Friday, July 2, 2021

PGPS - PAPER 4 (PART 1) QUESTION BANK ANSWER

 

EXCELLENCE ACADEMY                        

                   YOUTUBE CHANNEL – EXCELLENCE ACADEMY

QUESTION BANK ANSWER

 PGPS - 4

                                 PH.NO - 7478448780

  (PGPS - 4 ) PG  POLSCIENCE  PAPER – 4 ONLINE EXAM SUGGESTION + ASSINGMENT SUGGESTION  & QUESTION BNAK ANSWER

 

Question 1

 উদারপন্থার মূল মূল্য কী?

Ans: ব্যক্তির স্বাধীনতা।

Question 2

 লাসেজ-ফায়ার শব্দটির অর্থ কী?

Ans: অর্থনৈতিক বিষয় ব্যক্তির উপর রাষ্ট্রের ন্যূনতম নিয়ন্ত্রণ

Question 3

লকের জন্য কোনটি ব্যক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার?

Ans: ব্যক্তিগত সম্পত্তির।

Question 4

"on liberty" বইটির রচয়িতা কে?

Ans: জন স্টুয়ার্ট মিল।

Question 5 .

 উদার তত্ত্বের বিবর্তনের ইতিহাসে ক্রান্তিকামী চিন্তাবিদ হিসাবে কাকে বিবেচনা করা হয়?

Ans: জন স্টুয়ার্ট মিল।

Question 6

 "The Road to Serfdom"বইটির রচয়িতা কে?

Ans: Friedrich Hayek

Question 7

 ন্যায় সমস্যা সমাধানের জন্য রাোলস তদন্তের কোন পদ্ধতি প্রয়াোগ করেন?

Ans: প্রারম্ভিক অবস্থান।

Question 8

 রলস তার ন্যায়বিদ্যার তত্ত্বে কোন নীতিতে অগ্রাধিকার দিয়েছেন?

Ans: স্বাধীনতার নীতি ও শৈল স্বাধীনতার সমান অধিকার

Question 9

 নাোজিকের কাছে ন্যায় সমস্যাটিকে কেন্দ্র করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি কী?

Ans: ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ।

Question 10

 কৌমবাদ কখন একটি স্বতন্ত্র রাজনৈতিক দর্শন হিসাবে আবির্ভূত হয়েছিল?

Ans: 1980-1990

Question 11

 রবার্ট পুতনাম সামাজিক মূলধন বলতে কি বুঝিয়েছেন?

Ans: সামাজিক সংগঠনের বৈশিষ্ট্য।

Question 12

 উদারপন্থার বিরুদ্ধে কৌমবাদএর মূল যুক্তি কী?

Ans: সামাজিক প্রেক্ষিতঃ ও ব্যক্তিগত আত্ম ধারণ/ব্যক্তিসত্তা গঠন করা।

Question 13

 কোন রাজনৈতিক তত্ত্বের সাথে রাস্ট্রের সাইফার মডেল যুক্ত?

Ans: বহুত্ববাদী তত্ত্ব।

Question 14

 polyarchy শব্দটি কে রচনা করেছিলেন?

Ans: Robert Dahl

Question 15

 সম্মিলিত গণতন্ত্রের ধারণাটি কে সবার আগে চালু করেন?

Ans: লিক ফোর্ট।

Question 16

 যৌথ গণতন্ত্রের মর্মার্থ কী?

Ans: বহুত্ববাদী সমাজে স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠা।

Question 17

 "Iron law of oligarchy"ধারণার প্রবর্তক কে?

Ans: Robert Michels

Question 18

ইতিহাস হল এলিটদের অবিচ্ছিন্ন প্রতিস্থাপনের ইতিহাস, একজনএর আরাোহন, অন্যের পতন " এই বিবৃতিটির লেখক কে?

Ans: Vilfrcdo Parcto

Question 19

 "মিরর প্রতিনিধিত্ব" নীতিটি কে প্রবর্তিত করেন?

