Monday, June 28, 2021

EBG 3 (2ND YEAR) HONOURS PAPER QUESTION BANK ANSWER

 

EXCELLENCE ACADEMY                        

                   YOUTUBE CHANNEL – EXCELLENCE ACADEMY

QUESTION BANK ANSWER

 EBG - 3

                                 PH.NO - 7478448780

 (EBG -3 ) 2ND YEAR HONOURS PAPER ONLINE EXAM SUGGESTION + ASSINGMENT SUGGESTION 

 

QUESTION BANK ANSWER

1)চর্যাগীতির পুঁথি কে আবিষ্কার করেন?

Ans: হরপ্রসাদ শাস্ত্রী।

2)চর্যাগীতির পদগুলি সম্পাদিত হযে কবে প্রথম প্রকাশিত হয়?

Ans: 1916 খ্রিস্টাব্দ।

3)আবিষ্কৃত চর্যাপদের মূল পুঁথিটিতে চর্যাপদের সংখ্যা কত?

Ans: 46   1/2 টি।

4)"সাঙ্কমত চড়িলে দাহিণ বাম মা হাোহী"---কোন পদকর্তার রচনা?

Ans: চাটিল পাদ।

5)শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যটি প্রথম কোন প্রকাশনা থেকে প্রকাশিত হয়?

Ans: বাষ্পীয় সাহিত্য পরিষদ।

6)"মাথা মুণ্ডিয়া যাোগিনী হাোআঁ বেড়াযিবোঁ নানা দেশে" ---পঙক্তিটি কত সংখ্যক পদের অংশ?

Ans: 5 নং পদ।

7)"রূপ লাগে আঁখি ঝুরে গুণে মন ভাোর" ---কোন পর্যাযের পদ?

Ans: পূর্বরাগ অনুরাগ পর্যায়ের।

8)"এ সখি হামারি দুখের নাহি ওর" --- কোন পর্যাযের পদ?

Ans: মাথুর পর্যায়ের।

9)চণ্ডীদাস কেমন কবি?

Ans: প্রেমের কবি, মধ্যযুগীয় বাঙালির প্রাণের কবি, বিরহের কবি।

10)কাকে অভিনব জয়দেব নামে চিহ্নিত করা যায়?

Ans: বিদ্যাপতিকে।

11)"অভিনব হেম কল্পতরু সরু / সুরধুনী তীরে উজরাো" - -কার মম্পর্কে বলা হয়েছে?

===

Ans: গৌরাঙ্গদেব।

12)বৈষ্ণব সাহিত্যে কয়টি রস স্বীকৃত?

Ans: পঞ্চরস (শাক্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর)

13)কৃত্তিবাস অনূদিত রামায়ণের নাম কি?

Ans: শ্রীরাম পাঁচালী।

14)রাবণ কাকে সাোনার হরিণের রূপধারণ করে সীতার কাছে পাঠিয়েছেন?

Ans: মরীচকে।

15)গৌরাঙ্গের শৈশব ক্রীড়াবৰ্ণন আছে চৈতন্যভাগবতের আদি খণ্ডের কোন অধ্যাযে?

Ans: চতুর্থ অধ্যায়ঃ।

16)"কাব্য হল গম্ভীর অনুভূতির স্বতঃস্ফূর্ত উজ্জ্বলন" --একথা কে বলেছেন?

Ans: কবি ওয়ার্ডস ওয়ার্থ।

17)সনেট কী ধরনের কবিতা?

Ans: লিরিক কবিতা।

18)স্বর্গের থেকে মর্ত্যের দিকে দৃষ্টি ফেরানাোর কথা বলেছেন কোন দার্শনিক?

Ans: কোঁত (conte)

19. মেঘনাদবধ কাব্যের ষষ্ঠ সর্গের নাম 'বধঃ" কে কাকে বধ করেছে?

Ans: লক্ষ্মণ মেঘনাদ কে বধ করেছিল।

20. সোনার তরী' কাব্যের প্রকাশকাল কত?

