EXCELLENCE ACADEMY
YOUTUBE CHANNEL – EXCELLENCE ACADEMY
QUESTION BANK ANSWER
EBG - 1
PH.NO - 7478448780
BENGALI (EBG - 1 ) 1ST YEAR HONOURS PAPER ONLINE EXAM SUGGESTION + ASSINGMENT SUGGESTION
1)রমেশচন্দ্র মজুমদারের মতে প্রাচীন বঙ্গদেশ কী কী অংশে বিভক্ত ছিল?
Ans: উত্তরবঙ্গ - পুন্ড ও বরেন্দ্র।
পশ্চিমবঙ্গ - রাঢ় ও তাম্রলিপ্ত
দক্ষিণবঙ্গ - সমতত।
2)প্রাচীন ভারতীয় আর্যভাষার বিস্তার কোন সময়?
Ans: 1500 খ্রিস্টপূর্ব থেকে 600 খ্রিস্টাব্দ।
3)'আর্য' নামে অভিহিত করা হয় কাদের?
Ans: ইন্দো-ইউরোপীয় মানুষদের আর্য বলা হয়।
4)বাংলা ভাষার জন্ম হয়েছিল কোথা থেকে?
Ans: মাগধী অপভ্রংশ থেকে।
5)'সদুক্তিকর্ণামৃত' কার প্রণীত এবং কতজন কবির শ্লোক সেখানে সংকলিত হয়েছিল?
Ans: শ্রীধর দাস485 জন কবির শ্লোক।
6)'প্রাকৃত পৈঙ্গল' কী বিষয়ক গ্রন্থ?
Ans: বীর রসাত্মক প্রেম বিষয়ক জড়া গ্রন্থ।
7)'ছই দুই যাই সাো ব্রাহ্মণ নাড়িয়া' পঙক্তিটি কোথায় আছে?
Ans: চর্যাপদ এ 10 নম্বর পদে।
8)বাংলায় হুসেন শাহের রাজত্বকাল কোন সময়?
Ans: 1994-1519 খ্রিস্টাব্দ।
9)শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে সর্বমাোট ক'টি খণ্ড রয়েছে?
Ans: 13 টি খন্ড আছে।
10)প্রিয় মিলনে তৃপ্ত রাধিকাকে নিদ্রামগ্ন অবস্থায় পরিত্যাগ করে কৃষ্ণ অন্যত্র গমন করার পর শ্রীরাধিকার নিদ্রাভঙ্গ হলে কৃষ্ণ-অদর্শনে তার যে বিলাপ সেটি শ্রীকৃষ্ণকীর্তনের কোন খণ্ডে বর্ণিত হয়েছে?
Ans: রাধা বিরহ।
11)'ইউসুফ-জোলেখা' কাব্যে জোলেখার পরিচয় কী?
Ans: হিন্দু নারী প্রতিমা পূজা বর্জন করে ইসলাম ধর্মে দীক্ষা নেন।
12) শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যটি চৈতন্য-পূর্বযুগে রচিত এবং মহাপ্রভু শ্রীচৈতন্যদেব সেই পদ আস্বাদন করেছিলেন। দীন চণ্ডীদাসের পদগুলি চৈতন্য উত্তর যুগের সৃষ্টি। --এই মতামত কার?
Ans: মনিন্দ্র মোহন বসু।
13)কি কহব রে সখি আনন্দ ওর / চিরদিন মাধব মন্দিরে মাোর'--পদকর্তা কে?
Ans: বিদ্যাপতি।
14)বশিষ্ঠ-বিশ্বামিত্র বিরাোধের অংশটি কৃত্তিবাসের রামায়ণে বর্ণিত হয় নি। এটি মূল রামায়ণে ছিল। --কথাটি কি ঠিক?
Ans: কথাটা ঠিক।
15)বিষ্ণুপুরী রামায়ণের রচয়িতা কে?
Ans: কবিচন্দ্র চক্রবর্তী।
16)চন্দ্রবাণ পক্ষঋতু শকসুনিশ্চয় / বিরাট হাোইল সাঙ্গ কাশীদাস কয়" --এই চরণদুটি থেকেযাোগেশচন্দ্র রায় বিদ্যানিধি কী সিদ্ধান্ত করেছেন?
