Tuesday, May 25, 2021

ENVS 1ST YEAR COMPULSORY PAPER SHORT NOTES & QUESTION BANK ANSWER

 

EXCELLENCE ACADEMY                        

                   YOUTUBE CHANNEL – EXCELLENCE ACADEMY

QUESTION BANK ANSWER

ENVS

                                 PH.NO - 7478448780

  (ENVS) 1ST    YEAR COMPULSORY PAPER ONLINE EXAM SUGGESTION + ASSINGMENT SUGGESTION 

 

1)বায়ুমণ্ডলের কোন স্তরে বায়ুমণ্ডলীয় ঝঞ্ঝা দেখতে পাওয়া যায় না?

Ans:স্ট্যাটোস্ফিয়ার।

 

2)অরাোরা বাোরিয়ালিস কোথায় দেখতে পাওয়া যায়?

Ans:সুমেরু অঞ্চলে।

 

3)কোন মৌল পৃথিবীর ভূত্বকের সর্বোচ্চ অনুপাতে পাওয়া যায়?

Ans: অক্সিজেন।

 

4)কোণগুলি বাস্তুতন্ত্রের অজৈবিক উপাদান নয়?

Ans:প্রোটিন, ফ্ল্যাট ,ইউরিয়া।

 

5)এক পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে কত শতাংশ (%) শক্তির স্থানান্তরকরণের হয়?

Ans.১০ শতাংশ।

 

6)নাইট্রোজেন চক্রের কোন প্রক্রিয়া দ্বারা মৌলিক নাইট্রোজেন বায়ুমণ্ডলে ফিরে আসে?

Ans:ডি- নাইট্রিফিকেশন।

 

7)ভূপাল গ্যাস দুর্ঘটনা কবে ঘটে?

Ans:১৯৮৪সালের ৩রা ডিসেম্বর।

 

৪)ব্ল্যাক ফুট' রাোগটি কোন পদার্থের কারনে হয়ে থাকে?

Ans:আর্সেনিক।

 

 

9)পানীয় জলের মধ্যে ক্রোমিয়ামের (Cr) সর্বাধিক অনুমাোদিত অনুমতি সীমা (ISI) কত ?

Ans:০.০৫ ml/l.

 

 

10) বেবি সিনড্রোম’ রাোগটি কোন পদার্থের জন্য হয়?

Ans:নাইট্রেট।

 

11)কিসের প্রভাবে তাজমহল ক্ষতিগ্রস্ত হচ্ছে?

Ans:অ্যাসিডবৃষ্টি(so2 দায়ী)।

 

12)UV-A -এর তরঙ্গ দৈর্ঘ্য কত?

Ans:৩১৫-৪০০ ন্যানোমিটার(nm)।

 

13)মেধা পাটেকর কোন কাজের সাথে যুক্ত?

Ans:নর্মদা বাঁচাও।

 

14)সংকট জনক বা বিপন্ন প্রজাতির জীবিদের নাম কোন বইযে নথিভূক্ত করা হয়ে থাকে?

Ans:Red data book বা লাল বিবরণী পুস্তক।

 

15)জল (দূষণ প্রতিরাোধ ও নিয়ন্ত্রণ) আইন, কোন সালে প্রণয়ন করা হয়?

Ans:১৯৭৪ সালে।

 

16)ট্রপাোস্ফিয়ারে ১০০০ মিটার উচ্চতা বৃদ্ধির ফলে_ °C তাপমাত্রা হ্রাস পায়।

Ans:6.5°C

17)বায়ুমণ্ডলের বেশিরভাগ গ্যাসগুলি কোন বায়ুমণ্ডলীয় ভরে উপস্থিত থাকে?

Ans: ট্রপোস্ফিয়ার।

18)অরাোরা অস্তরলিস কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়?

Ans: কুমেরু অঞ্চলে।

19)কে প্রথম বাস্তুবিদ্যা শব্দটি প্রস্তাব করেছিলেন?

Ans: হ্যাকেল।

20)শক্তি পিরামিড সবসময় কি ধরনের আকার ধারন করে?

Ans: ঊর্ধ্বমুখী।

21)বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ, সর্বদা কী রকম হয়ে থাকে?

