:  নন্দ দত্তের বোন দেবপ্রিয়া

34)এ শব্দের অর্থ তাো সে জানে আসন্ন বিপদ।' -- 'সে' বলতে গল্পকার কাকে বুঝিয়েছেন?

Ans: তারিণী মাঝি কে।

35)এই কথাটা কি মহাব্যোমে লেখা আছে, শাশ্বত কালি দিয়ে?' -- কোন্ কথাটা?

Ans: চুল কালো হলে সুন্দর আর চামড়া কালো হলে কুৎসিত।

 36)বৈধব্যের আশঙ্কা। শের আফগান আত্মরক্ষায় অক্ষম নহে।' --বক্তা কে?

Ans: মেহেরগিন্নিসা।// মেহেরুনেসা

 37)ও কাজ দেয় বিস্তর, অথচ খরচের হিসাবে বেজায় সস্তা।' -- 'ও' বলতে কাকে বাোঝানাো হয়েছে ?

Ans: বিন্দু।// মৃণালিনীর বড়ো যা

38)সেই স্বাভাবিক ব্যাপারে তাোমরা অস্বাভাবিক রকমে বিব্রত হয়ে উঠেছিলে।' -- 'স্বাভাবিক ব্যাপারটি কী ছিল?

Ans: বিন্দুর বয়স বেড়ে ওঠা।

39)রাোগের কোনাো চিহ্ন দেখিতে পাইলাম না।' -- বক্তা কে?

Ans: সরকারি পশু চিকিৎসক।// ডাক্তার মিস বিপুলা মল্লিক।

40)নন্দদুলালবাবুর প্রথম বৈবাহিক জীবনের আয়ুষ্কাল কত ছিল?

Ans: এক বৎসর।// পৌর 52-53

 41)সেটা ক্রমশ প্রকাশ্য।' -- 'ক্রেমশ প্রকাশ্য' বিষয়টি কী ছিল?

Ans: মাছ ধরা অর্থে বাঘ শিকার কে বলা হয়।

42)I am settled, and bend up/Each corporal agent to this terrible feat' -- কোন্ নাটকের উপরিউক্ত পঙক্তিটি কপালকুণ্ডলা' উপন্যাসে ব্যবহৃত হয়েছে।

Ans: ম্যাকবেথ' নাটক থেকে গৃহীত

 43)টোপ' গল্পের ঘটনাকালের বিস্তার কত ?

Ans: 1943

44)'চিকিৎসা সঙ্কট' গল্পের প্রেক্ষাপট কোন্ অঞ্চল?

Ans: কলকাতা / বিডন স্ট্রিট।

45)সকলেই তাহারা সমভাবে এক বড় অধর্ম পালন করে।' -- 'অধর্মটি কী ছিল?

Ans:

46)মেয়েমানুষের পক্ষে এ এক বালাই।' -- কোন বালাই'-এর কথা বলা হয়েছে ?

Ans: মৃণালের বড় জার পক্ষে তার বোন বিন্দুকে আশ্রয় দেওয়া।// কবিতা লেখার যে বুদ্ধি তার জন্য মৃণালের মা বিষম উদ্বিগ্ন ছিল

47)ইউ আর অ্যাবসাোলিউটলি হাোপলেস।' -- বক্তা কে?

Ans: রাজা বাহাদুর।

48)সমস্যাটি ক্রমেই তেতে উঠেছে।' -- 'সমস্যাটি কী ছিল?

Ans:

49)সভ্যতা কারে বলে ভেবেছিনু জানি তা / আজ দেখি কী অশুচি কী যে অপমানিতা' -- কোন্ প্রসঙ্গে এই উক্তি?

Ans: সভ্যতাভিসানী দুটি দেশ যখন তাদের শক্তি প্রদর্শন করে তখন হয় ধ্বংস।// পশ্চিম দুনিয় দুনিয়ার হিংস্র মরণ যোঞ্চ কে বলেছেন

 50)কাঁতার' শব্দের অর্থ কী?

