EXCELLENCE ACADEMY
FHS
PH.NO - 7478448780
YOUTUBE CHANNEL – EXCELLENCE ACADEMY
(FHS ) FIRST YEAR COMPULSORY PAPER ONLINE EXAM SUGGESTION + ASSINGMENT SUGGESTION
1.জাতিসংঘের সদর দফতর কোথায় ?
Ans: সুইজারল্যান্ডের জেনেভায়।
2.কবে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়?
Ans: 1914.
3.বেঙ্গলি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন।
Ans: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
4.কোন ভাইসরয়ের শাসনকালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় ?
Ans: লর্ড ডাফরিন এর শাসনকালে।
5. ইয়ং বেঙ্গল বা নব্য বঙ্গ কাদের বলা হত।
Ans: ডিরোজিওর অনুগামীদের।
6.উপজাতীয় সমস্যা অধ্যয়ন করার ক্ষেত্রে কতগুলি পন্থা নির্দেশিত হতে পারে?
Ans: তিনটি
7.কোন যুগে নগরায়ন সূচিত হয়?
Ans: ব্রোঞ্জ যুগ।
8.হরপ্পা সভ্যতা কোন্ নদীর তীরে গড়ে উঠেছিল?
Ans: সিন্ধু নদের তীরে।
9.ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়।
Ans: রাজা রামমোহন রায়
10.পালবংশের প্রতিষ্ঠাতা কে?
Ans: গোপাল।
11.ব্রোঞ্জ উৎপাদন করতে কোন দুটি ধাতু মিশ্রিত হয়?
Ans: তামা ও টিন মিশিয়ে
12.মেহেরগড় সভ্যতা কোন যুগের সভ্যতা।
ANS: নব্যপ্রস্তর যুগের।
13.চোদ্দো দফা শর্ত কে রচনা করেন?
Ans: উড্রো উইলসন।
14. হরপ্পা সভ্যতার সমুদ্রবন্দরের নাম কী?/পৃথিবীর প্রাচীনতম বন্দর কোনটি?/ভারতবর্ষে প্রাক্ আর্যযুগে প্রাচীনতম বন্দরের নিদর্শন কোথায় অবস্থিত?
Ans: লোথাল (গুজরাত).
15.ভারতের প্রথম জাতীয়তাবাদী কবি কাকে বলা হয়।
Ans: ডিরোজিওকে।
16.জালিয়ানওয়ালাবাগ কোন শহরে অবস্থিত?
Ans: পাঞ্জাবের অমৃতসরে।
17.আপনি কতগুলি উপায়ে মৌলিক অধিকারকে শ্রেণিবদ্ধ করতে পারেন?
Ans:6
18.কে 1857 বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন।
ANS: বিনায়ক দামোদর সাভারকার।
19.মেসাোপটেমিয়ার অধিবাসীদের কাছে সিন্ধু সভ্যতা কী নামে পরিচিত ছিল ?
Ans: মেলুভা।
20.ক্যাথলিক চার্চ কত ধরণের স্যাক্ৰামেন্ট অনুমাোদন করেছে?
Ans:7
QUESTION BANK ANSWER
1নিম্নলিখিত কোনগুলি মানুষের কৌম হিসেবে বিবেচিত হয়?
Ans: ত্বকের রঙ, চোখ, নাক, ঠোঁট, চুলের গঠন এক দৈহিক বৈশিষ্ট্য হলো কৌম।
2)মাতৃপরিচায়ি সমাজে কার আধিপত্য সবচেয়ে বেশি?
Ans: মাতা, আবার পিতার চেয়ে মায়ের ভাই(মামার)।
3)কাদের আগমনের সাথে সাথে যন্ত্র নির্মাণ ও ব্যবহার সূচিত হয়?
Ans: হোমোসেপিয়ান (আদি মানব)।
4)কোন যুগের সাংস্কৃতিক বিবর্তনকে মরগ্যান 'আদিম' বা 'বন্য' বলে আখ্যা দিয়েছেন?
Ans:15th - 16 century.
5)কোন যুগে নগরায়ন সূচিত হয়
Ans: ব্রোঞ্জ যুগ।
6)এঁদের মধ্যে কে সমাজ সংস্কারক ছিলেন?
Ans: অপশন থাকলে করবে রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর, সমাজ সংস্কারক।
7)সাোশ্যাল ডেভেলপমেন্ট শীর্ষক বইটি কে লিখেছিলেন?
Ans: এল. টি. হব হাউস(924)
8)ম্যান মেকস হিমসেল্ক" গ্রন্থটির লেখক কে?
Ans:ডি. গর্ডন. চাইল্ড।
9)কোন দেশে প্রথম গ্রামের উদ্ভব দেখা যায়?
Ans: পেলোপাইন/তুরস্ক/ ইরাক/ সিরিয়া।
10)এর মধ্যে কোনটি নদী ভিত্তিক সভ্যতা ?