Ans: বিরাট পর্বটি শেষ হয়েছে 1604 খ্রিস্টাব্দে।
17)কোন মনসামঙ্গলের কবির রচনা থেকে জানা যায় কানা হরিদত্ত মনসামঙ্গলের আদি কবি ছিলেন?
Ans: বিজয় গুপ্ত।
18)ষাোড়শ শতকে যে তিনজন কবি চণ্ডীমঙ্গল কাব্যকে মেয়েলি ব্রতকথার আঙিনা থেকে উদ্ধার করে বিশিষ্টতা প্রদান করেন তাঁরা কারা?
Ans: মানিক দত্ত, মুকুন্দ চক্রবর্তী, দ্বিজমা ধব।
19)জয়ানন্দের 'চৈতন্যমঙ্গল' কাব্যের কটি খণ্ড আছে?
Ans: 9 টি।
20)আলাওল তাঁর কাব্যরচনা কোন বছর সমাপ্ত করেছিলেন?
Ans: 1672 সালে সমাপ্ত করেন।
21)"এমন মানবজমিন রইল পতিত / আবাদ করলে ফলত সাোনা"-- পদটি কার রচনা ? কোন পদাবলীর পদ?
Ans: রামপ্রসাদ সেন।
22)কোন গ্রন্থগুলি ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যাপকগণ লিখেছিলেন?
Ans: লিপিমালা, ইতিহাসমালা, কথোপকথন।
23)ভারতকুসুম' ও 'অশ্রুকণা' কাব্য দু'টি কার লেখা?
Ans: গিরীন্দ্রমোহিনী দাসী।
24)টডের রাজস্থান কাহিনির ওপর ভিত্তি করে রচিত প্রথম পর্বের নাটকটির নাম কি?
Ans: কৃষ্ণকুমারী।
25)'সফল স্বপ্ন' কার লেখা?
Ans: ভূদেব মুখোপাধ্যায়।
26)রবীন্দ্রপ্রতিভার ঐশ্বর্যপর্বের দুখানি কাব্যগ্রন্থের নাম কী
Ans: সোনার তরী, মানসী, চিত্রা ইত্যাদি
27)'খাজাঞ্চির খাতা' কার লেখা?
Ans: অবনীন্দ্রনাথ ঠাকুর।
28)"বাঙ্গালাদেশে যে মতের মুহম্মদীয় ধর্ম প্রচারিত হইয়াছিল, তাহা খাঁটি শরিয়তী অর্থাৎ অনুযায়ী ইসলাম নহে" --কথাটি কার?
Ans: সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
29)শ্রীচৈতন্যদেবের জন্ম ও তিরাোধান সাল কত?
Ans: জন্ম-1486 - মৃত্যু -1533.
30)"আমাদের বিশ্বাস মুসলমান কর্তৃক বঙ্গবিজযই বঙ্গভাষার এই সৌভাগ্যের কারণ হইয়া দাঁড়াইযাছিল" -- এমন উক্তি কার?
Ans: সুনিতীকুমার চট্টোপাধ্যায়।
31)সন্ধ্যাকর নন্দী বাংলার কোন রাজাদের সভাকবি ছিলেন?
Ans: পাল রাজা দেব (পাল রাজাদের সভাকবি)/মদন পাল
32)সরুঅ' নামের এক কবির কথা কোথায় আছে?
Ans: রাহুল সাংগ্রিবতায়নের গ্রন্থে।/(চর্যাপদে আছে)
33)চৌষট্টি পাপড়ির একটি পদ্মফুলের ওপর নৃত্যরতা নারীর রূপটি সাংকেতিক অর্থে দ্যোতিত হয়েছে কোথায়?
Ans: খন্ডু পায়ের পদে দ্যোতিত হয়েছে।
34)শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে মাোট ক'টি খণ্ড আছে?
Ans:13 টি
35)কীর্তিলতা কী জাতীয় গ্রন্থ?
Ans: তত্ত্ব ও তথ্য সমৃদ্ধ ইতিহাস গ্রন্থ।/চম্পু জাতীয় গ্রন্থ
36)অদ্ভুত আচার্য কোন শতকের কবি?
Ans: 13টি
37)মালাধর বসু সংস্কৃত ভাগবতের কোন কোন স্কন্ধ অনুবাদ করেন?