Ans:একমুখী

22)কোন গ্যাসের কার্বন-ডাই-অক্সাইড সাথে তুলনা করে প্রতি অণুতে সর্বোচ্চ গ্লোবাল ওয়ার্মিং করার ক্ষমতা রয়েছে?

Ans:CFC

23)কোন ব্যাকটিরিয়া নাইট্রোজেন চক্রে, নাইট্রাইট (NO2-) কে নাইট্রেটে (NO3) রূপান্তর করে?

Ans: লাইট্রোক্যাস্টর।

24)পুকুরে গৃহস্থলী নিকাশীত জল পতিত হলে জলে অক্সিজেনের ঘনত্ব কেন হ্রাস পায়?

Ans: গৃহস্থলী নিকাশিতো জলে জৈব পদার্থ বেশী থাকার জন্য জলে অনুজীবের সংখ্যা বাড়ে ফলে ওই জলে O2 এর ঘনত্ব কমে BOD বাড়ে।

25)ইটাই-ইটাই রাোগটি কোন উপাদানটির কারণে ঘটে?

Ans: ক্যাডমিয়াম।

 26)শব্দের তীব্রতা কোন এককে প্রকাশ করা হয়?

Ans: ডেসিবেল।

27)কোন ইউভি রশ্মি পৃথিবী পৃষ্ঠে পৌছাতে অক্ষম?

Ans:vv-B

28)চিপকো আন্দোলন কার নেতৃত্বাধীনে পরিচালিত হয়?

Ans: সুন্দরলাল বহুপুল।

29)জীববৈচিত্র্য হাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি কী?

Ans: জলবায়ু পরিবর্তন।

30)কারখানা আইন কত সালে প্রণীত হয়?

Ans:1948

 

SHORT NOTES

1. চক্রাকার প্রাকৃতিক সম্পদের উদাহরণ কী?

Ans: জল।

2. ভারতবর্ষের কোন কোন রাজ্যে বনাঞ্চলের পরিমাণ বেশি?

Ans: আসাম, উড়িষ্যা ও মধ্যপ্রদেশ।

3. ধাতব খনিজ সম্পদ কোনগুলি?

Ans: লাোহা, তামা, সাোনা, অ্যালুমিনিয়াম প্রভৃতি।

4. তামা ভারতের কোন অঞ্চলে পাওয়া যায়?

Ans: বিহারের সিংভূম ও হাজারিভাগ।

5. অধাতব খনিজসম্পদ কোনগুলি?

Ans: কয়লা, পেট্রোলিয়াম।

6.. বন্দিপুর জাতীয় পার্ক।

Ans: কর্ণাটকে।

7. ভারতের বৃহত্তম পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত?

Ans: ঘানা (রাজস্থান)।

8. ভারতে কোথায় সিংহ দেখা যায়?

Ans: গুজরাটের গির অভয়ারণ্যে।

9. ভারতে কোথায় গণ্ডার দেখা যায়?

Ans: আসামের কাজিরাঙ্গা অভয়ারণ্যে।

10. পশ্চিমবঙ্গের নদীয়া জেলার একটি অভয়ারণ্যের নাম লেখ।

Ans: বেথুয়াডহরী।

11. পশ্চিমবঙ্গের বায়াোস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত?

Ans: সুন্দরবনে।

12. ১৯৭৫ সালে আন্তর্জাতিক রামসার কনভেনশন অনুষ্ঠিত হয় কী জন্য?

Ans: জলাভূমি সংরক্ষণে গুরুত্ব দেওয়ার জন্য।

13. ইকোলজি শব্দটির সংজ্ঞা কে প্রদান করেন?

Ans: আর্নেস্ট হের্কেল।

14. ইকোসিস্টেম শব্দটির কে প্রবর্তন করেন?

Ans: আর্থার ট্যাঙ্গলে।

15. সাভানা কী?

Ans: নিরক্ষীয় অঞ্চলের তৃণভূমি।

16. পরাশ্রয়ী অর্কিড উদ্ভিদ কোথায় দেখা যায়?

Ans: নিরীয় বর্ষাবনে।

17. ইকোটোন কাকে বলে?

Ans: দুইটি বাস্তুতন্ত্রের মিলনকে।

18. সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত?