Ans: অপশন থাকলে মিশরীয়, সিন্ধু, মেসো পটেমিয়ার নদী ভিত্তিক সভ্যতা।
11)মিশরীয় লেখাটি কী নামে পরিচিত?
Ans:চিত্র লিপি/ Hicroglyphic.
12)পিড়ামিডগুলি কাদের শক্তির প্রতীক?
Ans:পিরামিড ক্যারাওদের শান্তির প্রতীক।
13)ব্ল্যাক ডেথের পিছনে মূল কারণ কি ছিল?
Ans: দুর্ভিক্ষ (প্লিস)।
14)কর্নেল জেমস টডের মতে ইউরাোপীয় ধাঁচের সামন্ততন্ত্র ভারতীয় কোন রাজ্যে দেখতে পাওয়া যায়।
Ans: রাজস্থান।
15)কবে প্রথম মুদ্রিত গ্রন্থ প্রকাশিত হয়?
Ans: 1456, গুটেনবার্গের বাইবেল।
16)প্রাক নবজাগরণ কালে মধ্য যুগীয় ইউরাোপে, দর্শন চর্চার মূল ধারা কি ছিল?
Ans: পাণ্ডিত্য।
17)প্রাক স্বাধীনতা পর্যাযে , ভারত থেকে কোন পণ্য সামগ্রীগুলি রপ্তানি হত ?
Ans: raw রেশম, কটন, wool, চিনি ইত্যাদি।
18)ভারতে প্রথম স্বাধীনতা সংগ্রাম কবে সংগঠিত হয়েছিল?
Ans:1857.
19)কলকাতায় হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
Ans: 20 January 1817.
20)এঁদের মধ্যে কে "নিচু জাতির" নেতা ছিলেন?
Ans: অপশন দেখে দিতে হবে।
21)এর মধ্যে কোনটি আদিবাসী আন্দোলন নয়?
Ans: অপশন দেখে দিতে হবে।
22)"ক্রিটিকাল এন্ড হিস্টরিকাল এসেস" গ্রন্থটি কে রচনা করেছেন?
Ans: Thomas Babigton Macanlay.
23)" হিস্ট্রি অফ ইন্ডিয়া ১০০০-১৭০৭ খ্রিষ্টাব্দ " শীর্ষক বইটি কে লিখেছেন?
Ans: Raddhey Shyam Chaurasia.
24)কার নেতৃত্বে বিহার ও উড়িষ্যা রাজ্যের স্বায়ত্তশাসনের লড়াই শুরু হয়েছিল?
Ans: সচ্চিদানন্দ
25)ভারতীয় সংবিধানের অন্যতম প্রধান রচয়িতা কে?
Ans: Dr.BR.Ambedkar.
26)বেথুন স্কুল কবে প্রতিষ্ঠিত হয়?
Ans: 1849.
27)সহবাস সম্মতি আইন কবে পাশ হয়?
Ans: 1891.
28)মেটার্নিটি বেনিফিট আইনটি কবে থেকে চালু হয়?
Ans: 1961.
29)কার নামানুসারে হান্টার কমিশন তৈরি করা হয়েছিল?
Ans: sir William hunter.
30)বুনিয়াদি শিক্ষার পাঠ্যসূচিতে কোন বিষয়টি অন্তর্ভুক্ত নয়?
Ans: option থাকলেহবে।
31)কত বছর আগে পিকিংম্যান বেঁচে ছিলেন?
Ans:230000-770000 বছর আগে (5 লক্ষ বছর আগে)
32)প্রস্তর যুগের পরে কোন পর্যায় আসে?
Ans: তাম্র যুগ
33)ব্রোঞ্জ উৎপাদন করতে কোন দুটি ধাতু মিশ্রিত হয়?
Ans: তামা ও টিন মিশিয়ে
34)কোন যুগে গমের উৎপাদন শুরু হয়েছিল?
Ans: নব্য প্রস্তর যুগ/ তাম্র যুগ (খ্রিস্টপূর্ব 6500 থেকে 5000)
35)কোন যুগে মৃৎশিল্পের বিকাশ ঘটে?
Ans: প্রাগৈতিহাসিক বা প্রাকতিহাসিক/ (নব্য প্রস্তর যুগে নিওলিথিক)
36)কাজাক এবং কিরঘিজ রা কোথাকার উপজাতি গাোষ্ঠী?
Ans: কাজাক-পোল্যান্ডের দক্ষিণ-পূর্ব সীমান্ত ও ইউক্রেনের কৃষকগণ
কিরগিজ-নিম্ন ভলগা, কাস্পিয়ান অঞ্চল, পর্বত অঞ্চল, আলতাই পর্বাতাঞ্চলের যাযাবর জাতি।/এশিয়া
37)কোন মহাদেশে উপজাতিরা কাঙারুর হাড়গুলি ব্যাপকভাবে ব্যবহার করে?
