Monday, June 28, 2021

EBG 5 (2ND YEAR) HONOURS PAPER QUESTION BANK ANSWER

 

EXCELLENCE ACADEMY                        

                   YOUTUBE CHANNEL – EXCELLENCE ACADEMY

QUESTION BANK ANSWER

 EBG - 5

                                 PH.NO - 7478448780

BENGALI  (EBG - 5 ) 2ND  YEAR HONOURS PAPER ONLINE EXAM SUGGESTION + ASSINGMENT SUGGESTION 

 

1)মনের চোখ বাড়ানাো কমানাো' আসলে কী?

Ans: জ্ঞান-বিজ্ঞান আমরা যতই আয়ত্ত করতে পারি ততই একটা একটা করে মনের চোখ ফুটতে থাকে।

2)গীতিকাব্যের 'আদিম উদ্দেশ্য' কী ?

Ans: গীত হয়াই হলো গীতিকাব্যের আদিম উদ্দেশ্য

3)অনেকের দেহে 'বিবিধ সাম্বিক ভাবের আবির্ভাব ঘটে থাকে। কখন ?

Ans: প্রকৃতির রাজ্যে যেসকল আইনের-বিধান বর্তমান তার একটা কেউ ফাঁকি দেওয়ার যো নেই ব্যভিচার নেই কাজেই প্রাকৃতিক নিয়মের জয়গান করতে গিয়ে অনেকে পুলকিত হন। ভাবা দেশে গদগদ হয়ে থাকেন।

4)সমাজে 'শক্তির আধার' হল কী?

Ans: সাধারণ প্রজা।

5)ভারতবর্ষে 'নবযুগ' শুরু হয়েছিল ইংরেজদের প্রতি কী নিয়ে?

Ans: প্রাপ্য যাত্রীরা ইউরোপ এবং ইংল্যান্ডের সংস্পর্শে এসে নব্য যুগের দিকে যাত্রা করে নিশংস অত্যাচারের ও বর্বরতার বিরুদ্ধে স্বাধীনতার ও মানব যুক্তির ভাবনা নিয়ে।

6)রবীন্দ্রনাথের 'বাজে কথা' প্রবন্ধের মূল বিষয়বস্তু কী?

Ans: যেমন বাজে কথার মধ্য দিয়ে একটি মানুষের মনের যথাযথ পরিচয় পাওয়া যায় তেমনি বাজে খরচের মধ্যে ও মানুষ চেনা যায় তেমন সাহিত্যের অঙ্গনে থেকেও বাজে রচনা বেজে তার মূল্য নির্ধারণ করা যায়।

7)বঙ্কিমচন্দ্রের মতে, রাজা ' ভিন্নজাতীয়' হলেই রাজ্য কী হয়?

Ans: পরতন্ত প্রজা পরজাতি  পিরিত হয় জাতি পীড়া হন্নে।

৪)সুশিক্ষিত' লাোকমাত্রই কী?

Ans: স্বশিক্ষিত।

9)ব্রাহ্মণেরাই প্রাচীন ভারতের ইংরেজ ছিলেন' --- মন্তব্যটি কার ?

Ans:মন্তব্যটি তারা প্রসাদ চট্টোপাধ্যায় বেঙ্গল ম্যাগাজিনে লিখেছিলেন।

10)কাচ না থাকিলে, সংসার এতদিনে পুড়িয়া যাইত।' এখানে 'কাচ' অর্থে প্রাবন্ধিক কি বুঝিয়েছেন?

Ans: কাচ অর্থে বুঝিয়েছেন কাম্য বস্তু লাভের পথে প্রতিবন্ধকতা।

11)যেন কোন মাতালের আব্রু গেল ঘুচে ।'--- 'মাতাল' এখানে কীসের সঙ্গে উপমিত হয়েছে?

Ans: আমেরিকা যুক্তরাষ্ট্রের নিগ্রো জাতি যারা সামাজিক অসম্মানে লহিত পথ যুদ্ধ এসে যাওয়ার অবসাৎ পাশ্চাত্য ইতিহাসের একটা পর্দা তুলে ছিল।

12)____মানুষের একপ্রকার স্বভাবজাত ।' শূন্যস্থান পূরণ করুন।

Ans: গীত।

13)উত্তরাখণ্ডের কায়স্থরা কী?

Ans: ক্ষত্রিয় বলেই স্বীকৃত হন।

14)দৃষ্টান্তস্থলে অ্যান্ড্রুজের নাম করতে পারি ।'--- কীসের দৃষ্টান্তরূপে প্রাবন্ধিক অ্যান্ড্রুজের নাম করেছেন ?