Ans: 1300. বঙ্গাব্দ (1894 খ্রিস্টাব্দ।)

21. শতাব্দীর সূর্য আজি' কবিতাটি কোন গ্রন্থে সংকলিত?

Ans: নৈবেদ্য।

22. "তাোমার কাছে আরাম চেযে পেলেম শুধু লজ্জা" -- কোন কবিতার উদ্ধৃতি?

Ans: শঙ্খ।

23. সাম্রাজ্যবাদী শক্তি হিংস্রতা ও অমানবিকতার ছবি প্রতিফলিত হযেছে কোন কবিতায়?

Ans: শতাব্দীর সূর্য আজি।

24. "পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তাোমাকেই" -- কোন কবিতার অংশ?

Ans: নজরুল ইসলামের 'নারী'

25. কোন কবির কবিতায় তীব্র যৌবন কামনার ভাব প্রকাশিত হয়েছে?

Ans: মোহিতলাল মজুমদার।

26. কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?

Ans: সপ্তাহিক বিজলীতে।

27. ধূমকেতু' পত্রিকায় কোন কবিতা প্রকাশের জন্য রাজদ্রোহিতার অভিযাোগ ওঠে?

Ans: ধুমকেতু ও ধুমকেতুর পথ কবিতা

28. জীবনানন্দ দাশের কাব্যরচনার পরিসর

Ans: প্রায় 35 বছর।

29. জীবনানন্দের কাব্যগ্রন্থের সংখ্যা কটি?

Ans: 11 টি।

30. "জীবনানন্দের কবিতার সুর একবার কানে লাগলে তাকে যে ভাোলা শক্ত" --একথা কে বলেছিলেন?

Ans: বুদ্ধদেব বসু।

 

31)হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা' গ্রন্থটি কে সম্পাদনা করেন?

Ans: চন্ডীদাস।

32)চর্যাগীতির পাঠ্য পদগুলির মধ্যে কাব্যে নিম্নোক্ত কোন পদটি পটমঞ্জরী রাগ-নির্ভর নয়?

Ans:

33)চর্যাগীতিতে মাোট কতজন পদকর্তার ভণিতা পাওয়া যায় ?

Ans:24 জন।

34)দুহিল দুধু কি বেল্টে সামায়' -- কোন্ পদকর্তার রচনা?

Ans:ঢ্যানঢোন পা।

35)শ্রীকৃষ্ণকীর্তন' পুঁথিটির আবিষ্কর্তা হলেন--

Ans: বসন্তরঞ্জন রায়।

36)রাধাবিরহে'র প্রথম পদটির ভণিতায় আছে --

Ans: আলী দেহ বনমালী বেরু চন্ডীদাস।

37)"একেঁ ঘুমঘুমায়ে পাোড়ে তাোর মন।/ পাোটলী চান্ধিআঁ রাখ নলী যৌবন।" -- কে কাকে বলেছে?

Ans: বড়াই রাধা কে বলেছে।

38)রাধাবিরহ তথা শ্রীকৃষ্ণকীর্তনের প্রাপ্ত শেষ পদটির বক্তা কে?

Ans: কৃষ্ণ।

39)অতিসার' পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা কাকে বলা হয় ?

Ans: গোবিন্দদাস।

40)গাোবিন্দদাসকে 'কবিরাজ' উপাধি দেন --

Ans: শ্রীজিত গোস্বামী।

41)রূপ গাোস্বামী পূর্বরাগের কয়টি 'দশা'র কথা বলেছেন?

Ans: দশটি দশার কথা বলেছেন।

42)"কত চতুরানন করি করি যাওত/ ন চুয়া আদি অবসানা" -- কোন পদকর্তার রচনা?

Ans: বিদ্যাপতির রচনা।

43)প্রার্থনা' পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা কাকে বলা হয় ?

Ans: বিদ্যাপতিকে।

44)"আমার বচন তুমি শুন লঙ্কেশ্বর / সীতা-লাোভ ছাড়িয়া চলিয়া যাহ কর ।।" -- কার উক্তি?