Ans: দশম ও একাদশ ও দ্বাদশ স্কন্দের অংশ বিশেষ
38)একখানা কাছিয়া পিন্ধে / আরখানা মাথায় বান্ধে / আরখানা দিল সর্ব গায় - কার পঙক্তি?
Ans: এটি বিজয় গুপ্তের মনসামঙ্গল এর উক্তি।
39)চৈতন্যচরিতামৃতের আদিখণ্ডে ক'টি পরিচ্ছেদ আছে?
Ans: 17 টি পরিচ্ছেদ আছে
40)নরহরি সরকার কোন পর্যায়ের পদ রচনায় বিশিষ্ট ?
Ans: গৌরাঙ্গ বিষয়ক পদ
41)বলরাম দাস, জ্ঞানদাস, গাোবিন্দদাস, রায়শেখর প্রমুখ পদকর্তাগণ কোন সময়ের ?
Ans: ষোড়শ শতকের প্রথমার্ধের কবি
42)কবিরঞ্জন' উপাধি কে লাভ করেছিলেন?
Ans: রামপ্রসাদ সেন
43)রবীন্দ্রনাথ লালনের কটি গান সংগ্রহ করে প্রকাশ করেছিলেন?
Ans:20টি
44)বিদ্যাসুন্দরের আখ্যান রচনার সময় ভারতচন্দ্রের সামনে আদর্শ কি ছিল?
Ans: কালিকা মঙ্গল এর আদর্শ
45)আলালের ঘরের দুলাল কত সালে প্রকাশিত হয়?
Ans:1858 সালে
46)জিজ্ঞাসা' প্রবন্ধগ্রন্থ কার রচনা?
Ans: রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
47)শূর সুন্দরী' কার লেখা?
Ans: রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
48)ব্রজাঙ্গনা' কাব্যটি কী ধরনের রচনা?
Ans: লিরিক ধর্মীয় গীতিকবিতা
49বন্ধুবিয়াোগ' কাব্যটি কে লিখেছিলেন?
Ans: বিহারীলাল চক্রবর্তী
50)সেক্সপীয়ারের নাটকের প্রথম বাংলা অনুবাদক কে?
Ans: ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
51)ক্ষীরাোদপ্রসাদ বিদ্যাবিনাোদের প্রথম রচিত নাটক কোনটি ?
Ans: ফুলশয্যা (1894)
52)বঙ্কিমচন্দ্র রচিত প্রথম উপন্যাসের নাম কি?
Ans: ইংরেজি উপন্যাস-Raimohan's wire
দুর্গেশ নন্দিনী।
53)প্রাচীর ঘেরা মন বেরিয়ে পড়ল বাইরে..' এমন মন্তব্য রবীন্দ্রনাথ কোন উপন্যাস সম্বন্ধে করেছেন?
Ans: বউ ঠাকুরানিরহাট
54)যতীন্দ্রমাোহন বাগচী ও করুণানিধান বন্দ্যোপাধ্যায় কোন কালপর্বের কবি?
Ans: রবীন্দ্র সমকালীন কোবি
55)চোরাবালি' কাব্যগ্রন্থটি কার রচনা?
Ans: বিষ্ণু দে
56)বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী কার রচনা?
Ans: অবনীন্দ্রনাথ ঠাকুর
57)আর্যভাষী বাঙ্গালী জাতির গঠনের সঙ্গে সঙ্গে কী হয়েছিল?
Ans:তারা মৌলিক ভাষা ত্যাগ করে মধ্য ভারতীয় আর্য ভাষা কে গ্রহণ করেছিলেন
58)কোন কোন জাতির মিলনে বাঙ্গালি জাতির সৃষ্টি হয়?
Ans: অস্ট্রিক, দ্রাবিড়, ও উত্তর ভারতের মিশ্র আর্য।
59)একং সদ্বিপ্রা বহুধা বদন্তি -- কথাটি কে ভারতীয় সংস্কৃতির চরিত্র বাোঝাতে ব্যবহার করেছিলেন?
Ans:. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
60)শ্রীচৈতন্যদেবের তিরাোধান কোন সালে?
