Friday, July 2, 2021

PGPS PAPER 3 (PART - 1) QUESTION BANK ANSWER

 

EXCELLENCE ACADEMY                        

                   YOUTUBE CHANNEL – EXCELLENCE ACADEMY

QUESTION BANK ANSWER

 PGPS – 3 (PART - 1)

                                 PH.NO - 7478448780

  (PGPS - 3 ) PG  POLSCIENCE  PAPER – 3 ONLINE EXAM SUGGESTION + ASSINGMENT SUGGESTION  & QUESTION BNAK ANSWER

 

 

Question 1

কে বলেছিলেন,"পুরসমাজ হল সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদে উত্তরণের ফলে যে পরিবর্তন ঘটে সেই পরিবর্তনের স্তরের একটি সূচক'?

Ans: কার্ল মার্কস।

Question 2

কে পুরসমাজকে রাষ্ট্রের সঙ্গে আলােচনার একটি মাধ্যম হিসাবে দেখেছিলেন ?

Ans: মন্তেস্কু।

Question 3

 রক্ষণশীল মতবাদ সম্পর্কে কোনটি সত্য ?

Ans: বৈপ্লবিক পরিবর্তন এর বিরোধী।

Question 4

 কে বলেছিলেন, ' এটি মানুষ বনাম রাষ্ট্র নয়, এটি গােষ্ঠী বনাম রাষ্ট্র '?

Ans: হারবার্ট স্পেনসার।

Question 5

 ব্যাক্তিস্বাতন্ত্রবাদের বৈশিষ্ট্য কোনটি ?

Ans: ব্যক্তির স্বাধীনতা।

Question 6

'যদিও ধর্মের প্রভাব নিশ্চিত ভাবে হ্রাস পেয়েছে তবু ধর্ম বিলুপ্তির কিনারায় পৌঁছায়নি?কে বলেছিলেন।

Ans: গিডেনস নন্দী।

Question 7

 কে নেহরুর ধর্মনিরপেক্ষতা নীতির একজন সমালােচক ?

Ans: আর্শিষ নন্দী।

Question 8

 'সেকুলারিজম এন্ড ইটস ডিসকন্টেন্টস' বইটির লেখক কে?

Ans: অমর্ত্য সেন।

Question 9

 কে 'বণ্টনমূলক ন্যায়বিচারের' কথা বলেছিলেন ?

Ans: জন রলস।

Question 10

 কে ন্যায়বিচারের একজন নয়া উদারনীতিবাদী প্রবক্তা?

Ans: রবার্ট নজিক/ফ্রেডরিক হায়েক।

Question 11

 কে বলেছিলেন, 'সমতার নীতি একটি পরিবর্তনশীল ধারণা'?

Ans: বার্কার।

Question 12

কে বলেছিলেন, নিজের ওপর নিজের শরীর ও মনের ওপর ব্যক্তিই সর্বেসর্বা'?

Ans: জন স্টুয়ার্ট মিল।

Question 13

 সমতা সম্পর্কে নয়া উদারনীতিবাদী ধারণার সঙ্গে কোনটি সম্পর্কিত নয় ?

Ans: সমান সংরক্ষণের নীতি।

Question 14

 কে স্বাধীনতাকে নেতিবাচক ও ইতিবাচক এই দুই ভাগে ভাগ করেছেন?

Ans: ইশাইয়া বার্লিন।

Question 15

 মানবাধিকার সম্পর্কে কোনটি সত্য নয়?

Ans: এটি একটি আবদ্ধ ধারণা।

Question 16

 কোন দেশে নয়া রক্ষণশীলতাবাদ একটি রাজনৈতিক আন্দোলন হিসাবে জন্ম নিয়েছিল ?

Ans: মার্কিন যুক্তরাষ্ট্র।

Question 17

 গণতন্ত্রের বিভিন্ন মডেলের সঙ্গে কার নাম যুক্ত?

Ans: রুশো

Question 18

 কে গণতান্ত্রিকরণের তিনটি তরঙ্গের কথা বলেছেন?

