Monday, June 28, 2021

FST COMPULSORY PAPER 2nd YEAR QUESTION BANK ANSWER

 

EXCELLENCE ACADEMY                        

                   YOUTUBE CHANNEL – EXCELLENCE ACADEMY

QUESTION BANK ANSWER

 FST

                                    PH.NO - 7478448780

 

(FST ) 2ND  COMPULSORY PAPER ONLINE EXAM SUGGESTION + ASSINGMENT SUGGESTION 

                                     SHORT NOTES

1) ক্যান্সার রোগের প্রতিষেধক ঔষধ ভিনক্রিস্টিন পাওয়া যায় কোথা থেকে।

Ans: নয়ন তারা।

2) প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা কে।

Ans: রাশিয়ান শারির তত্ত্ববিদ আইভান প্যাভলভ।

3) কত খ্রিস্টাব্দে National commission of Agriculture গঠন এর সঙ্গে ভারতের সামাজিক বনসৃজন পদ্ধতির সূত্রপাত হয়।

Ans: 1976.

4) কত সালে মহেন্দ্রলাল সরকার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কালটিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন?

Ans: 1876.

5) অ্যারিস্টোটলের শ্রেষ্ঠ বিজ্ঞান চর্চা কোনটি।

Ans: জীবন বিজ্ঞান। (গ্রিক দার্শনিক

6) ভারতের বিভিন্ন অঞ্চলের থেকে প্রায় কত কত খ্রিস্টাব্দে কিছু মাটির পাত্র পাওয়া যায়।

Ans: 6000 খ্রিষ্টপূর্বে।

7) ফ্রান্সে প্রকৃত শিল্পায়ন কার আমলে শুরু হয়।

Ans: লুই ফিলিপ এর জুলাই রাজতন্ত্রের আমলে।

8) ধানের বিজ্ঞানসম্মত নাম কী ।

Ans:  ওরাইজা স্যাটাইভা।

9) বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ কত।

Ans: 77.17 শতাংশ।

10) ইবন সিনা রচিত গ্রন্থ কোনটি যা দর্শনের বিশ্বকোষ নামে পরিচিত।

Ans: kitab as shita

11) কত সালে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।

Ans: 1784.

12) কত খ্রীষ্টপূর্বাব্দে কোন পুঁথিতে বিস্তারিতভাবে বিভিন্ন জ্যামিতিক উপপাদ্য সতঃসিদ্ধোর বিবরণ দেখা যায়।

Ans: 600-300 খ্রিস্টপূর্বাব্দে শুলভা সূত্র।

13)ছোট ছোট মানব গোষ্ঠী তাদের বিশেষত্ব তাদের পছন্দের খাবার ইত্যাদিকে প্রতীক করে এই প্রতীকের নাম কি।

Ans: টোটেম (বিশেষ খাদ্য)

14) নিউরন কাকে বলে।

Ans: কোষদেহ ও সমস্ত প্রকার প্রবর্তক নিয়ে গঠিত স্নায়ু কেন্দ্রের গঠনগত ও কার্যগত একক কে নিউরন বলে।

15)কত সালে ভূপালের ইউনিয়ন কার্বাইড কীটনাশক তৈরির কারখানা থেকে MIC ট্যাংকের ফুটো দিয়ে বের হয়ে যায় এবং কত মানুষের প্রাণহানি হয়।

Ans: 1984 সালে।

16)কত সালে ব্যাঙ্গালোর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স প্রতিষ্ঠা হয়।

Ans: 1909.

17) কত সালে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।

Ans: 1784.

18)সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর বর্গ তার ওপর দুটি বাহুর উপর বরগোদা এর সমষ্টির সমান হবে এটা কিসের উপপাদ্য।

Ans: পিথাগোরাসের উপপাদ্য।

19) গাছ কাটার জন্য ব্যবহৃত পালিশ করা পাথর কত বছর পুরানো।

Ans: 4000 বছর।

20)ভারতীয় বৈশেষিকা ধারার বিখ্যাত প্রবক্তা কে।

Ans: কনাদ।

                                QUESTION BANK ANSWER

Question 1

বিজ্ঞানের ইতিহাস বলতে কী বাোঝায়?

উঃ- সমাজ ও বিজ্ঞানের অবিরাম ক্রিয়া-বিক্রিয়ার গল্প। এর উন্মেষ সভ্যতার প্রাক্কালে, তারপর যুগে সমাজ রুপান্তরের বিভিন্ন ধাপে আজকের যুগ পর্যন্ত এর প্রসার ঘটেছে।

Question 2

ব্রোঞ্জ তৈরি করা হয় কোন কোন ধাতুর মিশ্রণ ঘটিয়ে?

উঃ- তামা ও টিন।

Question 3

মিশরের লিপি কে কি বলা হয় ?