Ans:1533 সালে
SHORT NOTES
1) মনসামঙ্গলের কোন কবির কাব্য আসামেও বিপুল জনপ্রিয়তা পেয়েছিল।
Ans: নারায়ন দেব।
2) মনসামঙ্গল অন্য কোন নামে নানা জায়গায় প্রচলিত ছিল।
Ans: পদ্মপুরাণ।
3) মনসামঙ্গলের পশ্চিমবঙ্গীয় কবি কে।
Ans: কেতকাদাস।
4) মনসামঙ্গলের কবি হিসাবে নারায়ন দেবের কি বিশিষ্টতা ছিল।
Ans: তিনি পৌরাণিক কাহিনীর অসামান্য প্রয়াোগ ঘটিয়েছেন।
5) কেতকাদাসের মনসামঙ্গল ঐতিহাসিকভাবে বিখ্যাত কেন।
Ans: এটি প্রথম মুদ্রিত মনসামঙ্গল।
6) চন্ডীমঙ্গলের আদি কবি মানিক দত্ত কোন সময় বর্তমান ছিলেন।
Ans: চতুর্দশ শতকে বর্তমান ছিলেন।
7) বিদ্যাপতি কবি চেতনায় কোন কবির প্রভাব ছিল।
Ans: কবি জয়দেব।
8) বিদ্যাপতির পদ এর প্রধান বৈশিষ্ট্য কি ছিল।
Ans: ছন্দ অলঙ্কার ভাষার ঐশ্বর্য।
9) গাোবিন্দদাস কবিরাজ কোন সময় জন্মগ্রহণ করেছিলেন।
Ans: আনুমানিক পঞ্চদশ শতকের দ্বিতীয়ার্ধে।
10) পদকর্তা গাোবিন্দদাস কবিরাজ আর কি রচনা করেছিলেন।
Ans: রসমঞ্জরী, পদামৃতসমুদ্র।
11) গাোবিন্দ দাস কে কোন কবির উত্তরাধিকারী বলা হয়।
Ans: বিদ্যাপতি।
12) চৈতন্যদেবের জন্ম সাল কত।
Ans: 1486.
13) চৈতন্যদেবের মায়ের নাম কি।
Ans: শচীদেবী।
14) গাোয়ায় চৈতন্যদেব দীক্ষা নিয়েছিলেন কার কাছে।
Ans: ঈশ্বরপুরী
15) চৈতন্যভাগবত' গ্রন্থের অধ্যায় সংখ্যা কত।
Ans: 51.
16) কৃষ্ণদাস কবিরাজ এর জন্মস্থান কোথায়।
Ans: ঝামটপুর।
17) হরপ্রসাদ রায়ের লেখা গ্রন্থের নাম কি।
Ans: পুরুষ পরীক্ষা।
18) বিদ্যাসাগরের যে গ্রন্থ হিন্দি গ্রন্থের অনুবাদ তা কি।
Ans: বেতাল পঞ্চবিংশতি।
19) বঙ্গদর্শন পত্রিকার প্রকাশকাল কত।
Ans: 1872 খ্রিস্টাব্দ।
20) পারিজাদ মিত্রের 'আলালের ঘরের দুলাল' এর প্রকাশকাল কত।
Ans: 1858 খ্রিস্টাব্দ।
ebg 1, nsou assingment, nsou pg admission 2021, nsou bdp admission 2021, nsou pg form fill up 2021, ebg 1 short notes, netaji subhas open university,
nsou bdp result 2021,
nsou pg result 2021,
nsou pg assingment 2021,
nsou bdp assingment 2021,
nsou exam 2021,
nsou reduced syllabus,
assingment,
netaji subhas open university study center,
netaji subhas open university . m.a courses,
netaji subhas open university study center,
netaji subhas open university courses list,
netaji subhas open university admission 2021,
netaji subhas open university in kolkata,
netaji subhas open university courses & fees,
excellence academy,
bdp 1st year,
syllabus, notes,
bdp 1 st year,
bdp 2 nd year,
bdp 3rd year,
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Thanks you for contacting EXCELLENCE ACADEMY
Please let us know how we can help you
Subscribe my You Tube channel :-
https://youtube.com/channel/UCeqI19916_20Ic39jK0wi1A
join my facebook group :-
https://www.facebook.com/groups/485319229356130/?ref=share
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
No comments:
Post a Comment
how can we help you