Ans: স্যামুয়েল হান্টিংটন।

Question 19

 'লঘু রাষ্ট্রে' র ধারণার সঙ্গে কার নাম যুক্ত ?

Ans: ROBERT NOZICK

Question 20

 রবীন্দ্রনাথ ঠাকুর কোনটির সঙ্গে যুক্ত ?

Ans: আন্তর্জাতিকতাবাদ।

Question 21

 কোনটি ফ্যাসিবাদের বৌদ্ধিক উৎস নয় ?

Ans: যুক্তিবাদ।

Question 22

 কে বলেছিলেন, 'ফ্যাসিবাদ শুধুমাত্র অর্থনৈতিক বিষয় নয়, এটি নিঃসন্দেহে একটি মতাদর্শ যার বাস্তবতা অনস্বীকার্য?

Ans: আন্তোনিও গ্রামসি।

Question 23

 সমাজতন্ত্র সম্পর্কে কোনটি সত্য নয়?

Ans: শিল্পের বেসরকারি মালিকানা।

Question 24

 কোন দেশে গিল্ড সমাজতন্ত্রের আবির্ভাব ঘটেছিল?

Ans: গ্রেট ব্রিটেন।

Question 25

 নৈরাজ্যবাদ সম্পর্কে কোনটি সত্য?

Ans: রাষ্ট্রবিহীন সামাজিক সমর্থন।

Question 26

 কে নৈরাজ্যবাদকে একটি রাজনৈতিক মতাদর্শ হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন?

Ans: উইলিয়াম গডউইন।

Question 27

 দি এনাটমি অফ রেভােলুশন গ্রন্থটি কার লেখা?

Ans: Crane Brinton.

Question 28

 সাম্যবাদী সমাজে সমতার মূল নীতি কোনটি ?

Ans: অর্থনৈতিক সমতা ও সামরিক সমতা।

Question 29

 কোনটি সর্বনিয়ন্ত্রণবাদের বৈশিষ্ট্য নয়?

Ans: ব্যক্তি রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন নয়।

Question 30

 সর্বনিয়ন্ত্রণবাদের আবির্ভাব কখন হয়েছিল?

Ans: 1925 সালে 22 June.

Question 31

কে বলেছিলেন যে পাশ্চাত্য দেশগুলিতে পুঁজিবাদী শ্রেণির আধিপত্য প্রতিষ্ঠায় নাগরিক সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল?

Ans: Antonio Gramsci

Question 32

অধিকারভিত্তিক ব্যক্তিস্বাতন্ত্রবাদ সম্পর্কে কে বলেছেন?

Ans: Rawan Crufts.

Question 33

শাস্ত্রীয় ব্যাক্তিস্বাতন্ত্রবাদের প্রবক্তা কে ছিলেন?

Ans: Geer Hofstede.

Question 34

রক্ষণশীলতার প্রবক্তা কে নয়?

Ans: Edmund Burke (after check option)

Question 35

ধর্ম এবং রাজনীতির সম্পূর্ণ বিভাজনে কে বিশ্বাস করতেন?

Ans: মন্তেস্কু।

Question 36

'সেকুলারিজম এন্ড ইক্স ক্রিটিক্স' বইটির সম্পাদক কে?

Ans: Bhargava Rajeev

Question 37

ন্যায়বিচার সংক্রান্ত কমুনিটারিয়ান ধারণার প্রবক্তা কে?

Ans: John Rawls.

Question 38

'এনার্কিস্টেট এন্ড ইউটোপিয়া' গ্রন্থটির লেখক কে?

Ans: Robert Nozick

Question 39

"প্রাকৃতিক আইন' ধারণার সাথে কার সম্পর্ক রয়েছে?

Ans: B.C Hearachites

Question 40

সমাজতন্ত্রে কোন নীতি অনুসরণ করা হয়?

Ans:

Question 41

'সাধারণ কল্যাণের স্ব-উপলব্ধি' র ধারণার সাথে কে যুক্ত?

Ans: Jean Jacques Rousseall

Question 42

'পজেসিভ ব্যাক্তিস্বাতন্ত্রবাদ' ধারণার সাথে কে যুক্ত ?