উঃ- Heroglyphic / চিত্রলিপি।

Question 4

লৌহযুগে ভারতবর্ষে চিকিৎসা বিজ্ঞানের অসাধারণ অবদানটি কি?

উঃ- চরক ও সুশ্রত দ্বারা অনুসারিত বৈঙ্গানিক পদ্ধতি।

Question 5

কৌটিল্যের অর্থশাস্ত্রে কোন যুগের প্রকৌশলগত বিকাশ সম্পর্কে প্রচুর তথ্য পাওয়া যায়?

উঃ- মৌর্য যুগ।

Question 6

কোন বিজ্ঞানী দূরবীক্ষণ যন্ত্রের আবিষ্কার করে তা দ্বারা গ্রহদের আবর্তনের প্রাচীন ধারণাকে সংশাোধন করেন?

উঃ- গ্যালিলিও।

Question 7

গ্রহদের কক্ষের সঠিক পরিমাপ কে করেন?

উঃ- যাোহান কেপলার।

Question 8

কোন ভারতীয় পদার্থবিজ্ঞানী উদ্ভিদের উত্তেজনায় সাড়া দেওয়ার তত্ত্বটি আবিষ্কার করেন?

উঃ-জগদীশচন্দ্র বসু।

Question 9

‘Bengal Chemical and pharmaceutical works'- কে প্রতিষ্ঠা করেন?

উঃ- প্রফুল্লচন্দ্র রায়।

Question 10

সবচেয়ে দীর্ঘতরঙ্গদৈর্ঘ্যে যুক্ত তরঙ্গ কোনটি?

উঃ- Radio / রেডিও তরঙ্গ।

Question 11

লাল দানব (Red giant) ও শ্বেত বামন (White dwaf) এই দুটি স্তর কার জীবন দশায় দেখতে পাওয়া সম্ভব?

উঃ- তারার জীবন দশায়।

Question 12

টাইটান কার উপগ্রহ?

উঃ- শনির।

Question 13

রাসায়নিক অভিব্যক্তিবাদ ও প্রাণের আবির্ভাবের তত্ত্বটি কে পরীক্ষাগারে কৃত্রিম ভাবে প্রমাণ করেন?

উঃ-মিলার।

Question 14

মানুষের অভিব্যক্তির সঠিক স্তরগুলি কী কী?

উঃ- রামাপিথেকাস, অস্ট্রালাোপিথেকাস, হাোমাো হ্যাবিলিস, নিয়েনডারথাল মানব, (আধুনিক মানব) হাোমাো স্যাপিয়ন্স, হাোমাো ইরেকটাস।

Question 15

বাস্তুতন্ত্রের প্রধান শক্তির উৎস কি?

উঃ- সূর্য।

Question 16

শিম্বগাোত্রীয় উদ্ভিদের মূলে কোন ধরনের উপকারী ব্যাকটেরিয়া উপস্থিত থাকে?

উঃ- রাইবাোজিয়া।

Question 17

অরণ্যনাশের (Deforestation) কারণ গুলি কী কী?

উঃ- বদলি চাষ। মাত্রাধিক পশুচারণ। কাঠের বানিজ্যিক ব্যাবহার। বিকাশমুখী কাজ কর্ম।

Question 18

মুখ্য বায়ুদূষক কোন গুলি?

উঃ- নাইট্রোজেন অক্সাইড, কার্বন মনাোক্সাইড, হাইড্রোকার্বন, সালফার ডাই অক্সাইড।

Question 19

কোন পদার্থ মৃত্তিকা দূষণের জন্য দায়ী?

উঃ- ভারী ধাতু। প্লাস্টিক। রাসায়নিক সার ও কীটনাশক।

Question 20

অচিরাচরিত পুনঃর্নবীকরণ যাোগ্য শক্তির উৎস কোনটি?

উঃ- সৌরশক্তি। বায়ুশক্তি। সমুদ্রের ঢেউ ও জোয়ার ভাটা শক্তি।

Question 21

দূর সন্ধান (Remote sensing) এর মাধ্যমে নিন্মলিখিত কোনটি করা সম্ভব নয়?

Ans:

Question 22

কোন পদ্ধতিতে উচ্চ ফলনশীল, রাোগপ্রতিরাোধী ও উন্নত পুষ্টিগুণসম্পন্ন উদ্ভিদের সৃষ্টি বা একটি উদ্ভিদের কোষ থেকে নতুন গাছ সৃষ্টি করা সম্ভব?

উঃ- টিস্যু কালচার। জৈব প্রযুক্তি।

Question 23

আলুতে কোন ধরণের পৌষ্টিক উপাদান অবস্থিত?