Ans: মানুষে মানুষে যে সম্বন্ধ সবচেয়ে মূল্যবান ও যাকে যথার্থ সভ্যতা বলা যায় তার কৃপণতা ভারতীয়দের উন্নতির পথ অবরুদ্ধ করে অ্যান্তুযের মধ্যে প্রাবান্ধিকের যথার্থ ইংরেজিকে যথার্থ খ্রিস্টানকে যথার্থ মানবকে বন্ধুভাবে অত্যন্ত নিকটে দেখার সৌভাগ্য হয়েছিল।

15)কিন্তু সকলেই পতঙ্গের ডানা লইযা জন্মায় নাই ।'--- প্রাবন্ধিক এখানে 'পতঙ্গের ডানা'কে উপমিত করেছেন কার সঙ্গে?

Ans: তত্ত্ব জিজ্ঞাসার সঙ্গে।

16)শিল্প বা আর্টের প্রধান লক্ষ্য কী?

Ans: পাঠকের মনোরঞ্জন করা।

17)যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে, যন্ত্রণা এড়াবার ক্ষমতা তার ততই বেশী হয় ।'--

-বার্ট্রান্ড রাসেলের এই উক্তিকে প্রাবন্ধিক কোন্ প্রসঙ্গে উদ্ধৃত করেছেন ?

Ans: বই পড়া ও তার জন্য বই কেনার প্রবৃত্তি প্রয়োজন মনোভূবন নির্সান করার এক বই উপায় পড়া ও দেশ ভ্রমণ করা।দেশভ্রমণ যেহেতু আর্থিক কারণে বা শারীরিক কারণে সম্ভব নয় তাই বই পড়া।

18). ... কারু সর্বনাশ, কারু পৌষমাস ।'--- এখানে 'সর্বনাশ' ও 'পৌষমাস' অর্থে যথাক্রমে কী কী অর্থে ব্যবহৃত?

Ans: একজনের পিঠ ফুরে ঘোরানো হচ্ছে হাজার জন মজা দেখছেন।

19)আমাদের একমাত্র শিক্ষক' হল।

Ans: ভ্রম সব কাজে ভ্রমণ প্রসাদ আমাদের একমাত্র মস্তিষ্ক যে ভ্রমে পতিত হয় খাতপথ তারই প্রাপ্য।

20) ... আজ বুঝি নরবলি হবেন ।'--- কার কথা বলা হয়েছে ?

Ans: চরক গল্পে উল্লিখিত 'বাবুর' কথা বলা হয়েছে।

21)চিৎপুরের বড় রাস্তায় মেঘ কল্লে সাদা হয়।' কারণ কী ?

Ans: ধুলোর কারণে তার মধ্যে চাকের সাজন বেরিয়েছে।

22)ঐ মহামানব আসে'।

প্রাবন্ধিক 'মহামানব' বলতে কি বুঝিয়েছেন?

Ans: মহামানব কোন ব্যক্তি বিশেষ নয় তিনি যেন একটি নৈব্যক্তিকের কনসেপ্ট। তিনি এক শক্তি রূপে আবির্ভূত।

23)মানুষ' জোড়ে 'স্থান', 'চিত্ত' জোড়ে

Ans: মন।

24)বইযের 'প্রকৃতসম্মান' করতে কে জানে?

Ans: ফ্রান্স।

25)কালান্তর' ও 'সভ্যতার সংকট' প্রবন্ধ দুটির মধ্যে প্রকৃতপক্ষে কোন্ ব্যবধানটি সুস্পষ্ট ?

Ans: ভাবগত ব্যবধান।

26)যা কিছু চচক্ করে তাই সাোনা নয় ।'--- কোন্ প্রাবন্ধিকের মন্তব্য এটি ?

Ans: অন্নদাশঙ্কর রায়।

27)নিয়মের পেষণে' কোন্ অবশ্যম্ভাবী ঘটনা ঘটে থাকে ?

Ans: নিয়মের পেছনে সর্বনাশ উপস্থিত চিন্তাশীল তার লোপের সঙ্গে সঙ্গে তমোগতনের প্রাদুর্ভাব জড়োহের আগমন।

28)লীলাম্য রায়' কার ছদ্মনাম ?

Ans: অন্নদাশঙ্কর রায়।

29)তাহা ধর্মের কথা নহে, পুরাণ নহে, ইতিহাস নহে ।'--- 'তাহা' এখানে কী?