Ans: আফ্রিকা (অস্ট্রেলিয়া)
38)কে প্রথম আবিষ্কার করেন যে পৃথিবী গাোলাকার?
Ans: ইরাটোস্টেনেস(Eratosthens)
39)নিম্নলিখিতগুলির মধ্যে কে ছিলেন সমাজ সংস্কারক?
Ans: অপশন থেকে লিখতে হবে
40)ধানের উৎপাদন কখন শুরু হয়?
Ans: খ্রিস্টপূর্ব 2000 বছর আগে/(খ্রিস্টীয় 2000 সালে)
41)মানুষ কত বছর আগে চাষ এবং পশু পালন শিখেছে?
Ans: প্রায় 12 হাজার বছর আগে। (নব্য প্রস্তর যুগের 10 থেকে 12 বছর আগে)
42)উত্তর ইরাকের জাওই চেমি তাৎপর্যপূর্ণ কেন?
Ans: আদি কৃষি ব্যবস্থায় বীজ তৈরি ও বপন করে।
43)নিচের কোন বৈশিষ্ট্যগুলি ভারতীয় সামন্তবাদের সাথে যুক্ত হতে পারে?
Ans: অপশন থেকে উত্তর।
44)1887 সালে, জার্মান ইতিহাসবিদ ব্রুনার সামন্তবাদের কোন দিকটি নিয়ে আলাোচনা করেছিলেন?
Ans: সামরিক দিক গুলি।
45)হার্ভে কখন "মুভমেন্ট অফ হার্ট" লিখেছিলেন?
Ans: 1628(1610 খ্রিস্টাব্দে)
46)ক্যাথলিক চার্চ কত ধরণের স্যাক্ৰামেন্ট অনুমাোদন করেছে?
Ans:7
47)নিম্নলিখিত কোনটি স্ক্র্যামেন্টটিকে মার্টিন লুথার নিষিদ্ধ করেননি?
Ans: অপশন দিয়ে করতে হবে। (Baptism ও the Euchorist)
48)বাোম্বে তে কখন ভারতীয় নৌবাহিনী বিদ্রোহ করেছিল?
Ans:1946 18 February
49)নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতে সংস্কার আন্দোলনের একজন প্রবক্তা ছিলেন?
Ans: অপশন দেখে করতে হবে/রাজা রামমোহন, ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
50)থম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কখন চালু করা হয়েছিল?
Ans: 1951
51)নিম্নলিখিতগুলির মধ্যে তৃতীয় বিশ্বের দেশ কোনগুলি?
Ans: অপশন দেখে করতে হবে/ভারত, ব্রাজিল, আফ্রিকা, এশিয়া, ইরান, ওশিয়ানিয়া।
52)মহামন্দা কখন হয়েছিল?
Ans:1929 - 1939(1929)
53)উপজাতীয় সমস্যা অধ্যয়ন করার ক্ষেত্রে কতগুলি পন্থা নির্দেশিত হতে পারে?
Ans: তিনটি
54)নিম্নলিখিতগুলির মধ্যে কে আদিবাসী সমস্যা অধ্যয়নে আত্তীকরণ দৃষ্টিভঙ্গির প্রবক্তা ছিলেন?
Ans: অধ্যাপক সুরে
55)ঔপনিবেশিক ভারতে, হিন্দু ও মুসলমানরা প্রথমবার কবে যৌথভাবে স্বাধীনতা আন্দোলনে অংশ নিয়েছিল?
Ans: 1857(1905 সালে স্বদেশী আন্দোলন)
56)ধর্মনিরপেক্ষ' শব্দটি কোথা থেকে এসেছে?
Ans:Latin
57)জাতীয় শিক্ষানীতি কখন গৃহীত হয়েছিল?
Ans:1986 - 2020
58)আপনি কতগুলি উপায়ে মৌলিক অধিকারকে শ্রেণিবদ্ধ করতে পারেন?
Ans:6
59)অধিকার সংরক্ষণের জন্য সংবিধান কটি বিশেষ গাোষ্ঠীকে চিহ্নিত করেছে?
Ans:3 group
60)কম্বাোডিয়া ফরাসি শাসন থেকে কখন মুক্তি পেল?
Ans:1953
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
nsou assignment,
nsou admit,
nsou pg admission 2021,
nsou renewal,
nsou bdp admission 2021,
nsou admission 2021,
nsou pg form fill up 2021,
nsou blis
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Thanks you for contacting EXCELLENCE ACADEMY
Please let us know how we can help you
Subscribe my You Tube channel :-
https://youtube.com/channel/UCeqI19916_20Ic39jK0wi1A
join my facebook group :-
https://www.facebook.com/groups/485319229356130/?ref=share
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
No comments:
Post a Comment
how can we help you