উঃ- কার্বোহাইড্রেট।

Question 24

অস্থির যথাযথ নির্মাণের জন্য কোন ভিটামিন প্রয়াোজন হয়?

উঃ- ভিটিমিন ডি।

Question 25

‘গলগন্ড রাোগ কোন খনিজের অভাবে সৃষ্টি হয়?

উঃ- আয়াোডিন।

Question 26

কোনগুলি সংক্রামক রাোগ নয় ?

উঃ- ক্যানসার। হাঁপানি। ডায়াবেটিস। হিস্টিরিয়া।

Question 27

মানবদেহে শর্করা বিপাকে সাহায্যকারী হরমাোন ইনসুলিন' কোন গ্রন্থি থেকে উৎপন্ন হয়?

উঃ- অগ্ন্যাশয়।

Question 28

ইনস্যাট- 1 B উপগ্রহ কোন গণসংযাোগ মাধ্যমের সাথে যুক্ত?

উঃ- যাোগাযাোগ ব্যাবস্থা।

Question 29

প্রযুক্তির হস্তান্তর কি ভাবে সম্ভব?

উঃ- প্রযুক্তি আমদানি। গবেষণাগার থেকে প্রয়াোগ ক্ষেত্রে প্রযুক্তির স্থানান্তর ভারত থেকে প্রযুক্তি রপ্তানি।

Question 30

লেজার (LASER) শব্দের অর্থ কি?

উঃ- উদ্দীপিত বিকিরনের নির্গমন দ্বারা আলাোকের বিবর্ধন।

Question 31

বর্তমানে একক ক্ষেত্রের বিজ্ঞানীকুল অন্য ক্ষেত্রে বিজ্ঞানীদের গবেষণার কার্য সম্পর্কে কী রূপ ধারনা পাোষন করে থাকেন?

উঃ- বর্তমানে বিজ্ঞানীরা বেশি মাত্রায় নিজেকে সংকীর্ন বিশেষী করনের দিক নিয়ে যাচ্ছেন। এই বিশেষী করন এতাোই সীমাবদ্ধ যে এক ক্ষেত্রের বিজ্ঞানীকুল অন্য ক্ষেত্রের

বিজ্ঞানিদের বাোঝার ক্ষমতাই রাখেনা। অন্যের গবেষনার খবর ও রাখেন না।

Question 32

‘ASLV - এর পুরাো নাম কী?

Ans:Augmented Satellite Launch Vehicle.

Question 33

‘প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা - কে রচনা করেন?

উঃ- নিউটন।

Question 34

কোন যুগে প্রাচীন মানুষ কুঁড়ে ঘর, সেলাই করা পাোশাক, থলি, ঝুড়ি, বালতি প্রভৃতি জিনিস তাদের জীবনযাত্রায় ব্যবহার করত?

উঃ- ব্রোঞ্জযুগে।

Question 35

300-600 খ্রিস্টপূর্বাব্দে লেখা কোন পুঁথিতে বিস্তারিত ভাবে বিভিন্ন জ্যামিতিক উপপাদ্য ও স্বতঃসিদ্ধের বিবরণ দেখা যায়?

উঃ- শুভসূত্র।

Question 36

বৃহৎসংহিতা'- কে রচনা করেন?

উঃ- বরাহমিহির।

Question 37

ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে কোন বিজ্ঞানী ব্যাকটেরিয়া আবিষ্কার করেন এবং জীবাণুকে রাোগের কারণ বলে বিবেচনা করেন?

উঃ- লুই পাস্তুর।

Question 38

বীরবল সাহণী'- কোন ক্ষেত্রে গবেষণা করেন?

উঃ- প্রত্ন উদ্ভিদ বিদ্যায়।

Question 39

গ্যাসের আয়তন চাপ ও উষ্ণতা সম্বন্ধিত তত্ত্বের উপর কোন বিজ্ঞানী বিস্তারিত গবেষণা করেন?

উঃ- রবাট বয়েল।এ.সি, চার্লস।

Question 40

বৈজ্ঞানিক জ্ঞানের একটি অসাধারণ বৈশিষ্ট্য উল্লেখ করাো।

উঃ- এটি কখনও সম্পূর্ন হয়না। জ্ঞান ভান্ডারের সঞ্চয় যত বেশী হবে প্রকৃতির অজানা রহস্যগুলি সমন্ধে আরাো বেশী প্রশ্ন উঠবে। ফলে ক্রমাগত নতুন তথ্য সংগৃহিত হবে।

বৈজ্ঞানিক জ্ঞানকে সম্পূর্ন বা অন্তিম বলে দাবী করতে পারেনা বিজ্ঞানের কর্মীরা।

Question 41

ভূপাল গ্যাস দুর্ঘটনা কবে ঘটে?