Ans: উইল কিমলিকা।

Question 20

 ডায়নামিক্স অফ ডেমাোক্র্যাটিক এক্সক্লুশন বইটির রচয়িতা কে?

Ans: চার্লস টেইলর।

Question 21

 গ্রামসি আধিপত্যের সংজ্ঞা কীভাবে দিয়েছেন?

Ans: একশ্রেণীর বৌদিক নৈতিক নেতৃত্ব যার শাসিতের সম্মতি লাভ করতে সক্ষম।

Question 22

 গ্রামসির মতে প্যাসিভ বিপ্লব কী?

Ans: আধিপত্য বিহীন শাসন বা ব্যক্তি বাদী।

Question 23

 মতাদর্শগত রাষ্ট্র যন্ত্র দ্বারা অ্যালথুসার কী বাোঝাতে চেয়েছেন?

Ans: সংগঠিত রাষ্ট্র।

Question 24

কাঠামাোগত নিয়ন্ত্ৰণবাদ বলতে কী বাোঝায়?

Ans: শাসক শ্রেণীর উৎস ব্যক্তি, বস্তু ধনতান্ত্রিক কার্যের বদলে কাঠামোগত স্বাতন্ত্র্য বজায়।

Question 25

 "আলাোকিতকরণ একটি অসম্পূর্ণ প্রকল্প" উক্তিটির রচয়িতা কে?

Ans: Jurgen Habermas

Question 26

 কোনটি আইজাজ আহমেদএর মতে এডওয়ার্ড সেড-এর প্রধান সীমাবদ্ধতা ?

Ans: সাঈদ সাম্রাজ্যবাদ বিরোধীতা ও পশ্চিম বিরোধিতাকে তলিয়ে ফেলেন।

Question 27

র্যা ডিক্যাল ফেমিনিজমের প্রধান উদগাতা কে ?

Ans: Shulamith Firestone, Carol Hanisch

Question 28

সূত্র অনুসারে নারী এবং প্রকৃতির মধ্যে একটি অন্তর্নিহিত যাোগসূত্র রয়েছে এই প্রস্তাবের সাথে সম্পর্কিত ?

Ans: ইকো ফেমিনিজম।

Question 29

 কোন রাজনৈতিক ঐতিহ্যটি দাবি করে যে ব্যক্তিগতই রাজনৈতিক?

Ans: গণপরিসর, ব্যক্তি পরিসর বিভাজন।

Question 30

গ্রামসি "war of position" বলতে কী বাোঝান?

Ans: রাষ্ট্রকে দখল করার পূর্বে তার বেষ্টন কে আয়ত্তে আনার যে মতাদর্শগত ও সাংস্কৃতিক যুদ্ধ।

Question 31

 উদারনীতিকে কেন সবচেয়ে সফল রাজনৈতিক তত্ত্ব হিসাবে বিবেচনা করা হয়?

Ans:

Question 32

 হবসের ব্যক্তিগতত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটি কী?

Ans: মহাবিস্ফোরণ তত্ত্ব।

Question 33

 স্পিনাোজা কেন উদার চিন্তাবিদ হিসাবে বিবেচিত হয় না?

Ans: মানুষের সীমাহীন প্রগতির পাশে যুক্তি প্রদান

Question 34

 আলাোকিত স্বৈরাচার কী ?

Ans: আলোকিত স্বৈরাচাবাদ যা পরোপকারী স্বৈরশাসন বা আলোকিত নিরঙ্কুশ নামে পরিচিত একটি রাজনৈতিক ধারণা।

Question 35

 ইংল্যান্ডে উদারপন্থার পক্ষে ব্যাপক জনসমর্থনের প্রাথমিক কারণ কী ছিল?

Ans:

Question 36

জন স্টুয়ার্ট মিলের মতে উদার গণতন্ত্রের জন্য বিপদ কী?

