Tuesday, May 25, 2021

EHI 3 2ND YEAR HONOURS PAPER QUESTION BANK ANSWER & SHORT NOTES

 

EXCELLENCE ACADEMY                        

                   YOUTUBE CHANNEL – EXCELLENCE ACADEMY

QUESTION BANK ANSWER

 EHI - 3

                                 PH.NO - 7478448780

HISTORY  (EHI - 3) 2ND    YEAR HONOURS PAPER ONLINE EXAM SUGGESTION + ASSINGMENT SUGGESTION 

 

1)শিখ ধর্মের শেষ গুরু কে?

Ans: গোবিন্দ সিং।

2)নাদির শাহ কোন দেশ থেকে ভারতবর্ষ আক্রমণ করেছিলেন?

Ans: পারস্য দেশ থেকে।

3)তৃতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল?

Ans: 1761.

4)মুঘল সিংহাসনে আওরঙ্গজেবের উত্তরাধিকারী কে হয়েছিলেন?

Ans: আজম শাহ।

5)Later Mughals' গ্রন্থের লেখক কে?

Ans: উইলিয়াম আরভিন।

6)অযাোধ্যায় নবাবী শাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Ans: সাদাৎ খান।

7)কোন মুঘল সম্রাট 1717 সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান প্রদান করেছিলেন?

Ans: ফারুকশিয়ার।

8)কোন ইউরাোপীয় শক্তি কাৰ্তাজ’ প্রথা প্রবর্তন করে?

Ans: পর্তুগিজ )সমুদ্রে যাতায়াতের জন্য অনুমতি পত্র)

9)কত সালে ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল?

Ans: 1602.

10)সিয়ার-উল-মুতাক্ষরিন' এর লেখক কে?

Ans: সৈয়দ গোলাম হোসেন তবাতবাঙ্গ (তিনি এটি ফরাসি ভাষায় অনুবাদ করেন।)

11)সিরাজ-উদ-দৌল্লা কবে বাংলার নবাব হয়েছিলেন?

Ans: 1756 খ্রিস্টাব্দে।

12)Bengal: The British Bridgehead' গ্রন্থটির লেখক কে?

Ans: পিটার মার্শল।

13)কোন শক্তিকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1764 সালে বক্সারের যুদ্ধে পরাজিত করে?

Ans: বাংলার নবাব মীর কাসিম অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও মোগল সম্রাট শাহ আলমের যৌগ বাহিনীকে।

14)কত সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি প্রদান করা হয়েছিল?

Ans: 1765

15)কোন আইনের দ্বারা গভর্ণর জেনারেল এর পদ সৃষ্টি করা হয়েছিল?

Ans: 1773 এর রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী।

16)কত সালে পিটের ভারত আইন প্রণীত হয়েছিল?

Ans: 1784 সালে।

17)কোম্পানির শাসনে কলকাতা শহরে কবে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল?

Ans: 1774.

18)ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার নাযেব দেওযান কে ছিলেন?

Ans: রেজা খান।

19)1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন?

Ans: লর্ড কর্নওয়ালিস।

20)প্রথম রাোহিলা যুদ্ধ কবে হয়েছিল?

Ans: 1773-1774.

21)‘স্বত্ববিলাোপ নীতি’ কে প্রবর্তন করেছিলেন?

Ans: লর্ড ডালহৌসি।

22)কত সালে শ্রীরঙ্গপত্তমের সন্ধি সাক্ষরিত হয়েছিল?

Ans: 1792.

23)সুরাটের চুক্তি (1775) কাদের মধ্যে সাক্ষরিত হয়েছিল?

Ans: 1775.

24)কত সালে বেসিনের চুক্তি সাক্ষরিত হয়?

Ans: 1802.

25)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন দেশে আফিম রপ্তানি করত?

Ans: চীন।

26)অবশিল্পায়ন কী?

Ans: যখন কোন দেশের নতুন শিল্প গড়ে ওঠার পরিবর্তে কোন দেশের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী শিল্প গুলি ধ্বংস সাধিত হয় তাকে অবশিল্পায়ন বলে। ব্রিটিশ উপনিবেশ শাসনের বাংলা তথা ভারতে অবশিল্পায়ন সূচিত হয়।

27)1776 সালে আমিনি কমিশন কে নিয়াোগ করেছিলেন?

Ans: ওয়ারেন হেস্টিংস।

28)কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন?

Ans: লর্ড ওয়েলেসলি।

29)ব্রাহ্ম সভার প্রতিষ্ঠাতা কে?

Ans: রাজা রামমোহন রায়(1828-1829)

30)ল্যান্ডহাোল্ডার্স সাোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়?