Ans: সাহিত্যের যথার্থ বাজে রচনাগুলি কোন বিশেষ কথা বলার স্পর্ধা রাখে না সংস্কৃত সাহিত্য মেঘদুত তার দৃষ্টান্ত।

30)শূদ্রজাতিমাত্রেই 'নৈসর্গিক নিয়মে পরাধীন' কেন ?

Ans: কারণ তাহাদের বিদ্যা নেই তারা আছে শূদ্র সাধারণ স্বজাতিদ্বেশ সংখ্যায় বহু হলে কি হয়? যে একতা বলে দশজনে লক্ষ্য জনের শক্তি সংগ্রহ করে সে একতা শুভ্রে এখনো বহুদূর শুভ্র জাতি এই জন্য নেশাগিক নিয়মে পরাধীন।

31)তাহার অচিরেই নেতৃসম্প্রদায়ের গণনা হইতে বিদূরিত হয়।' - 'তাদের' বলতে কাদের বাোঝানাো হয়েছে?

.Ans: প্রজা পুঞ্জ

32)আমার বেদনাটা সেইখানে।' -- 'বেদনা'টি কী ছিল?

Ans: বাঙালির জ্ঞান তৃষ্ণা প্রবল, কিন্তু বই কেনার বেলা সে অবলা।

 33)হঠাৎ দেখলে বাোধ হয় যেন পুতুলনাচের নকীব।' -- কার উদ্দেশ্যে এই উক্তি?

Ans: পাদরী সাহেব।

34)যেখানে উভয়ই সমান, সেখানে "ন যষৌ ন তন্থেী"।' -- "উভয়' বলতে কী বাোঝানাো হয়েছে ?

Ans: মধ্যাকর্ষণ ও চাপ।

35)বক্তব্যের অতিরেক তিনি এক রেখা যান নাই।' -- কার প্রসঙ্গে প্রাবন্ধিকের এই উক্তি?

Ans: শেক্সপিয়ারের প্রসঙ্গে/অথেলো হলো শেক্সপীয়ার রচিত একটি ট্রাজেডি নাটক।

36)স্বরচাতুর্য্য' ও 'শব্দচাতুর্য্য' কোন্ সাহিত্য-সংরূপের আবশ্যক বৈশিষ্ট্য ?

Ans: গীতি কাব্যের

 37)এতে বিলক্ষণ গুড় আছে ..' -- কীসে 'বিলক্ষণ গুড়' আছে বলে প্রাবন্ধিক মনে করেছেন?

Ans: দালালীর কাজে

 38)ঋতপথ তাহারই প্রাপ্য।' -- 'তাহারই বলতে প্রাবন্ধিক কাকে বুঝিয়েছেন?

Ans: যে ভ্রমে পতিত হয়।

39)নিয়মের পেষণে যে সর্বনাশ উপস্থিত, কে বুঝে?' -- এটি কার মন্তব্য?

Ans: স্বামী বিবেকানন্দের।

 40)প্রাচীন ভারতে কারা 'প্রকৃতরূপে রাজপুরুষপদে বাচ্য' ছিলেন?

Ans: ব্রাম্ভনরা

 41)বিশ্বতত্ত্ব সম্বন্ধে যেমন, তেমনি চরিত্ৰনীতি সম্বন্ধেও। -- 'চরিত্ৰনীতি' বলতে প্রাবন্ধিক কী বুঝিয়েছেন?

Ans: নতুন শাসনে যে আইন এল তার মধ্যে একটি বাণী আছে সেটি হল, ব্যক্তিভেদে অপরাধের ভেদ ঘটে না।  ব্রাম্ভনই শূদ্রকে বধ করুক বা শূদ্র ব্রাম্ভনকে, অপরাধের পঙতি  একই। তার  শাসনও সমান।

 42)ইহার কোনাো উদ্দেশ্য নাই বলিয়াই এ কাব্যখানি এমন স্বচ্ছ এমন উজ্জ্বল। -- কোন্ কাব্যের কথা বলা হয়েছে?

Ans: সংস্কৃত সাহিত্যে মেঘদুত

43)বাজে কথা বলতে প্রাবন্ধিক আসলে কী বাোঝাতে চেয়েছেন?

Ans: বাজে কথার দ্বারা মানুষের মনের বা চিন্তাশক্তির যথার্থ পরিচয় পাওয়া যায়।

44)সেগুলির ভাণ্ডারও আজ নিঃশেষিত। -- কোন ভাষা-ভাণ্ডারের কথা বলা হয়েছে?