Ans: মারীচ।

45)"পদ্মালয়া পদ্মমুখী সীতারে পাইয়া।/ রাখিলেন বুঝি পদ্মবনে লুকাইয়া ।।" -- এখানে 'পদ্মালয়া' বলতে কাকে বাোঝানাো হয়েছে?

Ans: লক্ষী।

46)অত্রিমুনি রামকে তাঁর আশ্রম ছেড়ে কোথায় যাওয়ার উপদেশ দিলেন?

Ans: দন্ড কারণে।

47)বৃন্দাবন দাসের চৈতন্যভাগবতে'র আদিখণ্ডে গৌরাঙ্গের নবদ্বীপলালা কয়টি অধ্যায়ে বিন্যস্ত ?

Ans: 12 টি অধ্যায়।

48)বৃন্দাবন দাস প্রথমে তাঁর চৈতন্যজীবনীর নাম কী রাখেন?

Ans: চৈতন্য মঙ্গল।

49)শ্রীচৈতন্যের জন্মসাল হল --

Ans:1486 খ্রিস্টাব্দ।

50)"কাব্য হল জীবনের সমালাোচনা (Criticism of life)", একথা বলেছেন --

Ans: ম্যাথ আর্নোল্ড।

51)বাংলা কাব্যে আধুনিকতার সূচনা প্রথম লক্ষ করা যায় যাঁর কবিতায়, তিনি হলেন --

Ans: ঈশ্বর গুপ্ত।

52)মেঘনাদবধ কাব্যে' "নাহিকাজ সীতায় উদ্ধারি" -- কে কাকে বলেছেন?

Ans: রামচন্দ্র লক্ষণ কে বলেছেন।

53)রবীন্দ্রনাথের স্বনামে প্রকাশিত প্রথম কবিতা --

Ans: হিন্দুমেলার উপহার।

54)রবীন্দ্রনাথ-রচিত শেষ কবিতাটি হল --

Ans: তোমারি সৃষ্টির পথ রেখেছ আর্কিন করি।

55)"সেই হাোক তাোমার সভ্যতার শেষ পুণ্যবাণী" -- সেই পুন্যবাণী কী ?

Ans: ক্ষমা করো।

56 কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের প্রকাশকাল

Ans: 1922 October - English/ 1329 কার্তিক বাংলা সাল।

57)"পারি নাই বাছা মাোর, হে প্রিয় আমার / দুই বিন্দু দুগ্ধ দিতে!" -- কোন কবিতার অংশ?

Ans: দরিদ্র কবিতার অংশ।

58)নিম্নোক্ত কোন কাব্যগ্রন্থটি জীবনানন্দ দাসের লেখা নয়?

Ans: বনলতা সেন, বিড়াল বাদ দিয়ে অন্যটি হবে।

59)নিম্নোক্ত কোন রচনাটিকে 'গাথা পর্যায়ভুক্ত বলা যায় ?

Ans:

60)রবীন্দ্রজীবনী ও রবীন্দ্রসাহিত্য প্রবেশক' গ্রন্থের রচয়িতা কে?

Ans: প্রভাত কুমার মুখোপাধ্যায়।

 

SHORT NOTES

1.    ধর্মমঙ্গলের কয়েকজন কবির নাম লিখুন?

ANS:  রূপরাম চক্রবর্তী, রামদাস আদক, সীতারাম দাস, শ্যাম পন্ডিত

2. ধর্মমঙ্গলের নায়ক কে?

ANS:  লাউসেন।

3. ঘনরামের কাব্যের প্রকৃত নাম কি?

ANS:  শ্রীধর্ম সংগীত | অনাদি মঙ্গল বা মধুর ভারতী।

4.  ধর্মমঙ্গলের দুটি কাহিনীর নাম লিখুন?

ANS:  রাজা হরিশচন্দ্রের কাহিনী ও লাউসেনের কাহিনী।

5.  ঘনরামের কাব্যে কোন রাজার উল্লেখ আছে?