ANS:1838(জমিদার সভা)

 SHORT NOTES

 

1) father of civil service বলা হয় কাকে?

Ans: লর্ড কর্নওয়ালিসকে

2) অধীনতামূলক মিত্রতানীতি (subsidiary allance) কে চালু করেন?

Ans: লর্ড কর্নওয়ালিস ১৭৯৮ সালে। নিজেকে Bengal tiger বলে অভিহিত করেন)

3) ম্যাঙ্গালাোরের সন্ধিকত সালে স্বাক্ষরিত হয়।

Ans: ১৭৮৪ সালে।

4) 'The Tall was Wagging the dog-উক্তিটি কোন ঐতিহাসিককরেন?

Ans: স্টুয়ার্টগৰ্ডনের।

5)The Marathas:1600-1800-গ্রন্থটির লেখক কে?

Ans: স্টুয়ার্ডগর্ডন।

6) স্বত্ববিলাোপ নীতি দ্বারা কোন কোন রাজ্য কত খ্রিস্টাব্দে সরাসরি ব্রিটিশ শাসনাধীন আসে?

Ans: ১৮৪৮ সাতারা, ১৮৫৩ ঝাঁসি, ১৮৫৪ তেনাগপুর সরাসরি ব্রিটিশ শাসনাধীনে আছে স্বত্ববিলাোপ নীতির দ্বারা।

7) কত সালে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে?

Ans: ১৮১৩ সালে।

8)১৮১৩-১৮৫৮ বৌদি সময়কে কি বলা হয়?

Ans: অবাধ ব্যবসা: শিল্পী বাদী শাোষণের ধ্রুপদী যুগ।

9) কত সালে প্রতিষ্ঠিত হয় ব্যাঙ্ক অফ বেঙ্গল?

Ans:১৮০৮ সালে।

10) Social Background of India Nationalism"বইটির লেখক কে?

Ans: A.R Desai.

11) "Growth of Commerical Agriculture in Bengal"গ্রন্থটির রচয়িতা কে।

Ans: ড: বিনয় ভূষণ চৌধুরী।

12) "The Agrarian System of Mughal India'-গ্রন্থের লেখক কে?

Ans:ইরফান হাবিব। (Irfan Habib).

13) "party politics in the Mughal court'ac, GIP?

Ans:সতীশ চন্দ্র।

14) কত সালে কে কামিল জমা তুমারি "নামে রাজস্ব ব্যবস্থা চালু করেন?

Ans:১৭২২ সালে মুর্শিদকুলি খান।

15) "Comptrolling Councils of Revenue"প্রতিষ্ঠিত হয় কোথায়?

Ans:মুর্শিদাবাদে।

16) "The History of British India"গ্রন্থটির লেখক কে?

Ans:জেমস মিল।

17) "A Rule of Property of Bengal*গ্রন্থের লেখক কে?

Ans:রনজিত গুহ।

18) "The Eco-History of India"গ্রন্থটির লেখক কে?

Ans: নরেন্দ্র কৃষ্ণ সিংহ।

19) "১৮০০ সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন কে?

Ans:লর্ড ওয়েলেসলি।

20) ১৮৬৫ সালে কোন কোন স্থানে হাইকোর্ট স্থাপিত হয়? এবং কোন কোন আদালত তুলে দেয়া হয়?

Ans:১৮৬৫ সালে কলকাতা, বাোম্বে, মাদ্রাজ হাইকোর্ট স্থাপিত হয়। সদর দেওয়ানী ও সদর নিজামত আদালত তুলে দেয়া হয়।

 

 

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ehi 3, nsou assingment, nsou pg admission 2021, nsou bdp admission 2021, nsou pg form fill up 2021, ehi 3 short notes, netaji subhas open university,

nsou bdp result 2021,

nsou pg result 2021,

nsou pg assingment 2021,

nsou bdp assingment 2021,

nsou exam 2021,

nsou reduced syllabus,

assingment,

netaji subhas open university study center,

netaji subhas open university . m.a courses,

netaji subhas open university study center,

netaji subhas open university courses list,

netaji subhas open university admission 2021,

netaji subhas open university in kolkata,

netaji subhas open university courses & fees,

excellence academy,

bdp 1st year,

syllabus, notes,

bdp 1 st year,

bdp 2 nd year,

bdp 3rd year,

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Thanks you for contacting EXCELLENCE ACADEMY

Please let us know how we can help you

 

Subscribe my You Tube channel :-

https://youtube.com/channel/UCeqI19916_20Ic39jK0wi1A

join my facebook group :-

https://www.facebook.com/groups/485319229356130/?ref=share

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 

No comments:

Post a Comment

how can we help you