EXCELLENCE ACADEMY
YOUTUBE CHANNEL – EXCELLENCE ACADEMY
QUESTION BANK ANSWER
SHI 1
PH.NO - 7478448780
(SHI - 1 ) 2ND YEAR PASS PAPER ONLINE EXAM SUGGESTION + ASSINGMENT SUGGESTION
1.এলাহাবাদ প্রশস্তি ও এরান লেখ থেকে আমরা কোন শাসকের ইতিহাস সম্পর্কে জানতে পারি ?
Ans: এলাহাবাদ প্রশস্তি সমুদ্র গুপ্ত এবংএরান লেখক থেকে তোরমান।
2.‘অথর্ব বেদ' প্রাচীন ভারতীয় সমাজে কি ধরনের সংস্কৃতি প্রতিফলিত করে ?
Ans: ইন্দ্রো আর্য এবং হরপ্পা।
3 *কিতাব-উল-হিন্দ'-এ আল-বিরুনি কি আলাোচনা করেছেন ?
Ans: ভারতের আর্থসামাজিক , রাজনৈতিক এবং ধর্ম।
4.প্ৰাক-ঐতিহাসিক মেহেরগড় কে কোন সভ্যতার পূর্বসূরি বলা যায়?
Ans: সিন্ধু সভ্যতা।
5.কোন ঐতিহাসিক গবেষণা করে দেখিয়েছেন যে দূর পাল্লার বাণিজ্যের পতন, হরপ্পা সভ্যতার পতনের কারণ ছিল ?
Ans: বিবি(Bibby)
6.মেগাস্থিনিস তার 'ইন্ডিকা' তে কোন শাসকের শাসনব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলাোচনা করেছেন ?
Ans: চন্দ্রগুপ্ত মৌর্য।
7.কোন শিলালেথে অশাোক কলিঙ্গ যুদ্ধের পর তার মানসিক প্রতিক্রিয়া লিপিবদ্ধ করেছেন ?
Ans: ত্রয়োদশ শিলা লেখা।
8.কার রাজত্বে চতুর্থ বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল ?
Ans: কনিষ্ক।
9.গৌতমপুত্র সাতকর্ণি কোন প্রাচীন ভারতীয় রাজবংশের শ্রেষ্ঠ নৃপতি ছিলেন ?
Ans: সাতবাহন বংশ।
10.গান্ধার শিল্প রীতি তে সাধারণত কার মূর্তি নির্মিত হত ?
Ans: বুদ্ধ।
11.কোন রাজবংশ বিশাল নৌবাহিনি গড়ে তুলে, সিংহল, মালদ্বীপ, ও দক্ষিণ-পূর্ব এশিয়া তে, নিজের প্রতিপত্তি বিস্তার করেছিল?
Ans: চোল।
12.তৃতীয় শতকে বকাটক বংশ কে প্রতিষ্ঠা করেছিলেন ?
Ans: প্রথম প্রবরসেন।
13.কোন পল্লব রাজা সিংহল-এর রাজা মানববর্মা কে তার সিংহাসন অর্জন করতে সাহায্য করেছিলেন ?
Ans: প্রথম নরসিংহ বর্মন।
14.ভারতে, 650 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে, সামন্ততন্ত্রের উত্থানের তত্বকে কোন ঐতিহাসিক উপস্থাপিত করেছেন?
Ans: জ্ঞান চাঁদ চৌহান।
15.গঞ্জাম তাম্রশাসন থেকে আমরা বাংলার কোন রাজার ইতিহাস সম্পর্কে জানতে পারি ?
Ans: শশাঙ্ক।
16.দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা কে ছিলেন?
Ans: কুতুবউদ্দিন আইবক।
17.কোন শাসক বাজার দর নিয়ন্ত্রণ ও বাজার অর্থনীতি প্রবর্তন করেছিলেন?
Ans: আলাউদ্দিন খলজী।
18.কোন তুঘলক শাসক প্রতীকী তাম্র মুদ্রার প্রচলন করেছিলেন ?
Ans: মুহাম্মদ বিন তুঘলক।
19.ইকতা প্রথা কে চালু করেন ?
Ans: ইলতুৎমিস।
20.সুলতানি আমলে 'চরাই 'ও 'ঘরাই' কি ছিল ?
Ans: অতিরিক্ত কর।
21.বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
Ans: হরিহর ও বুক্ক।
22.বিজয়নগর সাম্রাজ্যে কোন দুইটি বিদেশী পর্যটক পরিভ্রমণে এসেছিলেন ?
Ans: নিকোলাই কোন্টি, আব্দুর রাজ্জাক
23.চৈতন্য মহাপ্রভু কার রাজ্যত্বকালে তার বৈষ্ণবধর্ম প্রচার করেছিলেন?
Ans: আলাউদ্দিন হোসেন শাহ।
24.রানা সঙ্গ এবং বাবরের মধ্যে খালুয়ার যুদ্ধ কবে ঘটেছিল ?
