Friday, May 21, 2021

SBG - 1 SHORT NOTES & QUESTION BANK ANSWER

 

                           EXCELLENCE ACADEMY                               

                        YOUTUBE CHANNEL – EXCELLENCE ACADEMY

                                                     SBG – I

                                     PH.NO - 7478448780

 (SBG - I ) 2ND YEAR PASS PAPER ONLINE EXAM SUGGESTION + ASSINGMENT SUGGESTION  

                                           SHORT NOTES

1) 'লুচি' কোন শব্দ।

Ans: চীনা।

2) সংবাদ প্রভাকরের সম্পাদক কে।

Ans: ঈশ্বর গুপ্ত।

3) রামদাস আদকের কাব্যের নাম কি।

Ans: অনাদি মঙ্গল

4) চন্ডীমঙ্গলের আদি ও শ্রেষ্ঠ কবি কে।

Ans: মানিক দত্ত।

5)শ্রীকর নন্দী কী অবলম্বনে মহাভারতের অনুবাদ করেন।

Ans: জৈমিনি মহাভারত।

6) 'পুরুষ পরীক্ষা' গ্রন্থখানি কোন ভাষায় রচিত।

Ans: সংস্কৃত ভাষায়।

7) বাংলা সাহিত্যের কোন সময়টাকে অন্ধকারময় যুগ বলা হয়।

Ans: ত্রয়োদশ চতুর্দশ শতাব্দী।

8) সধবার একাদশী কত সালে রচিত হয়।

Ans: 1866.

9) জ্ঞানদাসের ভাবশিষ্য কে ছিলেন।

Ans: চন্ডীদাস

10) কালকেতুর কাহিনী কোন  খন্ডে আছে।

Ans: আখেটিক খন্ডে।

11) কৃষ্ণলীলা মৃত গ্রন্থের রচয়িতা কে।

Ans: বলরাম দাস।

12) নিত্যানন্দ আচার্যই কী নামে পরিচিত।

Ans: অদ্ভুত আচার্য।

13) শ্রীকৃষ্ণকীর্তন কোন সময়ের কাব্য।

Ans: আদি মধ্যযুগের।

14) বঙ্গপাল নামটি কোথায় পাওয়া যায়।

Ans: বৌদ্ধ বিহারে।

15) 'দি ক্যালকাটা' থিয়েটারের প্রতিষ্ঠাত কত সালে।

Ans: 1776.

16) বানভট্ট কোন কাব্য গ্রন্থ রচনা করেন।

Ans: হর্ষচরিত।

17) দ্বিজ মাধব কোন কাব্য গ্রন্থ রচনা করেন।

Ans: সারদামঙ্গল(1579)

18) শ্রীকৃষ্ণ প্রেম তরঙ্গিনী গ্রন্থের রচয়িতা কে।

Ans: রঘুনাথ।(ষোড়শ শতাব্দীর মধ্যভাগে রচনাকাল)

19) কোন শতাব্দীতে বিদ্যাপতি আবির্ভূত হন।

Ans: চতুর্দশ শতাব্দীর শেষার্ধে।

20) বড়ু চন্ডীদাস কার উপাসক ছিলেন।

Ans: বাশুলী দেবীর।

 


 

QUESTION BANK ANSWER

1.বঙ্গভূমির প্রাচীনতম স্বীকৃতি আছে কোথায়?

Ans: ঐত্যরেয় অরণ্যকে।

2.ঐতিহাসিক নীহাররঞ্জন রায়ের বাংলা ও বাঙালি সম্পর্কিত গ্রন্থটির নাম কি?

Ans: বাঙালির ইতিহাস।

3.'গৌড় বঙ্গাল' কথাটির উল্লেখ কোথায় আছে?

Ans: মনসোল্লার গ্রন্থে।

4.কত সালে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের পুথিটি আবিষ্কার করেন?

Ans: 1907সালে।

5.চর্যাপদের পুথিটিতে প্রাপ্ত পদের সংখ্যা কত?

Ans: 46  1/2.

6.চর্যাপদের পদকর্তার সংখ্যা কত?

Ans: 24জন।

7. চর্যাপদ সংকলনের প্রথম পদটির রচয়িতা কে?

Ans: কবি লুই পাদ।

8.অধিকাংশ ভাষাবিদের মতে চর্যার ভাষা কোন সময়ের?

