Saturday, July 17, 2021

EBG 7 3RD YEAR QUESTION BANK ANSWER (1-60)

 

 

EXCELLENCE ACADEMY                        

                   YOUTUBE CHANNEL – EXCELLENCE ACADEMY

QUESTION BANK ANSWER

 EBG -7

                                 PH.NO - 7478448780

BENGALI  (EBG - 7) 3RD  YEAR HONOURS PAPER ONLINE EXAM + ASSINGMENT HELP

Question 1

'যম-জামাই-ভাগ্না / তিন নয় আপনা' -- এই প্রবাদটি কী ধরনের লাোকসংস্কৃতির উদাহরণ?

Ans: বাবা কেন্দ্রিক লোকসংস্কৃতির।

Question 2

লাোকসাহিত্য বিষয়ে ১৮৪৬ সালে উইলিয়াম থমা প্রথম যে শব্দটি ব্যবহার করেন সেটি কী?

Ans: Folk Lore শব্দটি

Question 3

"ইহার মধ্যে ভাবের পরস্পর সম্বন্ধ নাই, সে কথা নিতান্ত পক্ষপাতী সমালাোচককেও স্বীকার করিতে হইবে"-- মন্তব্যটি কার কী প্রসঙ্গে? Ans:ছড়ার প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে রবীন্দ্রনাথ মন্তব্যটি করেছেন।

Question 4

পদ্মমুখী ঝি আমার পরের ঘরে যায়। দোনাকী বই এসে বাটায় পান খায়" --এটি কী?

Ans: এটি একটি ধাঁধা।

Question 5

কোন সময়ে ধাঁধা পরিবেশিত হয়?

Ans: রাত্রিকালে।

Question 6

ছাদ পিটানাোর সময় দলবদ্ধভাবে যে গান গাওয়া হয় সেই সঙ্গীত কী প্রকার লাোকসঙ্গীত?

Ans: কর্মসঙ্গীত।

Question 7

জাগ গান কী

Ans: উত্তরবঙ্গের প্রচলিত এক ধরনের বর্ণনামূলক গানকে জাগ গান বলে।

Question 8

ঝুমুর কী?

Ans: পশ্চিমবাংলা পশ্চিম সীমান্তে আদিবাসী সমাজের মধ্যে প্রচলিত গানকে ঝুমুর গীত বলা হয়।

Question 9

ঘাটু গান কীভাবে গাওয়া হয়?

Ans: সকলে সমবেত হয়ে নিত্যা কারে ঘাটু গান পরিবেশিত হয়।

Question 10

মৈমনসিংহ গীতিকা কীভাবে প্রকাশিত হয়েছিল?

Ans: ময়মনসিংহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে গীতিকাগুলি সংগ্রহ করে দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় 1923 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়েছিল।

Question 11

লাোককথার কোনাো জাতি ধর্ম নাই'--কথাটি কী ঠিক?

Ans:  কথাটি ঠিক। কারণ লোককথা সার্বজনীন।

Question 12

পালাটিয়া কী?

Ans: উত্তরবঙ্গের একশ্রেণীর গ্রামীণ লোকনাট্ট্যের নাম পালাটিয়া।

Question 13

টনসা যাত্রা কী

Ans: টনসা যাত্রা এক প্রকারের বঙ্গীয় লোকনাট্য।

Question 14

গম্ভীরা কী?

Ans: শিব মহাত্মামূলক মালদহ কেলোর এক বিখ্যাত লোকনাট্য গম্ভীরা।

Question 15

বশ্যধারা ব্রত কোন মাসে পালিত হয়?

Ans: বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে।

Question 16

মৈমনসিংহগীতিকার মছুয়া পালা কটি পরিচ্ছেদে বিভক্ত?

Ans: 24 টি পরিচ্ছেদে।

Question 17

মদন নামক এক ভৃত্যের কথা মৈমনসিংহের কোন পালায় আছে?

Ans: রুপবর্তি পালায়।

Question 18

'যুবতী ক্যান বা কর মন ভারী ' --এই গানটি কে কোথায় শুনেছিলেন?

Ans: নৌকা যোগে পাবনা রাজশাহীর মধ্যে ভ্রমণ করতে গিয়ে দ্বীনি নিয়ে যাওয়া 10 থেকে 12 জন মানুষের কাছ থেকে রবীন্দ্রনাথ শুনেছিলেন।

Question 19

বৃহৎকথামঞ্জরী কার লেখা?

Ans: ক্ষেমেন্দ্র রচনা করেন।

Question 20

ব্যাটারা সব পতিত' -- কে বলেছিল কথাটা?