Ans: সংস্কৃত আরবি ফারসি।

45)... তা চিরপ্রবহমান ও প্রাণময়, তা সাম্প্রদায়িকতা মুক্ত। -- কোন প্রসঙ্গে প্রাবন্ধিকের এই উক্তি?

Ans: লোক সাহিত্যে ভাষার ভান্ডার।

 46)গুণদোষরাশি ভেদ করিয়া সকল ভবিষ্যৎ মঙ্গলের প্রবল লিঙ্গ দেখা যাইতেছে --- এখানে লিঙ্গ শব্দের অর্থ কী?

ans:

47)প্রাবন্ধিকের মতে, মানবসত্তার ত্রিবিধগুণের মধ্যে, চিন্তাশীলতা লাোপের সঙ্গে সঙ্গে কোন্ গুণের প্রাদুর্ভাব ঘটে থাকে?

Ans:সংকুচিত মানুষ।

48)সভ্য যুরাোপ চিনের মতাো এত বড়াো দেশকে জোর করে যে বিষ গিলিয়েছে I -- কোন বিষ-এর কথা বলা হয়েছে?

Ans: কামানের গোলা ও আফিমের পিণ্ড।

 49)সে তার শক্তিরূপ আমাদের দেখিয়েছে, মুক্তিরূপ দেখাতে পারেনি।' -- 'সে' বলতে প্রাবন্ধিক কী বুঝিয়েছেন?

Ans: বিধি এবং ব্যবস্থাকে।

50)সেই ভয়াবহ দিন মানুষের ইতিহাসে বিলম্বিত হউক।' -- কোন ভয়াবহ দিন'-এর কথা বলা হয়েছে?

Ans:

51)বীরবল' কোন্ সাহিত্যিকের ছদ্মনাম?

Ans: প্রমথ চৌধুরী

52)কাব্যের 'আর্ট' বা '

শিল্প' বলতে প্রাবন্ধিক কী বুঝিয়েছেন?

Ans: শিল্প বা আর্ট কাব্যকে করে তোলে অ্যারিস্টোক্রাটিক।

 53)প্রাবন্ধিকের মতে, মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কী?

Ans: বই পড়া।

54)ভারতে প্রচলিত শিক্ষাব্যবস্থা কোন্ কারণে ব্যর্থ হয়েছে বলে প্রাবন্ধিক মনে করেছেন?

Ans: ইংরেজদের

 55)সাংস্কৃতিক আদানপ্রদানের প্রকৃত অর্থ কী?

Ans: অপর এবং বাইরের দেশের সঙ্গে সাংস্কৃতিক বিনিময়, দেওয়া নেওয়া।

 56)নিম্নলিখিত কোনটিকে প্রাবন্ধিক 'অনন্ত যৌবনা' বলে উল্লেখ করেছেন?

Ans: বইখানা কে (ওমর খৈয়াম)

57)যাহা অকারণ, যাহা অনাবশ্যক, তাহার প্রতি ইহাদের কোনাো লাোভ নাই।' -- ইহাদের' বলতে কাদের বাোঝানাো হয়েছে?

Ans: একদল বুদ্ধিমান ও বিবেচক মানুষ।

58)প্রাচীন ভারতে রাজকার্য পরিচালনার ভার কার ওপর ন্যস্ত ছিল?

Ans: ব্রাহ্মণদের ওপর।

59)আজ পর্যন্ত তার বিজয়শঙ্খ আমার মনে মন্দ্রিত হয়েছে।' -- "তার' বলতে প্রাবন্ধিক কী নির্দেশ করেছেন?

Ans: কবি নিজেই।

 60)প্রাবন্ধিকের মতে, 'প্রকৃত শিক্ষাগুরুর করণীয় কী?

Ans: যিনি যথার্থ গুরু তিনি শিষ্যের আত্মাকে উদবোধিত করেন এবং তাঁর অন্তর্নিহিত সকল প্রছন্ন শক্তিকে মুক্ত ও ব্যক্ত করে তোলেন।

 

SHORT NOTES

 

1) বই পড়া প্রবন্ধের বই পড়ার উপযাোগী তা বাোঝাতে গিয়ে প্রাবন্ধিক কি সাহিত্যের প্রসঙ্গ এনেছে?

Ans: ক্লাসিক সাহিত্যের প্রসঙ্গ

2) ভারতীয় ও পাশ্চাত্য আলংকারিক এরা কাব্যকে যে তিনটি ভাগে বিভক্ত করেছেন সে গুলি কি কি?