Ans: ছোট্ট শাখা নদী।

51)একটা বাজে টাবু ছাড়ার শক্তি নেই, সভ্যতার গর্ব করে!' -- 'টাবুটি কী ছিল?

Ans: অ্যান্থ্রপলজিস্ট ।

52)কপালকুণ্ডলা' উপন্যাসের প্রতিটি পরিচ্ছেদের শীর্ষ-উদ্ধৃতি বিন্যাস কতখানি যুক্তিসংগত?

Ans: যে সমস্ত নাটক ও কাব্যকে আমরা হৃদয় দিয়ে করেছি তাদের সঙ্গে ভাবদৃশ্যে উপন্যাসটি ও গ্রহণযোগ্য হয়ে উঠেছে, তার বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পেয়েছে।

 53)জেলেপাড়ার রূঢ় বাস্তবতা তাই তাকে অনেকটা রেহাই দিয়েছে।' -- কাকে উদ্দেশ্য করে এই উক্তি?

Ans: হোসেন/কুবের।

 54)'সেটা তাদের কৌলিক প্রথা।' -- 'কৌলিক প্রথা'টি কী ছিল?

Ans: বরের বাড়িতে বিয়ে হওয়া।

55)সে কি তাহার উন্মত্ত ভীষণ আক্রোশ।' -- 'সে' বলতে কার কথা বলা হয়েছে ?

Ans: তারিণী মাঝির

56)সাতাশ নম্বর মাখন বড়ালের গলিতে মৃণাল আর ফিরলেন না কেন?

Ans: সেখানে মৃণাল আর ফিরতে চায় না কারণ সেখানে বিন্দুর প্রতি ব্যবহার বিন্দুর মৃত্যুর পর তার খোলস ছিন্ন করে তাকে তুচ্ছ ইটের আগল ছেড়ে শ্রীক্ষেত্রে গিয়ে আশ্রয় নেয়।// আমি বিন্দুকে দেখেছি সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয় টা যে কি তা আমি পেয়েছি আর আমার দরকার নেই।

57)তারিণী মাঝি' গল্পের ঘটনাকাল কত?

Ans: প্রকাশ 1355 এর পূজা সংখ্যা আনন্দবাজার।

58)আজ প্রৌঢ়ত্বের শেষ ধাপে এসে সেই পীড়িত মর্মের কোন অভিমান আর নেই।' -- কোন্ 'মর্মপীড়িত অভিমান'-এর কথা বলা হয়েছে ?

Ans: কৈলাস ডাক্তারকে লোকে 'কালো জিভ'ডাক্তার বলে। ভদ্রলোকের জিভটাও নাকি কালো।

59)সেটা কোর্ট ম্যানারের বিরাোধী। -- কোনটা?

Ans: কিছু না জুটলেও মাছের চেষ্টায় করা যাবে, তবে ভালো টোপ ছাড়া আমার পছন্দ হয় না। আর তাতে আমার অনেক হাঙ্গামা, এই কথাটি লেখক বুঝতে না পেরে আর কিছু জিজ্ঞাসা করে নি। এটাই কোর্ট ম্যানরের বিরোধী।

 60)আমাকে নিয়ে বিষম ল্যাঠা' -- কার কথা বলা হয়েছে ?

Ans: মৃণালের কথা বলা হয়েছে।// সেজো বউ/ বিন্দু

 

SHORT NOTES

 

1) মৃণাল চরিত্রটি কি পরিস্ফুট করে?

Ans: একটি প্রতিবাদী সত্তা পরিস্ফুট করে

2) পদ্মানদীর মাঝির চতুর্থ পরিচ্ছদে কি চিত্র উঠে এসেছে??

Ans: চতুর্থ পরিচ্ছদে কুবেরের জীবনে কপিলার উদ্দাম আবির্ভাব

3) "বিন্দুকে আমি আমার ঘরে টেনে নিলুম'- কোন গল্প থেকে নেওয়া হয়েছে?

Ans: স্ত্রীর পত্র

4) পদ্মা নদীর মাঝি উপন্যাসের মূল কথা কি?

Ans:মানুষের জীবনের যে আর্থিক ও মানসিক শংকর এর ছবি পদ্মা নদীর মাঝি উপন্যাসের মূল কথা

5) টোপ গল্পটি কার লেখা??