Ans: 1527 খ্রিস্টাব্দে।
25.আকবরের মন্ত্রী টডরমাল কোন ভূমি রাজস্ব ব্যাবস্থা চালু করেছিলেন ?
Ans: জাবতি।
26. জাট 'ও 'সওয়ার' সংখ্যার ওপর নির্ভর করে মনসবদাররা কতগুলি শ্রেণীতে বিভক্ত ছিলেন ?
Ans: তিনটি।
27. জেমস টড, মেবারের কোন রাজার বীরত্বের তুলনা গ্রীক ইতিহাসে খরমপাইলীর যুদ্ধের নায়কের সঙ্গে করেছেন ?
Ans: মহারানা প্রতাপ।
28. জাহাঙ্গীর কোন শিখ গুরু কে বারাো বছর গাোয়ালিয়র দুর্গে বন্দী করে রেখেছিলেন ?
Ans: গুরু হরগোবিন্দ।
29. শিবাজী মুঘলদের বিরুদ্ধে কোন সামরিক নীতি গ্রহণ করে সাফল্য লাভ করেছিলেন ?
Ans: চৌথ ও সরদেশমুখী।
30.কোন ধরনের চিত্রগুলি মুঘল চিত্র শৈলীতে বিশেষ স্থান অধিকার করে আছে ?
Ans: পার্সি চিত্রলিপি।
SHI - I
1) আর্যদের চতুরাশ্রম এর শেষ আশ্রম কোনটি?
Ans: সন্ন্যাস আশ্রম।
2) শেষ জৈন তীর্থঙ্কর এর নাম কি?
Ans: মহাবীর।
3) বুদ্ধের গৃহত্যাগ কে কি বলে?
Ans: মহাভিনিষ্ক্রমণ।
4) কে সর্বপ্রথম অশাোকের শিলালিপির পাঠোদ্ধার করেন?
Ans: জেমস প্রিন্সেপ।
5) কার উপাধি ছিল দ্বিতীয় পরশুরাম।
Ans: মহাপদ্মনন্দ।
6) শকাব্দ কোন বছর থেকে প্রচলিত হয়।
Ans: 78 খ্রিস্টাব্দ থেকে।
7)কোন সাম্রাজ্যকে দ্বিতীয় মগধ সাম্রাজ্য বলা হয়?
Ans: গুপ্ত সাম্রাজ্য কে
8)রামচরিত গ্রন্থের রচয়িতা কে?
সন্ধ্যাকর নন্দী
9) রাজতরঙ্গিনী’ কে রচনা করেন?
Ans: কলহন।
10).প্রাচীন যুগের দুজন রা মান লেখকের নাম লেখা।
Ans: প্লুটার্ক ও প্লিনি।
11) ভারতের প্রাচীনতম গ্রন্থটি কোনটি?
Ans: ঋগবেদ।
12) জৈন ধর্মের মূল ভিত্তি কি?
Ans: পঞ্চ মহাব্রত
13) চতুরযাম কে প্রবর্তন করেন?
Ans: পার্শ্বনাথ।
14) পঞ্চমহাব্রত কে প্রবর্তন করেন।
Ans: মহাবীর
15) শকাব্দ কে প্রচলন করেন?
Ans: কনিষ্ক।
16) বেদের কয়টি ভাগ আছে?
Ans: 4 টি।
17)সকারি উপাধি কে গ্রহণ করেছিলেন?
Ans: দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
18. ইন্ডিকা’ কে রচনা করেন?
Ans: মেগাস্থিনিস।
19) ভারতে প্রচলিত প্রথম ধাতু কোনটি?
Ans: তামা
20) বেদের শেষ অংশের নাম কি?
Ans: উপনিষদ।
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
shi 1, nsou assingment, nsou pg admission 2021, nsou bdp admission 2021, nsou pg form fill up 2021, shi 1 short notes, netaji subhas open university,
nsou bdp result 2021,
nsou pg result 2021,
nsou pg assingment 2021,
nsou bdp assingment 2021,
nsou exam 2021,
nsou reduced syllabus,
assingment,
netaji subhas open university study center,
netaji subhas open university . m.a courses,
netaji subhas open university study center,
netaji subhas open university courses list,
netaji subhas open university admission 2021,
netaji subhas open university in kolkata,
netaji subhas open university courses & fees,
excellence academy,
bdp 1st year,
syllabus, notes,
bdp 1 st year,
bdp 2 nd year,
bdp 3rd year,
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Thanks you for contacting EXCELLENCE ACADEMY
Please let us know how we can help you
Subscribe my You Tube channel :-
https://youtube.com/channel/UCeqI19916_20Ic39jK0wi1A
join my facebook group :-
https://www.facebook.com/groups/485319229356130/?ref=share
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
No comments:
Post a Comment
how can we help you