Ans: C.B MacPherson.

Question 43

'দি এন্ড অফ হিস্ট্রি এন্ড দি লাস্ট ম্যান' বইটির লেখক কে?

Ans: Francis Fukuyama.

Question 44

কে বলেছিলেন, 'অধিকার হ'ল সামাজিক জীবনের এমন পরিস্থিতি যা ছাড়া কোনও মানুষই নিজের সেরা হওয়ার চেষ্টা করতে পারে না?

Ans: Harold Laski.

Question 45

ইউএন ও র দ্বারা 'মানবাধিকার ঘােষণাপত্র' কোন সালে ঘােষিত হয়েছিল?

Ans: 1948 সালে।

Question 46

কোন দেশ শাস্ত্রীয় গণতন্ত্রের সঙ্গে যুক্ত?

Ans: Greek.

Question 47

'পিউরিটান বিপ্লব' কোন দেশে সংঘটিত হয়েছিল?

Ans: ইংল্যান্ড (1853)

Question 48

'সম্মিলিত গণতন্ত্রের' প্রবক্তা কে?

Ans: Jhon McGarry and Brendan O Leary

Question 49

জাতীয়তাবাদের গুরুত্বপূর্ণ মাপদণ্ড হিসাবে ভাষার উপর কে জোর দিয়েছিলেন?

Ans: Johann Gottfried.

Question 50

মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে ফ্যাসিবাদকে কে বিশ্লেষণ করেছেন?

Ans: উইলিয়াম রিচ।

Question 51

কে কাল্পনিক সমাজতান্ত্রিক নন?

Ans: Karl Marx and Friedrich Engels

Question 52

'ফ্যাবিয়ান সমাজতন্ত্র' কোন দেশে আত্মপ্রকাশ করেছিল?

Ans: London

Question 53

কোন লেখা ভি.আই. লেনিনের নয় ?

Ans: Vladimir Lenin

Question 54

বিপ্লবী নৈরাজ্যবাদী কে ছিলেন?

Ans: মিখাইল বাকুনিন।

Question 55

কোন দেশে সাংস্কৃতিক বিপ্লব ঘটেছিল?

Ans: চিন (1966-76)

Question 56

ফ্যাসিবাদী দার্শনিক কে ছিলেন?

Ans: Giovanni Gentile.

Question 57

'প্রতিরক্ষামূলক গণতন্ত্র' এর প্রবক্তা কে?

Ans: জেরেমি বেন্তাম।

Question 58

'দ্য অরিজিনস অফ টোটালিটারিয়ানিজম' গ্রন্থটির রচয়িতা কে?

Ans: Hannah Arendt

Question 59

'ন্যায্যতা হিসাবে ন্যায়বিচার' ধারণার সাথে কে যুক্ত?

Ans: John Rawls

Question 60

কে নব্য -দক্ষিণপন্থী রক্ষনশীলতাবাদের প্রবক্তা?

Ans: Friedrich Hayck

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Pgps 3, nsou assingment, nsou pg admission 2021, nsou bdp admission 2021, nsou pg form fill up 2021, pgps 3 short notes, netaji subhas open university,

nsou bdp result 2021,

nsou pg result 2021,

nsou pg assingment 2021,

nsou bdp assingment 2021,

nsou exam 2021,

nsou reduced syllabus,

assingment,

netaji subhas open university study center,

netaji subhas open university . m.a courses,

netaji subhas open university study center,

netaji subhas open university courses list,

netaji subhas open university admission 2021,

netaji subhas open university in kolkata,

netaji subhas open university courses & fees,

excellence academy,

bdp 1st year,

syllabus, notes,

bdp 1 st year,

bdp 2 nd year,

bdp 3rd year,

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Thanks you for contacting EXCELLENCE ACADEMY

Please let us know how we can help you

 

Subscribe my You Tube channel :-

https://youtube.com/channel/UCeqI19916_20Ic39jK0wi1A

join my facebook group :-

https://www.facebook.com/groups/485319229356130/?ref=share

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 

 

No comments:

Post a Comment

how can we help you