Ans: অধিক সরকারি নিয়ন্ত্রণ এর ফলে সরকারের ও আমলাতন্ত্রের বিপদ বৃদ্ধি পাবে।

Question 37

 ইংল্যান্ডে সামাজিক উদারপন্থার আবির্ভাবের ক্ষেত্রে কে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন?

Ans: জন স্টুয়ার্ট মিল।

Question 38

 কল্যাণ রাষ্ট্রের বিরুদ্ধে ডানপন্থী সমালাোচকদের মূল যুক্তিটি কী ছিল?

Ans: ব্যক্তি স্বাধীনতা খর্ব করে সম্পদ বন্টনের নীতি গ্রহণ করা যাবে না এবং বন্টন ব্যবস্থা দক্ষতা অপেক্ষা সুযোগ-সুবিধা অধিকার লাভ করবে।

Question 39

Rawls কোন পদ্ধতিতে তার ন্যায়বিচার তত্ত্বটি তৈরি করেছেন?

Ans: প্রারম্ভিক অবস্থান, common good, primary social goods, ভারসাম্যের চিন্তা পদ্ধতি।

Question 40

 কেন রলস পার্থক্য নীতিটিকে "ম্যাক্সিমিন নীতি" হিসাবে বর্ণনা করেন?

Ans: যারা সবচেয়ে পিছিয়ে আছে তাদের সর্বাধিক সুবিধা দেওয়ার নীতি।

Question 41

 Anarchy,State and Utopia বইটির রচয়িতা কে?

Ans: Robert Nozick

Question 42

 Nozickএর লিবার্টরিয়ান তত্ত্বের কেন্দ্রীয় বিষয় কী?

Ans: ব্যক্তিবর্গ অধিকারের না থেকে প্রত্যেক ব্যক্তি অধিকার পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে।

Question 43

 কৌমবাদীতত্ত্বের প্রাথমিক কেন্দ্রবিন্দু কী ?

Ans:

Question 44

 যাোগাযাোগ অনুযায়ী কি উদারপন্থার প্রাথমিক রুটি?

Ans:

Question 45

 বহুত্ববাদীদের প্রাথমিক লক্ষ্য কী?

Ans: সমাজে ক্ষমতা কোন একটি স্তরে বা ব্যক্তি বা গোষ্ঠীর ওপর না থেকে সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে দেওয়া

Question 46

 বহুত্ববাদ বলতে কী বাোঝায়?

Ans: বিভিন্নতা ও বহুজনীনতার প্রতি বিশ্বাস ও অঙ্গীকারবদ্ধতা মূল্যবোধ ও বর্ণনাত্মক এই অর্থে ব্যবহৃত হয়।

Question 47

 গভর্নস বইটির রচয়িতা কে?

Ans: রবার্ট এ ডাল

Question 48

 বিভাগীয় স্বায়ত্তশাসন দ্বারা আরেন্ড লিজফার্ট কী বাোঝায়?

Ans: ক্ষমতা বন্টন মূলক গণতন্ত্র।

Question 49

 পেরেটোর অর্থresidues কর্তৃক কি বাোঝায়?

Ans: ব্যক্তির অন্তর্গত আবেদ বা ভাবাপ্রলতা যা তাকে যুক্তিহীন কাজগুলি করতে উৎসাহ দেয়।

Question 50

 সি.ডব্লিউ.মিলস-এর কাছে power eliteএর অর্থ কী?

Ans: এটি বিভিন্ন গোষ্ঠীর একটি সম্মেলন যারা সমাজ জীবনের প্রায় সমস্ত ক্ষেত্রে উচ্চ পদমর্যাদা ভোগ করার সব ক্ষমতার অধিকারী।

Question 51

 'who says organisation, says oligarchy" এই বিবৃতি টির লেখক কে।

Ans: Robert Michels

Question 52

 কিমলিকার mirror represntation অর্থ কী?