Ans: ঘাশিরাম পন্ডিত।

Question 21

বাচ্চা গল্পের শেষে আড়াল থেকে কারা দেখেছিল দুটি হাত একটি রেজিস্টারের কী যেন লিখছে?

Ans: ফেরেসতা (দেবদূত)

Question 22

ইরুল কে?

Ans: ক্ষ্যাপা ও মুরুগায়ির একমাত্র সন্তান।

Question 23

পাঠাংশে 'কুঞ্জবনের ক্ষ্যাপা' গল্পটির অনুবাদক কে?

Ans: বিষ্ণুপদ ভট্টাচার্য্য।

Question 24

'ডাোমের চিতা' গল্পটির সঙ্গে তাোমার পঠিত পাঠ্যসূচির কোন গল্পের মিল আছে?

Ans: কুঞ্জনের ক্ষ্যাপা।

Question 25

বার লাইব্রেরিতে একা একা মাছি তাড়ান আর নিজের বাড়িতেও একা একা বসে মাছি মারেন"-একথা কে কার সম্বন্ধে বলেছিল?

Ans: লিলা বেনরে আইনজীবী সুখাৎমে সম্পর্কে কথাটি বলেছিল।

Question 26

ইন্ডিয়ান পেনাল কোড -এর ৩০২ধারা অনুযায়ী সদ্যোজাত শিশুহত্যার অভিযাোগে আপনাকে অভিযুক্ত করা হয়েছে। এই অভিযাোগটি আপনি স্বীকার করেন, কি করেন না?--

একথা কে বলেছে?

Ans: কাশিকার।

Question 27

তাকাষি শিবশঙ্কর পিল্লাইয়ের জন্ম ও মৃত্যুসাল কত?

Ans: জন্ম  1912  ও মৃত্যুর 1999.

Question 28

চেম্মিন উপন্যাসের কোন অধ্যায়ে মৃত্যু সংবাদ দিয়েই পারীকুট্টি ফিরে গেছে?

Ans: চতুর্দশ অধ্যায়ে।

Question 29

পারীকুট্টি কাকে টাকা ধার দিয়ে নিঃস্ব হয়েছে?

Ans: চেম্পন কে ধার দিও।

Question 30

তাকাষি শিবশঙ্কর পিল্লাই কত সালে সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছিলেন?

Ans: 1957 সালে।

Question 31

লাোকবিজ্ঞান' শব্দবন্ধ কে ব্যবহার করেছিলেন?

Ans:  ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ

Question 32

ইংরেজি 'ফোকলাোর' শব্দটি কে কবে প্রথম ব্যবহার করেন ?

Ans:  উইলিয়াম থামস্ ,1846 খ্রিস্টাব্দে

Question 33

"ইহার মধ্যে ভাবের পরস্পর সম্বন্ধ নাই, সে কথা নিতান্ত পক্ষপাতী সমালাোচকও স্বীকার করিতে হইবে" -- একথা কে বলেছেন কী সম্বন্ধে ?

Ans: রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন লোকসাহিত্য প্রবন্ধে নিয়ম অনুসারে প্রবন্ধ রচনা প্রসঙ্গে।

Question 34

"অলি অলি পাখিগুলি গলি গলি যায়। সর্ব অঙ্গ ছেড়ে দিয়ে চোখ খুবলে খায়" -- কী ?

Ans: ধোঁয়া (এটি একটি ধাঁধা)

Question 35

ধাঁধা সাধারণত কোন সময়ে বলা হয়ে থাকে ?

Ans: রাত্রে

Question 36

বাংলা গীতিকার কয়টি ধারা?

Ans: 3 (তিনটি)

Question 37

মৈমনসিংহ গীতিকার সংগ্রাহক কে?

Ans: চন্দ্রকুমার দে

Question 38

যাবতীয় লাোককথাকে কীসের ভিত্তিতে কতগুলি শ্রেণিতে ভাগ করা হয়ে থাকে?

Ans: পাঠ্যপুস্তকে লোককথার সাতটি রূপের কথা আছে।

Question 39

আলকাপের প্রচলন কোথায় বেশি?

Ans: মুর্শিদাবাদ, মালদা, বীরভূম।

Question 40

বাতেয়া' কিসে থাকে?

Ans: রঙ পাঁচালীতে (লোক নাট্য)

Question 41

ব্রতের 'আহরণ' অর্থে কী বাোঝায়?

Ans: ব্রতে যা যা লাগবে তা সংগ্রহ করা।

Question 42

ভাদুলি ব্রতে কি উদ্দেশ্যে উদযাপিত হয়ে থাকে ?