Ans: ১) দৃশ্যকাব্য অর্থাৎ নাটক

২) আখ্যানকাব্য অর্থাৎ গল্প মূলক রচনা

৩) খণ্ডকাব্য এবং মহাকাব্য

3) প্রগ্রম চৌধুরীর প্রবন্ধ নাম লেখ??

Ans: বীরবলের হালখাতা, আমাদের শিক্ষা, নানা কথা, রায়তের কথা, নানা চর্চা

4) প্রাবন্ধিক অন্নদাশঙ্কর রায় সংস্কৃতির রূপান্তর এর প্রসঙ্গে কটি প্রসঙ্গের উপর গুরুত্ব দিয়েছেন?

Ans: 416

5) চড়ক রচনা আর সূচনায় কোন সময়ের কলকাতার কথা বলা হয়েছে??

Ans: উনিশ শতকের দ্বিতীয়ার্ধে কলকাতা শহরের সমাজ জীবনের কথা বলা হয়েছে।

6) হুতাোম পাঁচার নকশা বইটির প্রথম ভাগ কবে প্রকাশিত হয়?

Ans: ১৮৬২ সালে

7) কালান্তর প্রবন্ধ রবীন্দ্রনাথ কি মনাোভাবের কথা বলেছেন??

Ans: প্রথম মহাযুদ্ধ পূর্ববর্তী ও পরবর্তী ইউরাোপীয় মনাোভাব

8) কপালকুণ্ডলাকে কি ধরনের উপন্যাস বলা হয়।

Ans: রাোম্যান্টিক।

9) বর্তমান ভারত কোন সালে প্রকাশিত হয়?

Ans: ১৯০৫

10) সংস্কৃতির বিবর্তন কত সালে প্রবন্ধ পুস্তক এর অন্তর্গত হয়?

Ans: ১৯৮৪ সালে।

11) প্রাবন্ধিক অন্নদাশঙ্কর রায় তার আমাদের সংস্কৃতি বিবর্তন প্রবন্ধে ভারতবর্ষের জীবনে কি সম্পর্কে মন্তব্য করেছেন??

Ans: রেনেসাঁস সম্পর্কিত মন্তব্য করেছেন

12) অন্নদাশঙ্কর সাহিত্যিক ছদ্মনাম??

Ans:লীলাময় রায়

13) ভারতীয় আলংকারিকে রাগ কাকে কাব বলে মনে করতেন?

Ans: সাহিত্যকেই

14) অন্নদাশঙ্করের প্রথম কোন রচনা ভারতী পত্রিকায় ত্রস্থ হয়?

Ans:পারিবারিক নারী সমস্যা

15) বিবেকানন্দ রচিত কয়েকটি প্রবন্ধের নাম লেখ?

Ans: প্রাচ্য ও পাশ্চাত্য, বর্তমান ভারত, পরিব্রাজক, ভাববার কথা

16) বররুচি কে ছিলেন?

Ans: বিক্রমাদিত্যের নবরত্নের একজন ছিলেন বররুচি।

17) Paradise Lost কার লেখা?

Ans: John Milton

18) পতঙ্গ প্রবন্ধটি কোথা থেকে নেওয়া হয়েছে??

Ans:বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা "কমলাকান্তের দপ্তর" গ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

19)বাজে কথা প্রবন্ধ টি কার লেখা?

Ans:রবীন্দ্রনাথ ঠাকুর

20) বিবেকানন্দ কি নিয়ে আলাোচনা করতেন?

Ans: ধর্মতত্ত্ব

 

 

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ebg 5, nsou assingment, nsou pg admission 2021, nsou bdp admission 2021, nsou pg form fill up 2021, ebg 5 short notes, netaji subhas open university,

nsou bdp result 2021,

nsou pg result 2021,

nsou pg assingment 2021,

nsou bdp assingment 2021,

nsou exam 2021,

nsou reduced syllabus,

assingment,

netaji subhas open university study center,

netaji subhas open university . m.a courses,

netaji subhas open university study center,

netaji subhas open university courses list,

netaji subhas open university admission 2021,

netaji subhas open university in kolkata,

netaji subhas open university courses & fees,

excellence academy,

bdp 1st year,

syllabus, notes,

bdp 1 st year,

bdp 2 nd year,

bdp 3rd year,

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Thanks you for contacting EXCELLENCE ACADEMY

Please let us know how we can help you

 

Subscribe my You Tube channel :-

https://youtube.com/channel/UCeqI19916_20Ic39jK0wi1A

join my facebook group :-

https://www.facebook.com/groups/485319229356130/?ref=share

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment

how can we help you