Ans: প্রতিনিধিত্ব প্রতিনিস্বিশ্বর তত্ত্ব

Question 53

 বহুসংস্কৃতির নীতিটি কী বাোঝায়?

Ans: সকল রক্ষা ভিন্নতাকে  স্বীকার করার ও মান্যতা দেওয়ার কথা বলে যে কোনও একটি বিশেষ সাংস্কৃতিক অন্যান্য সংস্কৃতির তুলনায় উচ্চতার বা নিম্নতর নয়।

Question 54

 আধিপত্য দ্বারা গ্রামসি কী বাোঝায়?

Ans: একটি শ্রেণীর বৌদিক নৈতিক নেতৃত্ব যারা শাসিতের সম্মতি লাভ করতে সক্ষম।

Question 55

 " গ্রামসি যাকে "আধুনিক যুবরাজ" হিসাবে বর্ণনা করেন?

Ans: Machiavelli

Question 56

 র্যা মিলিব্যান্ড অনুসারে রাষ্ট্রীয় ক্ষমতা বাোঝার মূল উপাদান কী?

Ans: শাসক শ্রেণীর এলিটের সঙ্গে অবস্থান নির্ণয় করে যে শ্রেণী উৎস সেটিই রাষ্ট্র ক্ষমতার বোঝার জন্য গুরুত্বপূর্ণ উপাদান।

Question 57

metanarrative বলতে কী বোঝায়?

Ans: ইউরোপের সর্বত্র স্বৈরাচারী রাজতন্ত্র, অভিজাততন্ত্র ও সামন্ততন্ত্রের পুন: প্রতিষ্ঠা করাই ছিল মেটানেরেটীভ উদ্দেশ্য,আর উদ্দেশ্য সফল করতে প্রগতিবিরোধী ও ঘোর রক্ষণশীল যে ভারসাম্য নীতি তাকেই metanarrative বলে।

Question 58

 উত্তর আধুনিকতাবাদীরা আলাোকায়ন প্রকল্পের অংশ হিসাবে মার্কসবাদকে ব্যাখ্যা করেন কেন? ?

Ans: মার্কসবাদ ও আধুনিকতাবাদের একটি অঙ্গ কারণ সেটি ইতিহাসের মহাআখ্যান কে সমর্থন করে।

Question 59

 এডওয়ার্ড প্রাচ্যবাদ বলতে কী বুঝিয়েছেন

Ans: প্রাচ্য সম্পর্কে ইউরোপের মধ্যে গড়ে ওঠা এবং ব্যবস্থিত জ্ঞানচর্চা

Question 60

 ক্ষতিগ্রস্থ গণতন্ত্র বলতে কী বাোঝায়?

Ans: রাষ্ট্রকে কেবল ব্যক্তির স্বার্থও দেখতে হবে যারা রাষ্ট্রের কাজ কর্মের দ্বারা পরিবেশগত দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হতে চলেছে।

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Pgps 4, nsou assingment, nsou pg admission 2021, nsou bdp admission 2021, nsou pg form fill up 2021, pgps 4 short notes, netaji subhas open university,

nsou bdp result 2021,

nsou pg result 2021,

nsou pg assingment 2021,

nsou bdp assingment 2021,

nsou exam 2021,

nsou reduced syllabus,

assingment,

netaji subhas open university study center,

netaji subhas open university . m.a courses,

netaji subhas open university study center,

netaji subhas open university courses list,

netaji subhas open university admission 2021,

netaji subhas open university in kolkata,

netaji subhas open university courses & fees,

excellence academy,

bdp 1st year,

syllabus, notes,

bdp 1 st year,

bdp 2 nd year,

bdp 3rd year,

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Thanks you for contacting EXCELLENCE ACADEMY

Please let us know how we can help you

 

Subscribe my You Tube channel :-

https://youtube.com/channel/UCeqI19916_20Ic39jK0wi1A

join my facebook group :-

https://www.facebook.com/groups/485319229356130/?ref=share

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 

 

No comments:

Post a Comment

how can we help you