উঃ- ১৯৮৪ সালের ৩রা

ডিসেম্বর।

Question 42

‘অ্যালমাজেস্ট' গ্রন্থটি কার লেখা?

উঃ- টলেমী।

Question 43

গ্রহদের অবস্থানের সবচেয়ে সূক্ষম পরিমাপ করেছিলেন কোন জ্যোতির্বিদ?

উঃ- ডেনমার্কের জ্যোদি টাইকো ব্রাহে।

Question 44

সূর্যের দৃশ্যমান তলটি যে স্তরের অন্তর্গত তার নাম কি?

উঃ- আলাোক মন্ডল। ফটোস্ফিয়ার।

Question 45

‘তারকা থেকে রেডিও-তরঙ্গ বিকিরণ হয়' -কে আবিষ্কার করেন?

উঃ- প্রযুক্তিবিদ কার্ল ইয়ানস্কি।

Question 46

‘রক্তাভ গ্রহ'- কোনটি?

উঃ- মঙ্গল।

Question 47

'The Origin of Species'- গ্রন্থটি কার লেখা?

উঃ- চার্লস ডারউইন।

Question 48

চা ও কফি কোন ধরনের মৃত্তিকায় চাষ করা হয়?

উঃ- লৌহ মিশ্রিত উর্বর দোঁয়াশ মৃত্তিকা।

Question 49

কোন সালে জাপানের হিরাোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বাোমা বিস্ফোরণ হয়?

উঃ- ১৯৪৫ সালে।

Question 50

ভারতবর্ষের মৃত্তিকাকে প্রকৃতি অনুসারে কত ভাগে ভাগ করা যায়?

উঃ-২৫ ভাগে ভাগ করা যায়।

Question 51

দুই কুজধারি ব্যাকট্রিয়ান উট পাওয়া যায় কোথায়?

উঃ- লাদাখ।

Question 52

হুপিংকাশি কোন জীবাণুজনিত সংক্রামক রাোগ?

উঃ- বায়ু বাহিত সংক্রমন।

Question 53

কৃত্রিম অনাক্রমতা সৃজন কোন পদ্ধতির মাধ্যমে করা হয়?

উঃ- টিকাদানের মাধ্যমে। কৃত্রিম ভাবে দেহে দুর্বল সংক্রমন ঘটায়ে।

Question 54

প্রথম যুগের চিকিৎসকরা দেহের অভ্যন্তরীণ গঠন অনুসন্ধান করতে কোন প্রাণীর দেহ ব্যবচ্ছেদ করতেন?

উঃ- ছাগল ও শূকরের দেহ ব্যবচ্ছেদ করতেন।

Question 55

নার্ভ তন্ত্র কে কয়টি ভাগে ভাগ করা যায়?

উঃ- দুইটি ভাগে ভাগ করা যায়।

Question 56

অগ্নাশয় নিঃসৃত হরমাোনের নাম কি?

উঃ- ইনসুলিন।

Question 57

জাতীয় শিক্ষানীতি কোন সালে অনুমাোদিত হয়?

উঃ- ১৯৮৬ সালে।

Question 58

গণসংযাোগ মাধ্যম এর উদাহরণ দাও।

উঃ- আকাশবাণী। দূরদর্শন। চলচ্চিত্র। সংবাদ পত্র ও সাময়িক পত্র।

Question 59

ভারতের কোন নেতা "পঞ্চশীল" নীতিগুলির উদ্যোক্তা ছিলেন?

উঃ- জওহরলাল নেহেরু।

Question 60 .

"SAIL' -এর পুরাো নাম কি?

উঃ- STEEL AUTHORITY OF INDIA LIMITED- স্টীল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড।

 

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

shi 1, nsou assingment, nsou pg admission 2021, nsou bdp admission 2021, nsou pg form fill up 2021, shi 1 short notes, netaji subhas open university,

nsou bdp result 2021,

nsou pg result 2021,

nsou pg assingment 2021,

nsou bdp assingment 2021,

nsou exam 2021,

nsou reduced syllabus,

assingment,

netaji subhas open university study center,

netaji subhas open university . m.a courses,

netaji subhas open university study center,

netaji subhas open university courses list,

netaji subhas open university admission 2021,

netaji subhas open university in kolkata,

netaji subhas open university courses & fees,

excellence academy,

bdp 1st year,

syllabus, notes,

bdp 1 st year,

bdp 2 nd year,

bdp 3rd year,

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Thanks you for contacting EXCELLENCE ACADEMY

Please let us know how we can help you

 

Subscribe my You Tube channel :-

https://youtube.com/channel/UCeqI19916_20Ic39jK0wi1A

join my facebook group :-

https://www.facebook.com/groups/485319229356130/?ref=share

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 

No comments:

Post a Comment

how can we help you