Ans: আত্বীয় স্বজন বিদেশ থেকে যাতে নিরাপদে ফিরে আসে

Question 43

সতীন সমস্যার ছবি বাংলায় কোন ব্রতে পাওয়া যায় ?

Ans: সেঁজুতি ব্রত

Question 44

মনুষ্যমূর্তি পুজো কোন ব্রতে আছে ?

Ans: 'আদর সিংহাসন' ব্রতে

Question 45

কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রকাশিত মৈমনসিংহ গীতিকা'য় ক'টি গীতিকা প্রকাশিত হয় ?

Ans: 10টি

Question 46

মহুয়া বড় হয়েছিল কোথায় ?

Ans: হিমামি পর্বতের কাছে হুমর ্যা বেদের আশ্রয়

Question 47

রবীন্দ্রনাথ বাংলাদেশের মাটিতে রামায়ণ কথাকে হরগৌরী ও রাধাকৃষ্ণ কথার উপরে স্থান দিয়েছেন। কথাটি কি ঠিক?

Ans: কথাটা ঠিক। তবে বাঙালি তার বিপরীত

Question 48

বড়াোমসিহা' কাব্য ভারতবর্ষের কোন অঞ্চলে উদ্ভূত হয়েছিল ?

Ans: উত্তর ভারত

Question 49

কাঠ কাটতে গিয়ে দুখিয়ার মৃত্যু হলে কে চামারদের খবর দিতে বলেছিল?

Ans: পন্ডিত পত্নী

Question 50

ফেরেস্তারা দেখেছিল দুটি হাত একটি রেজিস্টারে কি যেন লিখছে। -- ফেরেস্তাদের এই দেখার মধ্য দিয়ে গল্পকার এক মায়া তৈরি করেছেন। বাস্তবধর্মী গল্পে এমন মায়া কী করে ?

Ans:

Question 51

যুগসন্ধি' কার লেখা গল্পগ্রন্থ?

Ans: জয় কান্তন।

Question 52

ইরুলের জন্ম বাপ-মায়ের মনে কী এনে দিয়েছিল ?

Ans: আশা, আনন্দ, উচ্ছ্বাস

Question 53

ক্ষ্যাপার 'হ্যালুসিনেশন' পাঠকের মনে কী জাগিয়ে তাোলে ?

Ans:  করুণরস , সববেদনা

Question 54

সদ্যোজাত শিশুহত্যার অভিযাোগটি 'চোপ আদালত চলছে' নাটকের কোথায় আনা হয়েছে ?

Ans: নাটকের দ্বিতীয় অঙ্কে

Question 55

চোপ আদালত চলছে' নাটকে ক্লাইম্যাক্স ও ক্যাটাস্ট্রফি কখন এসেছে?

Ans:

Question 56

কত নম্বর ধারা অনুযায়ী বেনারে অভিযুক্ত হয়েছিল ?

Ans: IPC 302 ধরায়

Question 57

চেম্মিন' উপন্যাসের কোন অধ্যায়ে পাপুর কথা আছে ?

Ans: দশম পরিচ্ছদে

Question 58

আমার জন্য কেউ কষ্ট পাই নি। -- চেম্মিন উপন্যাসে কে একথা বলেছে ?

Ans: পালানি

Question 59

চেম্মিন, গঙ্গা, পদ্মানদীর মাঝি তিনটি উপন্যাসের মিল কোথায়?

Ans:  আর্থসামাজিক প্রতিভাস।

Question 60

চেম্মিন' উপন্যাসের অধ্যায় সংখ্যা কত?

Ans: 20 টি

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ebg 7, nsou assingment, nsou pg admission 2021, nsou bdp admission 2021, nsou pg form fill up 2021, ebg 7 short notes, netaji subhas open university,

nsou bdp result 2021,

nsou pg result 2021,

nsou pg assingment 2021,

nsou bdp assingment 2021,

nsou exam 2021,

nsou reduced syllabus,

assingment,

netaji subhas open university study center,

netaji subhas open university . m.a courses,

netaji subhas open university study center,

netaji subhas open university courses list,

netaji subhas open university admission 2021,

netaji subhas open university in kolkata,

netaji subhas open university courses & fees,

excellence academy,

bdp 1st year,

syllabus, notes,

bdp 1 st year,

bdp 2 nd year,

bdp 3rd year,

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Thanks you for contacting EXCELLENCE ACADEMY

Please let us know how we can help you

 

Subscribe my You Tube channel :-

https://youtube.com/channel/UCeqI19916_20Ic39jK0wi1A

join my facebook group :-

https://www.facebook.com/groups/485319229356130/?ref=share

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment

how can we help you