Ans: নারায়ণ গঙ্গোপাধ্যায়

6) পদ্মা নদীর মাঝি উপন্যাসটি কটি পরিচ্ছেদে বিভক্ত??

Ans: সাতটি

7) বঙ্গদর্শন কত সালে প্রকাশিত হয়?

Ans: ১৮৭২ সালে।

8) চিকিৎসা সংকট গল্পটি কার লেখা??

Ans: রাজশেখর বসুর (পরশুরাম)

9) "দুইদিন পরের কথা "আলাোচ্য অংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে?

Ans: পুঁইমাচা

10) পদ্মা নদীর মাঝি উপন্যাসের ঘটনাবলী সংঘটিত হয়েছে বটে ঋতুর মধ্যে?

Ans:পাঁচটি (বর্ষা থেকে বসন্ত)

11) রাজ শেখর বসুর পরশুরাম ছদ্মনামে প্রকাশিত প্রথম গল্পটির নাম কি??

Ans: বিরিঞ্চিবাবা

12) মানিক বন্দ্যোপাধ্যায়ের ভালাো নাম কি ছিল?

Ans:প্রবাোধকুমার

13) গণেশ জননী কার লেখা??

Ans: বনফুল অর্থাৎ বলাইচাদ মুখাোপাধ্যায়

14) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কয়টি উপন্যাস রচনা করেছেন??

Ans: 11 টি পূর্ণাঙ্গ উপন্যাস আর তিনটি ছাোট উপন্যাস

15) পদ্মা নদীর মাঝি প্রথম প্রকাশিত হয় কোন সালে??

Ans: ১৯৩৬ সালে।

16) উপন্যাস সৃষ্টির দুটি মৌলিক শর্ত কি কি?

Ans:গণতন্ত্রের প্রতিষ্ঠা এবং মুদ্রণ যন্ত্রের আবিষ্কার

17) পদ্মানদীর মাঝির প্রথম পরিচ্ছদ কোন চিত্র ফুটে উঠেছে??

Ans: জেলেদের জীবিকা অর্জনের ঘাম ঝরানাো নিদারুণ পরিশ্রম এবং তৎসত্ত্বেও সামাজিক নানা বঞ্চনা ও শাোষণের দারিদ্র্যের নিম্নতম সীমায় অবস্থান এর চিত্র।

18) সুন্দরাম গল্পটি কার লেখা??

Ans :সুবাোধ ঘাোষ।

19) মাোট কতগুলি শীর্ষ উদ্ধৃতি কপালকুণ্ডলা উপন্যাসে আছে?

Ans: 31 টি

20) নাট্যকার শেক্সপিয়রের কোন কোন নাটক থেকে বঙ্কিমচন্দ্র উদ্ধৃতি দিয়েছেন?

Ans: Comedy of errors, king lear, Romeo Juliet, Macbeth, Hamlet, Othello

 

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ebg 4, nsou assingment, nsou pg admission 2021, nsou bdp admission 2021, nsou pg form fill up 2021, ebg 4 short notes, netaji subhas open university,

nsou bdp result 2021,

nsou pg result 2021,

nsou pg assingment 2021,

nsou bdp assingment 2021,

nsou exam 2021,

nsou reduced syllabus,

assingment,

netaji subhas open university study center,

netaji subhas open university . m.a courses,

netaji subhas open university study center,

netaji subhas open university courses list,

netaji subhas open university admission 2021,

netaji subhas open university in kolkata,

netaji subhas open university courses & fees,

excellence academy,

bdp 1st year,

syllabus, notes,

bdp 1 st year,

bdp 2 nd year,

bdp 3rd year,

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Thanks you for contacting EXCELLENCE ACADEMY

Please let us know how we can help you

 

Subscribe my You Tube channel :-

https://youtube.com/channel/UCeqI19916_20Ic39jK0wi1A

join my facebook group :-

https://www.facebook.com/groups/485319229356130/?ref=share

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 

No comments:

Post a Comment

how can we help you