Ans: দশম দ্বাদশ সময়ের।

9.নব্য-ভারতীয় আর্যভাষার সূচনা আনুমানিক কোন সময়ে হয়েছিল?

Ans: 900 খ্রিঃ-বর্তমান।

10. বাংলা ভাষার উৎস কী?

Ans: মাগধী অপড্রংশ।

11. হুসেন শাহ কে ছিলেন?

Ans: বাংলার নবাব।

12. শ্রীকৃষ্ণকীর্তন' পুথিটি কে আবিষ্কার করেন ?

Ans: বসন্তর কুনরাম বিদ্বদ্বল্লভ।

13. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কোন্ খণ্ডের নামের সঙ্গে 'থ' শব্দটি নেই ?

Ans: রাধা বিরহ।

14. ইউসুফ জোলেখা' কাব্যটি কে রচনা করেন?

Ans: মহাম্মদ সগীর।

15. ইউসুফ জোলেখা' কাব্যটি ১৯৮৪ সালে কার সম্পাদনায় প্রকাশিত হয় ?

Ans: ডঃ এনামুল হকের।

16. বিদ্যাপতির যে-পদগুলি বাংলায় প্রচলিত, সেগুলি কোন ভাষায় রচিত?

Ans: মৈথিলী ভাষায়।

17. দ্বিজ চণ্ডীদাস কেমন কবি?

Ans: সাধক কবি।

18. কৃত্তিবাসের সংস্কৃত রামায়ণের অনুবাদের নাম কি?

Ans: শ্রীরাম পাঁচালী।

19.কৃষ্ণদাস কবিরাজ-রচিত চৈতন্যজীবনীর নাম কি ?

Ans: চৈতন্য চরিতামৃত।

20. দৌলত কাজী যখন আরাকানরাজের সভায় যান, তখন সেখানকার রাজা কে ছিলেন?

Ans: আরাকান রাজা শ্রী চন্দ্র শুধর্মা।

21. রায় গুণাকর' উপাধি পেয়েছিলেন কে?

Ans: ভারত চন্দ্র।

22. হ্যালহেডের বাংলা ব্যাকরণ বইটির নাম কি ছিল?

Ans: A grammar of the Bengal language

23.কাকে 'যুগসন্ধির কবি' বলা হয়?

Ans: ঈশ্বর গুপ্ত /ভারতচন্দ্র।

24.হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়-রচিত মহাকাব্য কোনটি?

Ans: বৃত্তসংহার।

25. বেঙ্গলী থিয়েটারের প্রতিষ্ঠাতা কে?

Ans: হেরাসিম লেবেডফ।

26. হানা ক্যাথরিন মুলেন্সের লেখা উপন্যাসের নাম কি?

Ans: করুণা ও ফুলমপির বিবরণ।

27. বঙ্কিমচন্দ্রের বাংলা ভাষায় লেখা উপন্যাসের সংখ্যা কত?

Ans: 14 টি।

28. রবীন্দ্রনাথের প্রথম পূর্ণাঙ্গ নাটক কোনটি ?

Ans: রাজা।

29. স্বদেশী আন্দোলনের পটভূমিকায় লেখা রবীন্দ্র-উপন্যাস কোনটি?

Ans: ঘরে বাইরে।

30.'নাম রেখেছি কোমল গান্ধার' কাব্যগ্রন্থের রচয়িতা কে?

Ans: বিষ্ণু দে।

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

shi 1, nsou assingment, nsou pg admission 2021, nsou bdp admission 2021, nsou pg form fill up 2021, shi 1 short notes, netaji subhas open university,

nsou bdp result 2021,

nsou pg result 2021,

nsou pg assingment 2021,

nsou bdp assingment 2021,

nsou exam 2021,

nsou reduced syllabus,

assingment,

netaji subhas open university study center,

netaji subhas open university . m.a courses,

netaji subhas open university study center,

netaji subhas open university courses list,

netaji subhas open university admission 2021,

netaji subhas open university in kolkata,

netaji subhas open university courses & fees,

excellence academy,

bdp 1st year,

syllabus, notes,

bdp 1 st year,

bdp 2 nd year,

bdp 3rd year,

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Thanks you for contacting EXCELLENCE ACADEMY

Please let us know how we can help you

 

Subscribe my You Tube channel :-

https://youtube.com/channel/UCeqI19916_20Ic39jK0wi1A

join my facebook group :-

https://www.facebook.com/groups/485319229356130/?ref=share

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment

how can we help you