Ans: কেরলে।

19. ভারতের সর্ববৃহৎ পক্ষিরালয় কোথায় অবস্থিত?

Ans: রাজস্থানের ভরতপুরন্থিত ঘানায়।

 

20. উত্তপ্ত তরল স্যুপ মতবাদটি কে প্রদান করেন?

Ans: বিজ্ঞানী হ্যালডেন।

21. জীবদেহের কোন অনুগুলি আত্মপ্রতিলিপিগঠনে সক্ষম?

Ans: DNA ও RANT

22. দুটি ব্যাকটেরিয়ার নাম লেখ যারা প্রাোটিন ভেঙে প্রকৃতিতে সালফার মুক্ত করে?

Ans: ইশ্চেরিশিয়া এবং প্রাোটিয়াস।

23. FAO-এর পুরাো নাম কী?

Ans: Food and Agricultural Organization.

24. বৃদ্ধি বিন্যাস কাকে বলে?

Ans: জীবসংখ্যার বৃদ্ধি ও পরিবর্তন একটি নির্দিষ্ট গতি ও নিয়মে হয়।একে জীববৃদ্ধির বিন্যাস বলে।এটি দু-প্রকারের দেখা যায়।'j' আকারের বৃদ্ধি বিন্যাস ও 's' আকারের বৃদ্ধি বিন্যাস ।

25.পরিবেশগত চাপ কাকে বলে।

Ans: যখন কোন নির্দিষ্ট পরিবেশে একটি প্রজাতির জীবসংখ্যা অত্যধিক হারে বৃদ্ধি পায় তখন খাদ্য, বাসস্থান প্রভৃতির অভাব ঘটে, এবং জীবসংখ্যায় তার বিরুপ প্রভাব পড়ে এই প্রভাবকে পরিবেশগত চাপ বলে।

 

26. ধারণক্ষমতা কাকে বলে?

Ans: একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট বাসস্থানে কোন প্রজাতির সর্বাধিক সংখ্যা বহন করার ক্ষমতাকে ধারণ ক্ষমতা বলে।

27. মানুষের সংখ্যার অত্যধিক হারে বৃদ্ধির প্রধান কারণ কী?

Ans: কৃষিকার্যে ফলে ফসলের উৎপাদন বৃদ্ধি ও চিকিৎসা বিজ্ঞানের অভূতপূর্ব সাফল্য।

28. কোন সালকে বিশ্ব জনসংখ্যা বর্ষ ঘাোষণা করা হয়েছিল?

Ans: ১৯৭৪ খ্রীষ্টান্দকে।

29. গত ১০০ বছরে ভারতের জনসংখ্যা কি হারে বৃদ্ধি পেয়েছে?

Ans: প্রায় ৩.৫ গুণ বৃদ্ধি ঘটেছে।

30. বর্তমান ভারতের কত অংশ ভূমি অরণ্যে আচ্ছাদিত?

Ans: প্রায় ১৪ শতাংশ, যেখানে একটি দেশের মাোট ভূমির ৩৩ শতাংশ অরণ্য থাকা প্রয়াোজন।

 

 

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

envs, nsou assingment, nsou pg admission 2021, nsou bdp admission 2021, nsou pg form fill up 2021, envs short notes, netaji subhas open university,

nsou bdp result 2021,

nsou pg result 2021,

nsou pg assingment 2021,

nsou bdp assingment 2021,

nsou exam 2021,

nsou reduced syllabus,

assingment,

netaji subhas open university study center,

netaji subhas open university . m.a courses,

netaji subhas open university study center,

netaji subhas open university courses list,

netaji subhas open university admission 2021,

netaji subhas open university in kolkata,

netaji subhas open university courses & fees,

excellence academy,

bdp 1st year,

syllabus, notes,

bdp 1 st year,

bdp 2 nd year,

bdp 3rd year,

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Thanks you for contacting EXCELLENCE ACADEMY

Please let us know how we can help you

 

Subscribe my You Tube channel :-

https://youtube.com/channel/UCeqI19916_20Ic39jK0wi1A

join my facebook group :-

https://www.facebook.com/groups/485319229356130/?ref=share

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 

No comments:

Post a Comment

how can we help you