ANS:  ধর্মরাজ কীর্তিচন্দ্রের উল্লেখ আছে।

6. চর্যাগীতির তিব্বতী অনুবাদের টিকা কে আবিস্কার করেন।

Ans: কীর্তিচন্দ্র।

7. শূণ্যপুরান কাকে নিয়ে কে রচনা করেন?

ANS:  ধর্মঠাকুরকে নিয়ে রামাই পন্ডিত লিখেছেন।

8. বারমাস্যা কি?

ANS:  প্রাচীন বাংলা সাহিত্যের লৌকিক কাহিনীর বর্ণনায় নায়ক -

বারমাসের সুখ-দুঃখের বিবরণ প্রদানের রীতি দেখা যায়। একেই বলে বারমাস্যা।

9. চন্ডীমঙ্গলে কয়টি বারমাস্যা আছে?

ANS:  ফুল্লোরার বারমাস্যা,খুল্লনার বারমাস্যা, সুশীলার বারমাস্যা।

10. শিবায়ণের দুজন কবির নাম বলুন?

ANS:  শঙ্কর কবিচন্দ্র ও রামকৃষ্ণ রায়।

11. শিবমঙ্গল কাব্য কার লেখা?

ANS:  রামকৃষ্ণ রায়।

12. মৃগলুব্ধ একজন কবির নাম লিখুন?

ANS:  রতিদেব।

13. প্রশ্ন দীনেশচন্দ্র সেন রীতিদেবের মৃগলুব্ধ ধরনের রচনাকে কি বলেছেন?

ANS:  শৈবধর্মের ভগ্নধ্বজা।

14. চন্ডীমঙ্গলের আদি কবি কে ছিলেন?

ANS:  মানিক দত্ত।

15. উত্তরবঙ্গ ও চট্টগ্রামের সুপরিচিত কবি কে ছিলেন?

ANS:  দ্বিজমাধব বা মাধবাচার্য।

16. নিজের কাব্যকে সারদাচরিত কে বলেছেন?

ANS:  দ্বিজমাধব বা মাধবাচার্য।

17. চর্যাপদের সাধন তত্ত্ব কোনটি অবস্থিত চক্রের নাম কি।

Ans: ধর্মচক্র।

18. প্রশ্ন দ্বিজমাধবের চন্ডীমঙ্গল চট্টগ্রাম কি নামে পরিচিত?

ANS:  জাগরণ।

19.  মুকুন্দরাম চক্রবর্তীর কাব্য কি নামে পরিচিত?

ANS:  অভয়ামঙ্গল।

20.  তার চন্ডী মঙ্গলের কাহিনী কটি ?

ANS:  দুটি কালকেতু ও ফুল্লরার কাহিনী এবং ধনপতি – খুলনা কাহিনী।

 

 

 

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ebg 3, nsou assingment, nsou pg admission 2021, nsou bdp admission 2021, nsou pg form fill up 2021, ebg 3 short notes, netaji subhas open university,

nsou bdp result 2021,

nsou pg result 2021,

nsou pg assingment 2021,

nsou bdp assingment 2021,

nsou exam 2021,

nsou reduced syllabus,

assingment,

netaji subhas open university study center,

netaji subhas open university . m.a courses,

netaji subhas open university study center,

netaji subhas open university courses list,

netaji subhas open university admission 2021,

netaji subhas open university in kolkata,

netaji subhas open university courses & fees,

excellence academy,

bdp 1st year,

syllabus, notes,

bdp 1 st year,

bdp 2 nd year,

bdp 3rd year,

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Thanks you for contacting EXCELLENCE ACADEMY

Please let us know how we can help you

 

Subscribe my You Tube channel :-

https://youtube.com/channel/UCeqI19916_20Ic39jK0wi1A

join my facebook group :-

https://www.facebook.com/groups/485319229356130/?ref=share

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 

No comments:

Post a Comment

how can we help you